হঠাৎ দেখা গেল ভারত সফরে নেই পররাষ্ট্রমন্ত্রী মোমেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সরকারি সফরে ভারত যাওয়ার কর্মসূচি চূড়ান্ত হলেও শেষ মুহূর্তে যেতে পারেননি পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। এ নিয়ে বিভিন্ন মহলে নানা রকম আলোচনা হচ্ছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার দপ্তরের কর্মকর্তারা বলেছেন শেষ মুহূর্তে ‘শারীরিক অসুস্থতার’ কারণে পররাষ্ট্রমন্ত্রী যেতে পারেননি।

প্রধানমন্ত্রীর সঙ্গে যেকোন সফরে সাধারণত যান পররাষ্ট্রমন্ত্রী। আর এই সফরের একদিন আগে গত রোববার বিকেলে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন নিজেই জানিয়েছিলেন, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে ভারত সফরে যাচ্ছেন। সে সংবাদ সম্মেলনের প্রায় সাড়ে ১৫ ঘণ্টা পর গতকাল সকাল ১০টা ১৭ মিনিটে প্রধানমন্ত্রীকে নিয়ে ভিভিআইপি ফ্লাইট যখন শাহজালাল বিমানবন্দর ছেড়ে যায় তখন দেখা গেল সেখানে নেই পররাষ্ট্রমন্ত্রী।

বিভিন্ন সূত্রে জানা যায়, গত রোববার গভীর রাতে সরকারের উচ্চপর্যায় থেকে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে পররাষ্ট্রমন্ত্রীর ভারত না যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। তখনই বিষয়টি সংশ্লিষ্টদের জানিয়ে দেয়া হয়।

প্রধানমন্ত্রীর ভারত সফরে পররাষ্ট্রমন্ত্রী কেন যাননি এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে কোন মন্তব্য করতে চাননি। তবে নাম প্রকাশ না করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, বিভিন্ন সময় পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বিভিন্ন বিষয়ে বিতর্কিত ও অযাচিত মন্তব্য করে বিভিন্ন মহলে সমালোচনার মুখে পড়েছেন। সরকারের একাধিক মন্ত্রীও তার অনভিপ্রেত মন্তব্যে বিব্রতবোধ করার কথা প্রকাশ্যে জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি চট্টগ্রামের জন্মাষ্টমী অনুষ্ঠানে বলেছেন, ‘আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে হবে’। তার এমন মন্তব্য চরম বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। এর আগে তিনি বলেছিলেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর কোন অত্যাচার হচ্ছে না, যা বলা হচ্ছে তা বাড়িয়ে বলা হচ্ছে। তার এমন কথায় হিন্দু সম্প্রদায়ের নেতারা চরম ক্ষোভ প্রকাশ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা মনে করেন দুই দেশের প্রধানমন্ত্রীর শীর্ষ বৈঠকের আগে পররাষ্ট্রমন্ত্রীর এসব বক্তব্য কর্মকর্তাদের অস্বস্তিতে ফেলে দেয়। এ কারণেই প্রধানমন্ত্রীর ভারত সফর থেকে পররাষ্ট্রমন্ত্রী বাদ পড়লেন বলে ধারণা করা হচ্ছে।

গতকাল সচিবালয়ে এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেয়ার পর পররাষ্ট্রমন্ত্রীর বাদ পড়ার বিষয়েও প্রশ্ন করেন সাংবাদিকরা। উত্তরে দীপু মনি বলেন, ‘যেকোন কারণেই হোক, উনি যেতে পারেননি। তবে কেন তিনি যেতে পারেননি, বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী জানেন।’

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২ , ২২ ভাদ্র ১৪২৯ ৯ সফর ১৪৪৪

হঠাৎ দেখা গেল ভারত সফরে নেই পররাষ্ট্রমন্ত্রী মোমেন

নিজস্ব বার্তা পরিবেশক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সরকারি সফরে ভারত যাওয়ার কর্মসূচি চূড়ান্ত হলেও শেষ মুহূর্তে যেতে পারেননি পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। এ নিয়ে বিভিন্ন মহলে নানা রকম আলোচনা হচ্ছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার দপ্তরের কর্মকর্তারা বলেছেন শেষ মুহূর্তে ‘শারীরিক অসুস্থতার’ কারণে পররাষ্ট্রমন্ত্রী যেতে পারেননি।

প্রধানমন্ত্রীর সঙ্গে যেকোন সফরে সাধারণত যান পররাষ্ট্রমন্ত্রী। আর এই সফরের একদিন আগে গত রোববার বিকেলে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন নিজেই জানিয়েছিলেন, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে ভারত সফরে যাচ্ছেন। সে সংবাদ সম্মেলনের প্রায় সাড়ে ১৫ ঘণ্টা পর গতকাল সকাল ১০টা ১৭ মিনিটে প্রধানমন্ত্রীকে নিয়ে ভিভিআইপি ফ্লাইট যখন শাহজালাল বিমানবন্দর ছেড়ে যায় তখন দেখা গেল সেখানে নেই পররাষ্ট্রমন্ত্রী।

বিভিন্ন সূত্রে জানা যায়, গত রোববার গভীর রাতে সরকারের উচ্চপর্যায় থেকে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে পররাষ্ট্রমন্ত্রীর ভারত না যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। তখনই বিষয়টি সংশ্লিষ্টদের জানিয়ে দেয়া হয়।

প্রধানমন্ত্রীর ভারত সফরে পররাষ্ট্রমন্ত্রী কেন যাননি এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে কোন মন্তব্য করতে চাননি। তবে নাম প্রকাশ না করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, বিভিন্ন সময় পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বিভিন্ন বিষয়ে বিতর্কিত ও অযাচিত মন্তব্য করে বিভিন্ন মহলে সমালোচনার মুখে পড়েছেন। সরকারের একাধিক মন্ত্রীও তার অনভিপ্রেত মন্তব্যে বিব্রতবোধ করার কথা প্রকাশ্যে জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি চট্টগ্রামের জন্মাষ্টমী অনুষ্ঠানে বলেছেন, ‘আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে হবে’। তার এমন মন্তব্য চরম বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। এর আগে তিনি বলেছিলেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর কোন অত্যাচার হচ্ছে না, যা বলা হচ্ছে তা বাড়িয়ে বলা হচ্ছে। তার এমন কথায় হিন্দু সম্প্রদায়ের নেতারা চরম ক্ষোভ প্রকাশ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা মনে করেন দুই দেশের প্রধানমন্ত্রীর শীর্ষ বৈঠকের আগে পররাষ্ট্রমন্ত্রীর এসব বক্তব্য কর্মকর্তাদের অস্বস্তিতে ফেলে দেয়। এ কারণেই প্রধানমন্ত্রীর ভারত সফর থেকে পররাষ্ট্রমন্ত্রী বাদ পড়লেন বলে ধারণা করা হচ্ছে।

গতকাল সচিবালয়ে এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেয়ার পর পররাষ্ট্রমন্ত্রীর বাদ পড়ার বিষয়েও প্রশ্ন করেন সাংবাদিকরা। উত্তরে দীপু মনি বলেন, ‘যেকোন কারণেই হোক, উনি যেতে পারেননি। তবে কেন তিনি যেতে পারেননি, বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী জানেন।’