জামালপুর সদর উপজেলার নান্দিনায় সার না পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ কৃষকরা। গতকাল সকাল ১১টার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের নান্দিনা বাজার এলাকায় সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করেন।
বিক্ষুব্ধ কৃষকরা জানান, সাত দিন থেকে ডিলারের দোকানে সার কিনতে এসে সার পায় না তারা। কৃষি অফিসের কর্মকর্তারা না আসলে সার দেয়া হবে না বলে তালবাহনা করছে। বাইরে থেকে বাড়তি টাকায় সার কিনতে হচ্ছে তাদের।
নান্দিনা বাজারে বিসিআইসির ডিলার মেসার্স শাহজাহান অ্যান্ড ব্রাদার্স থেকে সার বিক্রি করার কথা শুনে কৃষকরা সার নিতে আসলে সার না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠে। তাদের অভিযোগ খোলাবাজারে সার পাচ্ছি না, ডিলাররা তাদের বন্ধু-বান্ধবদের মাধ্যমে রাতের আঁধারে সার দিচ্ছে। প্রচ- খরায় এমনিতেই আবাদ পিছিয়ে গেছে। সার না পেলে না খেয়ে থাকতে হবে। কৃষকরা দ্রুত খোলাবাজারে সার দেয়ার দাবি জানান।
সার ডিলার মেসার্স শাহজাহান অ্যান্ড ব্রাদার্স স্বত্বাধিকারী জানান, পর্যাপ্ত আছে। সার আসতে কিছু সময় লাগছে, গতকাল সার এসেছে। সার দেয়া শুরু করা হয়েছে। বিভিন্ন এলাকা থেকে কৃষকরা সারের সংবাদ পেয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।
জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরাণ বলেন, ইতোমধ্যেই বিসিআইসির ডিলার সবাইকে নির্দেশনা দিয়েছি। প্রান্তিক কৃষকদের সার পৌঁছে দেয়ার জন্য।
জামালপুর : সার না পেয়ে গতকাল নান্দিনা বাজারে সড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ -সংবাদ
আরও খবরমঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২ , ২২ ভাদ্র ১৪২৯ ৯ সফর ১৪৪৪
প্রতিনিধি, জামালপুর
জামালপুর : সার না পেয়ে গতকাল নান্দিনা বাজারে সড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ -সংবাদ
জামালপুর সদর উপজেলার নান্দিনায় সার না পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ কৃষকরা। গতকাল সকাল ১১টার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের নান্দিনা বাজার এলাকায় সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করেন।
বিক্ষুব্ধ কৃষকরা জানান, সাত দিন থেকে ডিলারের দোকানে সার কিনতে এসে সার পায় না তারা। কৃষি অফিসের কর্মকর্তারা না আসলে সার দেয়া হবে না বলে তালবাহনা করছে। বাইরে থেকে বাড়তি টাকায় সার কিনতে হচ্ছে তাদের।
নান্দিনা বাজারে বিসিআইসির ডিলার মেসার্স শাহজাহান অ্যান্ড ব্রাদার্স থেকে সার বিক্রি করার কথা শুনে কৃষকরা সার নিতে আসলে সার না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠে। তাদের অভিযোগ খোলাবাজারে সার পাচ্ছি না, ডিলাররা তাদের বন্ধু-বান্ধবদের মাধ্যমে রাতের আঁধারে সার দিচ্ছে। প্রচ- খরায় এমনিতেই আবাদ পিছিয়ে গেছে। সার না পেলে না খেয়ে থাকতে হবে। কৃষকরা দ্রুত খোলাবাজারে সার দেয়ার দাবি জানান।
সার ডিলার মেসার্স শাহজাহান অ্যান্ড ব্রাদার্স স্বত্বাধিকারী জানান, পর্যাপ্ত আছে। সার আসতে কিছু সময় লাগছে, গতকাল সার এসেছে। সার দেয়া শুরু করা হয়েছে। বিভিন্ন এলাকা থেকে কৃষকরা সারের সংবাদ পেয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।
জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরাণ বলেন, ইতোমধ্যেই বিসিআইসির ডিলার সবাইকে নির্দেশনা দিয়েছি। প্রান্তিক কৃষকদের সার পৌঁছে দেয়ার জন্য।