রিয়েলমি ফ্যান ফেস্ট উদ্যাপিত

মাসজুড়ে বিভিন্ন অফার, আকর্ষণীয় গিফটের পাশাপাশি ফ্যান এবং ব্যবহারকারীদের অংশগ্রহণে আয়োজিত বর্ণিল অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো রিয়েলমির চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ৮২৮-ফ্যান ফেস্ট। ‘কিপ ইট রিয়েল’ প্রতিপাদ্যে অনুপ্রাণিত হয়ে ফ্যানদের মেধার বহিঃপ্রকাশের সুযোগ তৈরি করতে ফ্যান ফেস্ট আয়োজন করেছে রিয়েলমি। এতে অংশ নিয়েছেন সারাদেশ থেকে আসা রিয়েলমির তরুণ ফ্যানরা। ফ্যানরা অংশগ্রহণ করেছেন রিয়েল ডিল হান্ট, তরুণদের মধ্যে জনপ্রিয় মাসু আকের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় ফ্লুইড রিয়েলমিয়াও চিত্রকর্ম প্রতিযোগিতা ও গো কার্ট রেসিংয়ের। রিয়েলমির সব স্মার্ট ডিভাইসেস একসঙ্গে এক্সপেরিয়েন্স করার সুযোগও পেয়েছেন ফ্যানরা। দিনভর প্রতিযোগিতার পর সন্ধ্যায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। রিয়েলমি ৯ প্রো প্লাস ফটোগ্রাফি ক্যাম্পেইনে অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয় আয়োজিত ফ্যানফেস্টে।

ফ্যান ফেস্ট ছাড়াও, রিয়েলমি ফ্যানদের জন্য মাসব্যাপী প্রদান করেছে দুর্দান্ত অফার, যা গ্রাহকদের অনুরোধে চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। অফারের আওতায় রিয়েলমি ফ্যানরা ২০০০ টাকা ছাড়ে রিয়েলমি জিটি মাস্টার এডিশন ফোনটি আকর্ষণীয় মূল্যে ৩৪,৯৯০ টাকায় (ভ্যাট সহ) ক্রয় করতে পারবেন। পাশাপাশি, প্রতিটি জিটি মাস্টার এডিশন ক্রয়ে ক্রেতারা নিশ্চিতভাবে ফ্রি লাইভ স্ট্রিমিং হোল্ডার পাবেন। পাশাপাশি, ক্রেতারা রিয়েলমি সি১১ (২ জিবি/৩২জিবি) ২০২১ ডিভাইসটি ১০ হাজার ৪৯৯ টাকায় (ভ্যাট সহ) ক্রয় করতে পারবেন। সংবাদ বিজ্ঞপ্তি।

বুধবার, ০৭ সেপ্টেম্বর ২০২২ , ৩ ভাদ্র ১৪২৯ ১০ সফর ১৪৪৪

রিয়েলমি ফ্যান ফেস্ট উদ্যাপিত

image

মাসজুড়ে বিভিন্ন অফার, আকর্ষণীয় গিফটের পাশাপাশি ফ্যান এবং ব্যবহারকারীদের অংশগ্রহণে আয়োজিত বর্ণিল অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো রিয়েলমির চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ৮২৮-ফ্যান ফেস্ট। ‘কিপ ইট রিয়েল’ প্রতিপাদ্যে অনুপ্রাণিত হয়ে ফ্যানদের মেধার বহিঃপ্রকাশের সুযোগ তৈরি করতে ফ্যান ফেস্ট আয়োজন করেছে রিয়েলমি। এতে অংশ নিয়েছেন সারাদেশ থেকে আসা রিয়েলমির তরুণ ফ্যানরা। ফ্যানরা অংশগ্রহণ করেছেন রিয়েল ডিল হান্ট, তরুণদের মধ্যে জনপ্রিয় মাসু আকের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় ফ্লুইড রিয়েলমিয়াও চিত্রকর্ম প্রতিযোগিতা ও গো কার্ট রেসিংয়ের। রিয়েলমির সব স্মার্ট ডিভাইসেস একসঙ্গে এক্সপেরিয়েন্স করার সুযোগও পেয়েছেন ফ্যানরা। দিনভর প্রতিযোগিতার পর সন্ধ্যায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। রিয়েলমি ৯ প্রো প্লাস ফটোগ্রাফি ক্যাম্পেইনে অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয় আয়োজিত ফ্যানফেস্টে।

ফ্যান ফেস্ট ছাড়াও, রিয়েলমি ফ্যানদের জন্য মাসব্যাপী প্রদান করেছে দুর্দান্ত অফার, যা গ্রাহকদের অনুরোধে চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। অফারের আওতায় রিয়েলমি ফ্যানরা ২০০০ টাকা ছাড়ে রিয়েলমি জিটি মাস্টার এডিশন ফোনটি আকর্ষণীয় মূল্যে ৩৪,৯৯০ টাকায় (ভ্যাট সহ) ক্রয় করতে পারবেন। পাশাপাশি, প্রতিটি জিটি মাস্টার এডিশন ক্রয়ে ক্রেতারা নিশ্চিতভাবে ফ্রি লাইভ স্ট্রিমিং হোল্ডার পাবেন। পাশাপাশি, ক্রেতারা রিয়েলমি সি১১ (২ জিবি/৩২জিবি) ২০২১ ডিভাইসটি ১০ হাজার ৪৯৯ টাকায় (ভ্যাট সহ) ক্রয় করতে পারবেন। সংবাদ বিজ্ঞপ্তি।