ঢাকায় ‘ইনোভেশন ডে’ আয়োজন করল স্নাইডার ইলেকট্রিক

এনার্জি ম্যানেজমেন্ট এবং অটোমেশন ট্রান্সফরমেশনের বৈশি^ক প্রতিষ্ঠান স্নাইডার ইলেকট্রিক দেশের শীর্ষ ১০০ গ্রাহককে নিয়ে ঢাকায় সম্প্রতি সফলভাবে ‘ইনোভেশন ডে’ আয়োজন করেছে। দিনব্যাপী আয়োজনে তথ্যপ্রযুক্তি পেশাজীবী, ডাটা সেন্টার প্রফেশনালস, সরকারি কর্মকর্তা এবং চ্যানেল পার্টনারদের নিয়ে বাংলাদেশের ক্রমর্বমান তথ্যপ্রযুক্তি অবকাঠামোর বাজার ধরতে তাদের পণ্য, বিভিন্ন সল্যুশনস এবং সফটওয়্যার প্রদর্শন করা হয়।

স্নাইডার ইলেকট্রিক ভারতের চ্যানেল সেলস, সিকিউর পাওয়ারের ডিরেক্টর স্বরূপ দাস বলেন, ‘প্রতিষ্ঠানটি বাংলাদেশে আগামীতে একটি টেকসই ও দক্ষ প্রতিষ্ঠান হিসাবে গড়ে ওঠার অপার সম্ভাবনা দেখছেন তিনি। তিনি বলেন, আমরা গ্রাহক ও ক্রেতাদের বিশ^মানের পণ্য ও পরিষেবা তুলে দিতে পারব বলেই প্রত্যাশা করছি।’ এই আয়োজনের মধ্যে দিয়ে স্নাইডার ইলেকট্রিক উন্মোচন করেছে ইনোভেশন হাব, যেখানে প্রতিষ্ঠানটি তাদের সর্বশেষ সব পণ্য, সল্যুশনস, ডেমো এবং সফটওয়্যার প্রদর্শন করবে। সংবাদ বিজ্ঞপ্তি।

সোমবার, ০৮ আগস্ট ২০২২ , ২৪ শ্রাবণ ১৪২৯ ৯ মহররম ১৪৪৪

ঢাকায় ‘ইনোভেশন ডে’ আয়োজন করল স্নাইডার ইলেকট্রিক

image

এনার্জি ম্যানেজমেন্ট এবং অটোমেশন ট্রান্সফরমেশনের বৈশি^ক প্রতিষ্ঠান স্নাইডার ইলেকট্রিক দেশের শীর্ষ ১০০ গ্রাহককে নিয়ে ঢাকায় সম্প্রতি সফলভাবে ‘ইনোভেশন ডে’ আয়োজন করেছে। দিনব্যাপী আয়োজনে তথ্যপ্রযুক্তি পেশাজীবী, ডাটা সেন্টার প্রফেশনালস, সরকারি কর্মকর্তা এবং চ্যানেল পার্টনারদের নিয়ে বাংলাদেশের ক্রমর্বমান তথ্যপ্রযুক্তি অবকাঠামোর বাজার ধরতে তাদের পণ্য, বিভিন্ন সল্যুশনস এবং সফটওয়্যার প্রদর্শন করা হয়।

স্নাইডার ইলেকট্রিক ভারতের চ্যানেল সেলস, সিকিউর পাওয়ারের ডিরেক্টর স্বরূপ দাস বলেন, ‘প্রতিষ্ঠানটি বাংলাদেশে আগামীতে একটি টেকসই ও দক্ষ প্রতিষ্ঠান হিসাবে গড়ে ওঠার অপার সম্ভাবনা দেখছেন তিনি। তিনি বলেন, আমরা গ্রাহক ও ক্রেতাদের বিশ^মানের পণ্য ও পরিষেবা তুলে দিতে পারব বলেই প্রত্যাশা করছি।’ এই আয়োজনের মধ্যে দিয়ে স্নাইডার ইলেকট্রিক উন্মোচন করেছে ইনোভেশন হাব, যেখানে প্রতিষ্ঠানটি তাদের সর্বশেষ সব পণ্য, সল্যুশনস, ডেমো এবং সফটওয়্যার প্রদর্শন করবে। সংবাদ বিজ্ঞপ্তি।