দুই দিন পর উত্থানে ফিরলো শেয়ারবাজার

আগের দুই কার্যদিবস পতন হলেও গতকাল উত্থান হয়েছে শেয়ারবাজারে। গতকাল শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন আগের দিন থেকে কমেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৯.৬৫ পয়েন্ট বা ০.৬১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪৭০.৯৯ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৪.২৪ পয়েন্ট বা ১.০১ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২০.৬৭ পয়েন্ট বা ০.৯০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৪১৮.৮২ পয়েন্টে এবং দুই হাজার ৩০৬.৪৬ পয়েন্টে।

ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন ১ হাজার ৩১৫ কোটি ০৪ লাখ টাকার। যা আগের দিন থেকে ৮৫ কোটি ৬১ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল এক হাজার ৪০০ কোটি ৬৬ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৬৭ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৭ টির বা ৩৪.৬১ শতাংশের, শেয়ার দর কমেছে ১৪৬ টির বা ৩৯.৭৬ শতাংশের এবং ৯৪ টির বা ২৫.৬১ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৪.৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৯৮৮.৮৬ পয়েন্টে। সিএসইতে গতকাল ২৬১ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯৫ টির দর বেড়েছে, কমেছে ১২১ টির আর ৪৫ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৩০ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে মোট ২৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৫৫ লাখ ২৭ হাজার ৭১৭টি শেয়ার লেনদেন হয়েছে যার আর্থিক মূল্য ৪১ কোটি ৪৯ লাখ টাকা। ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের। কোম্পানিটি ৯ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। সি পার্ল বিচ রিসোর্ট ৭ কোটি ৪ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। ফরচুন সুজ লিমিটেড ৫ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এডিএন টেলিকম, বিএটিবিসি, বিবিএস কেবলস, বিকন ফার্মা, বেক্সিমকো ফার্মা, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ফাইন ফুডস, ফরচুন সুজ, জেনেক্স ইনফোসিস, গ্রামীণফোন, এইচ.আর টেক্সটাইল, জেএমআই হসপিটাল, কোহিনুর কেমিক্যাল, লাফার্জহোলসিম, ম্যারিকো, মেট্রো স্পিনিং, মোজাফফর হোসেন স্পিনিং, মুন্নু ফেব্রিক্স, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, ন্যাশনাল ব্যাংক, ন্যাশনাল পলিমার, ওরিয়ন ফার্মা, প্রিমিয়ার সিমেন্ট, রানার অটো, সাইফ পাওয়ারটেক, স্কয়ার ফার্মা ও সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২৭ টির বা ৩৪.৬১ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবসে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজে শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৮ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৭৪.৮০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৬.৮০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বসুন্ধরা পেপারের ৯.৯২ শতাংশ, ওরিয়ন ফার্মার ৯.৯০ শতাংশ, সি পার্লের ৯.৮৮ শতাংশ, বেকন ফার্মার ৮.৭১ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৮.৫৭ শতাংশ, হাক্কানি পাল্পের ৮.১৭ শতাংশ, কোহিনূর কেমিক্যালসের ৭.৪৮ শতাংশ, রতনপুর স্টিলের ৭.২৮ শতাংশ এবং জেএমআই হসপিটালের শেয়ার দর ৬.৯৩ শতাংশ বেড়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪৬ টির বা ৩৯.৭৬ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে ফিনিক্স ফাইনান্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবসে ফিনিক্স ফাইনান্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৮.৮০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৬.৯০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১.৯০ টাকা বা ১০.১১ শতাংশ কমেছে। এর মাধ্যমে ফিনিক্স ফাইনান্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইউনিয়ন ক্যাপিটালের ৭.০২ শতাংশ, ন্যাশনাল টি কোম্পানির ৬.৭৮ শতাংশ, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ৫.৬১ শতাংশ, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫.৪৭ শতাংশ, আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ৩.০৩ শতাংশ, গ্রিন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ২.৮১ শতাংশ, ডেল্টা ব্র্যাক হাইজিংয়ের ২.৬৫ শতাংশ, হা-ওয়েল টেক্সটাইলের ২.৬৪ শতাংশ এবং প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার দর ২.৫৯ শতাংশ কমেছে।

