বিরতির পর তামান্না প্রমির ‘প্রথম দেখায়’

তামান্না প্রমি, এই প্রজন্মের সংগীতশিল্পী। তামান্না প্রমি নিয়মিত ব্যস্ত রয়েছেন স্টেজ শো’তে এবং টিভি শো’তে। তবে যেহেতু এখন স্টেজ শো’র মৌসুম নয়, তাই স্টেজ শো’তে ব্যস্ততা কম। প্রমির গাওয়া সবচেয়ে শ্রোতাপ্রিয় গান হচ্ছে ‘হৃদয়ে তোমার ঠিকানা’। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন এবং সুর সংগীত করেছেন অদিত রহমান। এটি ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশিত হয়েছিলো। এতে প্রমির সহশিল্পী ভারতের পাপন। সেই গানের বিরতির পর আগামী সপ্তাহেই আসছে তামান্না প্রমির নতুন গান ‘প্রথম দেখায়’। গানটি লিখেছেন ড. আতিউর রহমান, গানটির সুর সংগীত করেছেন শান সায়েক। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন লতা আচারিয়া। গানটি প্রসঙ্গে তামান্না প্রতিম বলেন, ‘এটা আমার একক মৌলিক গান। গানটির কথা যেমন এক কথায় অসাধারণ, গানের কথা ও সুরও মন ছুঁয়ে যাবারই মতো। এই গানটি নিয়ে আমি সত্যিই ভীষণ আশাবাদী। অনেক যতœ নিয়ে শান ভাইয়া গানটি করেছেন। তার প্রতি অনেক কৃতজ্ঞতা।’ উল্লেখ্য, তামান্না প্রতি ‘ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ’-এ এমবিএ পড়ছেন।

বুধবার, ০৭ সেপ্টেম্বর ২০২২ , ৩ ভাদ্র ১৪২৯ ১০ সফর ১৪৪৪

বিরতির পর তামান্না প্রমির ‘প্রথম দেখায়’

বিনোদন প্রতিবেদক

image

তামান্না প্রমি, এই প্রজন্মের সংগীতশিল্পী। তামান্না প্রমি নিয়মিত ব্যস্ত রয়েছেন স্টেজ শো’তে এবং টিভি শো’তে। তবে যেহেতু এখন স্টেজ শো’র মৌসুম নয়, তাই স্টেজ শো’তে ব্যস্ততা কম। প্রমির গাওয়া সবচেয়ে শ্রোতাপ্রিয় গান হচ্ছে ‘হৃদয়ে তোমার ঠিকানা’। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন এবং সুর সংগীত করেছেন অদিত রহমান। এটি ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশিত হয়েছিলো। এতে প্রমির সহশিল্পী ভারতের পাপন। সেই গানের বিরতির পর আগামী সপ্তাহেই আসছে তামান্না প্রমির নতুন গান ‘প্রথম দেখায়’। গানটি লিখেছেন ড. আতিউর রহমান, গানটির সুর সংগীত করেছেন শান সায়েক। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন লতা আচারিয়া। গানটি প্রসঙ্গে তামান্না প্রতিম বলেন, ‘এটা আমার একক মৌলিক গান। গানটির কথা যেমন এক কথায় অসাধারণ, গানের কথা ও সুরও মন ছুঁয়ে যাবারই মতো। এই গানটি নিয়ে আমি সত্যিই ভীষণ আশাবাদী। অনেক যতœ নিয়ে শান ভাইয়া গানটি করেছেন। তার প্রতি অনেক কৃতজ্ঞতা।’ উল্লেখ্য, তামান্না প্রতি ‘ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ’-এ এমবিএ পড়ছেন।