মানিকগঞ্জ পৌরসভার সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজকে প্রথমে মোটরসাইকেল দিয়ে ধাক্কা, পরে প্রতিবাদ করায় পিটিয়ে আহত করেছেন এক যুবক। আহত মুক্তিযোদ্ধাকে হাসপাতাল ভর্তি করা হয়েছে। এই ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। ওই যুবকের নাম প্রীতম।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত রোববার সকালে শহরের পূর্বদাশড়া এলাকার বাসা থেকে হাঁটার জন্য বের হন আবদুল আজিজ। সকাল সাড়ে ৮ টার দিকে গঙ্গাধরপট্টি এলাকায় হাঁটার সময় প্রীতম নামের ওই যুবক মোটরসাইকেল নিয়ে পেছন থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। তিনি ওঠে ঘটনার প্রতিবাদ করেন। এসময় প্রীতম তাকে প্রথমে কিল-ঘুসি ও রড় দিয়ে মাথায় ও চোখে আঘাত করেন। মারাত্মক আহত অবস্থায় স্থানীয় লোকজন মুক্তিযোদ্ধাকে আজিজকে উদ্ধার করে মানিকগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটকে ভর্তি করা হয়।
এ ব্যাপারে মানিকগঞ্জ সদর থানার ওসি আবদুর রউফ সরকার বলেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজকে মারধরের অভিযোগে তার শ্যালক আমিনুল ইসলাম বাদী হয়ে গত রোববার বিকেলে প্রীতম (২৫) নামে এক যুবককে আসামি করে মামলা করেছেন। পুলিশ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করছে।
মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২ , ২২ ভাদ্র ১৪২৯ ৯ সফর ১৪৪৪
প্রতিনিধি, মানিকগঞ্জ
মানিকগঞ্জ পৌরসভার সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজকে প্রথমে মোটরসাইকেল দিয়ে ধাক্কা, পরে প্রতিবাদ করায় পিটিয়ে আহত করেছেন এক যুবক। আহত মুক্তিযোদ্ধাকে হাসপাতাল ভর্তি করা হয়েছে। এই ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। ওই যুবকের নাম প্রীতম।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত রোববার সকালে শহরের পূর্বদাশড়া এলাকার বাসা থেকে হাঁটার জন্য বের হন আবদুল আজিজ। সকাল সাড়ে ৮ টার দিকে গঙ্গাধরপট্টি এলাকায় হাঁটার সময় প্রীতম নামের ওই যুবক মোটরসাইকেল নিয়ে পেছন থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। তিনি ওঠে ঘটনার প্রতিবাদ করেন। এসময় প্রীতম তাকে প্রথমে কিল-ঘুসি ও রড় দিয়ে মাথায় ও চোখে আঘাত করেন। মারাত্মক আহত অবস্থায় স্থানীয় লোকজন মুক্তিযোদ্ধাকে আজিজকে উদ্ধার করে মানিকগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটকে ভর্তি করা হয়।
এ ব্যাপারে মানিকগঞ্জ সদর থানার ওসি আবদুর রউফ সরকার বলেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজকে মারধরের অভিযোগে তার শ্যালক আমিনুল ইসলাম বাদী হয়ে গত রোববার বিকেলে প্রীতম (২৫) নামে এক যুবককে আসামি করে মামলা করেছেন। পুলিশ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করছে।