আগামী ৭২ ঘণ্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, এটি সর্বোচ্চ নি¤œচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান আবহাওয়াবিদ হাফিজুর রহমান।
গত কয়েকদিন ধরে সারাদেশেই বৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টির প্রবণতা সিলেট বিভাগে বেশি জানিয়ে গতকাল এই আবহাওয়াবিদ বলেন, গত ২৪ ঘণ্টায় দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টি হয়েছে। এ সময় সবচেয়ে বেশি ১৩৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে আর ঢাকায় ১৮ মিলিমিটার। আজও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহতথাকতে পারে। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের এবং ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। এর ফলে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
আবহাওয়ার বর্তমান অবস্থা তুলে ধরে এই আবহাওয়াবিদ বলেন, মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানিয়েছে, চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি বর্ষাকালীন লঘুচাপ সৃষ্টি হতে পারে, এরমধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে।
বুধবার, ০৭ সেপ্টেম্বর ২০২২ , ৩ ভাদ্র ১৪২৯ ১০ সফর ১৪৪৪
নিজস্ব বার্তা পরিবেশক
আগামী ৭২ ঘণ্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, এটি সর্বোচ্চ নি¤œচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান আবহাওয়াবিদ হাফিজুর রহমান।
গত কয়েকদিন ধরে সারাদেশেই বৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টির প্রবণতা সিলেট বিভাগে বেশি জানিয়ে গতকাল এই আবহাওয়াবিদ বলেন, গত ২৪ ঘণ্টায় দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টি হয়েছে। এ সময় সবচেয়ে বেশি ১৩৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে আর ঢাকায় ১৮ মিলিমিটার। আজও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহতথাকতে পারে। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের এবং ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। এর ফলে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
আবহাওয়ার বর্তমান অবস্থা তুলে ধরে এই আবহাওয়াবিদ বলেন, মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানিয়েছে, চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি বর্ষাকালীন লঘুচাপ সৃষ্টি হতে পারে, এরমধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে।