পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে, নর্ড স্ট্রিম-১ পাইপলাইনে কারিগরি ত্রুটি সারানো যাবে না বলে জানিয়েছে রাশিয়া। সরবরাহ নির্বিঘœ করতে, দ্রুত ত্রুটি সারানো দরকার বলে জানিয়েছে পুতিনের অফিস।
‘নর্ড স্ট্রিম-১ গ্যাস পাইপলাইনের মাধ্যমে ইউরোপে গ্যাস সরবরাহে কিছু প্রযুক্তিগত সমস্যা আছে। যতক্ষণ না পশ্চিমারা ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর চাপিয়ে দেয়া নিষেধাজ্ঞা তুলে না নেয়, ততদিন এই সমস্যা থাকবে।’ রাশিয়ার জ্বালানি জায়ান্ট গ্যাজপ্রম গত ৩১ আগস্ট পাইপলাইনের মাধ্যমে ইউরোপে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেয়। জানানো হয়েছিল, কারিগরি ত্রুটি সারিয়ে ২ সেপ্টেম্বর ফের সরবরাহ চালু হবে। তবে শেষ মুহূর্তে পাইপলাইন চালু করেনি রাশিয়া। গ্যাজপ্রম জানায়, প্রযুক্তিগত জটিলতার কারণে এটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। পেসকভ বলেন, ‘জার্মানি, যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলো আমাদের বেশ কয়েকটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এ কারণে গ্যাস সরবরাহে সমস্যা দেখা দিয়েছে।
বুধবার, ০৭ সেপ্টেম্বর ২০২২ , ৩ ভাদ্র ১৪২৯ ১০ সফর ১৪৪৪
পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে, নর্ড স্ট্রিম-১ পাইপলাইনে কারিগরি ত্রুটি সারানো যাবে না বলে জানিয়েছে রাশিয়া। সরবরাহ নির্বিঘœ করতে, দ্রুত ত্রুটি সারানো দরকার বলে জানিয়েছে পুতিনের অফিস।
‘নর্ড স্ট্রিম-১ গ্যাস পাইপলাইনের মাধ্যমে ইউরোপে গ্যাস সরবরাহে কিছু প্রযুক্তিগত সমস্যা আছে। যতক্ষণ না পশ্চিমারা ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর চাপিয়ে দেয়া নিষেধাজ্ঞা তুলে না নেয়, ততদিন এই সমস্যা থাকবে।’ রাশিয়ার জ্বালানি জায়ান্ট গ্যাজপ্রম গত ৩১ আগস্ট পাইপলাইনের মাধ্যমে ইউরোপে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেয়। জানানো হয়েছিল, কারিগরি ত্রুটি সারিয়ে ২ সেপ্টেম্বর ফের সরবরাহ চালু হবে। তবে শেষ মুহূর্তে পাইপলাইন চালু করেনি রাশিয়া। গ্যাজপ্রম জানায়, প্রযুক্তিগত জটিলতার কারণে এটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। পেসকভ বলেন, ‘জার্মানি, যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলো আমাদের বেশ কয়েকটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এ কারণে গ্যাস সরবরাহে সমস্যা দেখা দিয়েছে।