তিস্তায় ফের ভাঙন : সর্বস্ব হারিয়ে পথে শত শত পরিবার

গাইবান্ধার সুন্দরগঞ্জে আবারো নতুন করে তিস্তা নদীর ভাঙ্গন দেখা দেওয়ায় শত শত পরিবার ঘরবাড়ী ও ফসলি জমি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে। নদীর পানি কমে যাওয়ায় গত এক সপ্তাহ ধরে উপজেলার হরিপুর ইউনিয়নের মাদারিপাড়া কারেন্ট বাজার,কাপাসিয়া ইউনিয়নের ভাটিকাপাসিয়া, বাদামের চর, পুটিমারী এলাকায় ব্যাপকহারে ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গনের ফলে শত শত বসত বাড়ী, গাছপালা, আবাদি জমি,মসজিদ-মন্দির, কবরস্থানসহ শিক্ষাপ্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হচ্ছে।

জমাজমি হারিয়ে অনেকে পথে বসেছেন আবার কেউ কেউ অন্যের বারিতে আশ্রয় নিয়ে অতি কষ্টে জীবন জাপন করছেন। গোলেনুর বেগম জানান অতিকষ্টে একটি ঘর নির্মান করে কোনরকমে স্বামী-সন্তান নিয়ে বসবাস করে আসছিলাম সে ঘরটাও নদী কেরে নেওয়ায় আমার আর মাথাগুজবার ঠাই নাই এখন আমরা কোথায় থকবো একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না।

ইউপি চেয়ারম্যান মন্জু মিয়া বলেন ভাটিকাপাসিয়া, বাদামের চর, পুটিমারী এলাকার ভাঙ্গন কবলিত পরিবারগুলো অতিকষ্টে জীবনযাপন করছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আল মারুফ জানান সংস্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানদের মাধ্যমে ভূক্তভোগীদের তালিকা করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দ্রুত প্রেরণ করা হবে।

বুধবার, ০৭ সেপ্টেম্বর ২০২২ , ৩ ভাদ্র ১৪২৯ ১০ সফর ১৪৪৪

তিস্তায় ফের ভাঙন : সর্বস্ব হারিয়ে পথে শত শত পরিবার

প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)

image

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : তিস্তায় ফের শুরু হয়েছে ভাঙন। তীব্র ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, ঘরবাড়ি ও স্থাপনা -সংবাদ

গাইবান্ধার সুন্দরগঞ্জে আবারো নতুন করে তিস্তা নদীর ভাঙ্গন দেখা দেওয়ায় শত শত পরিবার ঘরবাড়ী ও ফসলি জমি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে। নদীর পানি কমে যাওয়ায় গত এক সপ্তাহ ধরে উপজেলার হরিপুর ইউনিয়নের মাদারিপাড়া কারেন্ট বাজার,কাপাসিয়া ইউনিয়নের ভাটিকাপাসিয়া, বাদামের চর, পুটিমারী এলাকায় ব্যাপকহারে ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গনের ফলে শত শত বসত বাড়ী, গাছপালা, আবাদি জমি,মসজিদ-মন্দির, কবরস্থানসহ শিক্ষাপ্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হচ্ছে।

জমাজমি হারিয়ে অনেকে পথে বসেছেন আবার কেউ কেউ অন্যের বারিতে আশ্রয় নিয়ে অতি কষ্টে জীবন জাপন করছেন। গোলেনুর বেগম জানান অতিকষ্টে একটি ঘর নির্মান করে কোনরকমে স্বামী-সন্তান নিয়ে বসবাস করে আসছিলাম সে ঘরটাও নদী কেরে নেওয়ায় আমার আর মাথাগুজবার ঠাই নাই এখন আমরা কোথায় থকবো একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না।

ইউপি চেয়ারম্যান মন্জু মিয়া বলেন ভাটিকাপাসিয়া, বাদামের চর, পুটিমারী এলাকার ভাঙ্গন কবলিত পরিবারগুলো অতিকষ্টে জীবনযাপন করছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আল মারুফ জানান সংস্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানদের মাধ্যমে ভূক্তভোগীদের তালিকা করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দ্রুত প্রেরণ করা হবে।