বুধবার, ০৭ সেপ্টেম্বর ২০২২ , ৩ ভাদ্র ১৪২৯ ১০ সফর ১৪৪৪

দুই দিন পর উত্থানে ফিরলো শেয়ারবাজার

অর্থনৈতিক বার্তা পরিবেশক

আগের দুই কার্যদিবস পতন হলেও গতকাল উত্থান হয়েছে শেয়ারবাজারে। গতকাল শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন আগের দিন থেকে কমেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৯.৬৫ পয়েন্ট বা ০.৬১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪৭০.৯৯ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৪.২৪ পয়েন্ট বা ১.০১ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২০.৬৭ পয়েন্ট বা ০.৯০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৪১৮.৮২ পয়েন্টে এবং দুই হাজার ৩০৬.৪৬ পয়েন্টে।

ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন ১ হাজার ৩১৫ কোটি ০৪ লাখ টাকার। যা আগের দিন থেকে ৮৫ কোটি ৬১ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল এক হাজার ৪০০ কোটি ৬৬ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৬৭ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৭ টির বা ৩৪.৬১ শতাংশের, শেয়ার দর কমেছে ১৪৬ টির বা ৩৯.৭৬ শতাংশের এবং ৯৪ টির বা ২৫.৬১ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৪.৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৯৮৮.৮৬ পয়েন্টে। সিএসইতে গতকাল ২৬১ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯৫ টির দর বেড়েছে, কমেছে ১২১ টির আর ৪৫ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৩০ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে মোট ২৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৫৫ লাখ ২৭ হাজার ৭১৭টি শেয়ার লেনদেন হয়েছে যার আর্থিক মূল্য ৪১ কোটি ৪৯ লাখ টাকা। ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের। কোম্পানিটি ৯ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। সি পার্ল বিচ রিসোর্ট ৭ কোটি ৪ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। ফরচুন সুজ লিমিটেড ৫ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এডিএন টেলিকম, বিএটিবিসি, বিবিএস কেবলস, বিকন ফার্মা, বেক্সিমকো ফার্মা, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ফাইন ফুডস, ফরচুন সুজ, জেনেক্স ইনফোসিস, গ্রামীণফোন, এইচ.আর টেক্সটাইল, জেএমআই হসপিটাল, কোহিনুর কেমিক্যাল, লাফার্জহোলসিম, ম্যারিকো, মেট্রো স্পিনিং, মোজাফফর হোসেন স্পিনিং, মুন্নু ফেব্রিক্স, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, ন্যাশনাল ব্যাংক, ন্যাশনাল পলিমার, ওরিয়ন ফার্মা, প্রিমিয়ার সিমেন্ট, রানার অটো, সাইফ পাওয়ারটেক, স্কয়ার ফার্মা ও সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২৭ টির বা ৩৪.৬১ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবসে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজে শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৮ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৭৪.৮০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৬.৮০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বসুন্ধরা পেপারের ৯.৯২ শতাংশ, ওরিয়ন ফার্মার ৯.৯০ শতাংশ, সি পার্লের ৯.৮৮ শতাংশ, বেকন ফার্মার ৮.৭১ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৮.৫৭ শতাংশ, হাক্কানি পাল্পের ৮.১৭ শতাংশ, কোহিনূর কেমিক্যালসের ৭.৪৮ শতাংশ, রতনপুর স্টিলের ৭.২৮ শতাংশ এবং জেএমআই হসপিটালের শেয়ার দর ৬.৯৩ শতাংশ বেড়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪৬ টির বা ৩৯.৭৬ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে ফিনিক্স ফাইনান্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবসে ফিনিক্স ফাইনান্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৮.৮০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৬.৯০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১.৯০ টাকা বা ১০.১১ শতাংশ কমেছে। এর মাধ্যমে ফিনিক্স ফাইনান্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইউনিয়ন ক্যাপিটালের ৭.০২ শতাংশ, ন্যাশনাল টি কোম্পানির ৬.৭৮ শতাংশ, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ৫.৬১ শতাংশ, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫.৪৭ শতাংশ, আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ৩.০৩ শতাংশ, গ্রিন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ২.৮১ শতাংশ, ডেল্টা ব্র্যাক হাইজিংয়ের ২.৬৫ শতাংশ, হা-ওয়েল টেক্সটাইলের ২.৬৪ শতাংশ এবং প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার দর ২.৫৯ শতাংশ কমেছে।