টানা ৩ বছর ওকলা স্পিড টেস্ট অ্যাওয়ার্ড জিতল বাংলালিংক

টানা তিন বছর পরপর বাংলালিংককে দেশের দ্রুততম মোবাইল নেটওয়ার্কের স্বীকৃতি দিয়েছে ওকলা। ২০২২ সালের প্রকাশিত প্রথমার্ধের ওকলা স্পিড টেস্ট অ্যাওয়ার্ড রিপোর্ট অনুযায়ী, ২১.৫৬ স্পিড স্কোর নিয়ে শীর্ষস্থান অর্জন করেছে বাংলালিংক। এই সময়ে বাংলালিংকের মিডিয়ান ডাউনলোড স্পিড ছিল ১৬.০৯ এমবিপিএস ও মিডিয়ান আপলোড স্পিড ছিল ৮.৪২ এমবিপিএস। ‘স্পিডটেস্ট অ্যাপ’-এর মাধ্যমে প্রতিদিন কয়েক মিলিয়ন ফলাফল সংগ্রহ করে থাকে ওকলা।

বাংলালিংক গত আট মাসে সারা দেশে ৩০০০ এর বেশি সাইট চালু করেছে। সম্প্রতি ৪০ মেগাহার্জ স্পেকট্রাম গ্রহণ করার ফলে বাংলালিংকের স্পেকট্রামের পরিমাণ ১০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা বাংলালিংককে ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকে দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করেছে। বাংলালিংকের চিফ এক্সিকিউটিভ অফিসার এরিক অস বলেন, টানা পাঁচবারের মতো মর্যাদাপূর্ণ এই পুরস্কার পেয়ে আমরা আনন্দিত। দ্রুততম ফোরজি ও সেরা গ্রাহক অভিজ্ঞতা প্রদানের ধারাবাহিকতা বজায় রাখার কারণে বাংলালিংক এটি অর্জন করতে সক্ষম হয়েছে। সারা দেশে দ্রুততম নেটওয়ার্ক সম্প্রসারণ ও স্পেকট্রামে আমাদের বিনিয়োগ বাংলালিংককে দেশের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অপারেটর হিসাবে এগিয়ে যেতে সাহায্য করেছে। ওকলা-এর চিফ এক্সিকিউটিভ অফিসার ডগ সাটলস বলেন, ওকলা সারাবিশে^র দ্রুততম ও সেরা পারফরমেন্সের ফিক্সড ব্রডব্যান্ড ও মোবাইল অপারেটরদের স্পিডটেস্ট অ্যাওয়ার্ডের মর্যাদাপূর্ণ স্বীকৃতি দিয়ে থাকে। স্পিডটেস্টে গ্রাহকদের টেস্টের ফলাফল বিশ্লেষণ করে এই স্বীকৃতি দেয়া হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।

বুধবার, ০৭ সেপ্টেম্বর ২০২২ , ৩ ভাদ্র ১৪২৯ ১০ সফর ১৪৪৪

টানা ৩ বছর ওকলা স্পিড টেস্ট অ্যাওয়ার্ড জিতল বাংলালিংক

image

টানা তিন বছর পরপর বাংলালিংককে দেশের দ্রুততম মোবাইল নেটওয়ার্কের স্বীকৃতি দিয়েছে ওকলা। ২০২২ সালের প্রকাশিত প্রথমার্ধের ওকলা স্পিড টেস্ট অ্যাওয়ার্ড রিপোর্ট অনুযায়ী, ২১.৫৬ স্পিড স্কোর নিয়ে শীর্ষস্থান অর্জন করেছে বাংলালিংক। এই সময়ে বাংলালিংকের মিডিয়ান ডাউনলোড স্পিড ছিল ১৬.০৯ এমবিপিএস ও মিডিয়ান আপলোড স্পিড ছিল ৮.৪২ এমবিপিএস। ‘স্পিডটেস্ট অ্যাপ’-এর মাধ্যমে প্রতিদিন কয়েক মিলিয়ন ফলাফল সংগ্রহ করে থাকে ওকলা।

বাংলালিংক গত আট মাসে সারা দেশে ৩০০০ এর বেশি সাইট চালু করেছে। সম্প্রতি ৪০ মেগাহার্জ স্পেকট্রাম গ্রহণ করার ফলে বাংলালিংকের স্পেকট্রামের পরিমাণ ১০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা বাংলালিংককে ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকে দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করেছে। বাংলালিংকের চিফ এক্সিকিউটিভ অফিসার এরিক অস বলেন, টানা পাঁচবারের মতো মর্যাদাপূর্ণ এই পুরস্কার পেয়ে আমরা আনন্দিত। দ্রুততম ফোরজি ও সেরা গ্রাহক অভিজ্ঞতা প্রদানের ধারাবাহিকতা বজায় রাখার কারণে বাংলালিংক এটি অর্জন করতে সক্ষম হয়েছে। সারা দেশে দ্রুততম নেটওয়ার্ক সম্প্রসারণ ও স্পেকট্রামে আমাদের বিনিয়োগ বাংলালিংককে দেশের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অপারেটর হিসাবে এগিয়ে যেতে সাহায্য করেছে। ওকলা-এর চিফ এক্সিকিউটিভ অফিসার ডগ সাটলস বলেন, ওকলা সারাবিশে^র দ্রুততম ও সেরা পারফরমেন্সের ফিক্সড ব্রডব্যান্ড ও মোবাইল অপারেটরদের স্পিডটেস্ট অ্যাওয়ার্ডের মর্যাদাপূর্ণ স্বীকৃতি দিয়ে থাকে। স্পিডটেস্টে গ্রাহকদের টেস্টের ফলাফল বিশ্লেষণ করে এই স্বীকৃতি দেয়া হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।