খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলায় অংথোই মারমা’র খুনিদের নামে সঠিক মামলা সংশ্লিষ্ট পুলিশ না নেওয়ার অভিযোগ করেছে নিহতের পরিবারের স্ত্রী অংক্রা মারমা।
গত শুক্রবার সকালে গুইমারার দেওয়ান পাড়ায় নিরাপত্তাসৃষ্ট নব্যমুখোশ বাহিনীর নবীন চাকমা গং কর্তৃক গুলি করে হত্যা করা হয় ইউপিডিএফের স্থানীয় সংগঠক অংথোই মারমা ওরফে আগুন (৫২)-কে।
এ ঘটনার প্রতিবাদে ইউপিডিএফ ব্যাপক বিক্ষোভ ও খাগড়াছড়ির ৫টি উপজেলায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করে হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানায়। কিন্তু পুলিশ এখনো ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারে কোন পদক্ষেপ নেয়নি।
এদিকে উক্ত ঘটনায় নিহতের স্ত্রী অংক্রা মারমা চিহ্নিত খুনি সন্ত্রাসীদের নামে গুইমারা থানায় সুনির্দিষ্ট মামলা দিতে গেলে থানার ওসি মোহাম্মদ রসিদ মামলা নিতে অস্বীকৃতি জানান। তিনি অজ্ঞাতনামা আসামি করে মামলা দিতে বলেন অংক্রা মারমাকে।
মামলার বাদী অংক্রা মারমা অসন্তোষ প্রকাশ করে বলেন, তার স্বামী অংথোই মারমা আগুনকে হত্যার সাথে নব্যমুখোশ বাহিনীর চিহ্নিত সন্ত্রাসীরা জড়িত ছিলো। কিন্তু হত্যাকারীদের নামে সঠিক থানায় মামলা দিতে গেলে ওসি সেই মামলা গ্রহণ না করে অজ্ঞাতনামা আসামি করে মামলা দিতে বলেন। সুনির্দিষ্ট অপরাধীদের বিরুদ্ধে মামলা নিতে ওসির অস্বীকৃতির কারণে অজ্ঞাতনামা আসামি করে মামলা দিতে বাধ্য হয়েছেন বলে তিনি জানান। তবে কী কারণে ওসি চিহ্নিত হত্যাকারীদের বিরুদ্ধে মামলা নেননি সে বিষয়ে জানা যায়নি।
অংক্রা মারমা তার স্বামী অংথোই মারমার দলমত নির্বিশেষে প্রকৃত হত্যাকারী নব্যমুখোশ বাহিনীর নবীন চাকমা গংদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
খাগড়াছড়ি : ইউপিডিএফ’র ডাকা সড়ক অবরোধ চলাকালে টায়ার জ্বালিয়ে পিকেটিং ও নিয়ন্ত্রণে পুলিশের অ্যাকশন -সংবাদ
আরও খবরবুধবার, ০৭ সেপ্টেম্বর ২০২২ , ৩ ভাদ্র ১৪২৯ ১০ সফর ১৪৪৪
প্রতিনিধি, খাগড়াছড়ি
খাগড়াছড়ি : ইউপিডিএফ’র ডাকা সড়ক অবরোধ চলাকালে টায়ার জ্বালিয়ে পিকেটিং ও নিয়ন্ত্রণে পুলিশের অ্যাকশন -সংবাদ
খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলায় অংথোই মারমা’র খুনিদের নামে সঠিক মামলা সংশ্লিষ্ট পুলিশ না নেওয়ার অভিযোগ করেছে নিহতের পরিবারের স্ত্রী অংক্রা মারমা।
গত শুক্রবার সকালে গুইমারার দেওয়ান পাড়ায় নিরাপত্তাসৃষ্ট নব্যমুখোশ বাহিনীর নবীন চাকমা গং কর্তৃক গুলি করে হত্যা করা হয় ইউপিডিএফের স্থানীয় সংগঠক অংথোই মারমা ওরফে আগুন (৫২)-কে।
এ ঘটনার প্রতিবাদে ইউপিডিএফ ব্যাপক বিক্ষোভ ও খাগড়াছড়ির ৫টি উপজেলায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করে হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানায়। কিন্তু পুলিশ এখনো ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারে কোন পদক্ষেপ নেয়নি।
এদিকে উক্ত ঘটনায় নিহতের স্ত্রী অংক্রা মারমা চিহ্নিত খুনি সন্ত্রাসীদের নামে গুইমারা থানায় সুনির্দিষ্ট মামলা দিতে গেলে থানার ওসি মোহাম্মদ রসিদ মামলা নিতে অস্বীকৃতি জানান। তিনি অজ্ঞাতনামা আসামি করে মামলা দিতে বলেন অংক্রা মারমাকে।
মামলার বাদী অংক্রা মারমা অসন্তোষ প্রকাশ করে বলেন, তার স্বামী অংথোই মারমা আগুনকে হত্যার সাথে নব্যমুখোশ বাহিনীর চিহ্নিত সন্ত্রাসীরা জড়িত ছিলো। কিন্তু হত্যাকারীদের নামে সঠিক থানায় মামলা দিতে গেলে ওসি সেই মামলা গ্রহণ না করে অজ্ঞাতনামা আসামি করে মামলা দিতে বলেন। সুনির্দিষ্ট অপরাধীদের বিরুদ্ধে মামলা নিতে ওসির অস্বীকৃতির কারণে অজ্ঞাতনামা আসামি করে মামলা দিতে বাধ্য হয়েছেন বলে তিনি জানান। তবে কী কারণে ওসি চিহ্নিত হত্যাকারীদের বিরুদ্ধে মামলা নেননি সে বিষয়ে জানা যায়নি।
অংক্রা মারমা তার স্বামী অংথোই মারমার দলমত নির্বিশেষে প্রকৃত হত্যাকারী নব্যমুখোশ বাহিনীর নবীন চাকমা গংদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।