বিজয় দিবসের আগেই ‘ঝাড়খ-ের বিদ্যুৎ’ পাবে বাংলাদেশ

‘সংকট ও উচ্চমূল্যের জ্বালানি সাশ্রয়ে বাংলাদেশ যখন বিদ্যুতে (রেশনিং) লোডশেডিং করছে, সে সময় বিদ্যুৎ নিয়ে সুখবর জানালেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি।

বললেন, ‘আমরা চলতি বছরের ১৬ ডিসেম্বরের মধ্যেই আমাদের ১ হাজার ৬০০ মেগাওয়াট গোড্ডা বিদ্যুৎ প্রকল্প এবং বাংলাদেশের সঙ্গে সঞ্চালন লাইন চালু করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

গত সোমবার সন্ধ্যায় দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার পর এক টুইট বার্তায় এ প্রতিশ্রুতির কথা জানান ভারতের অন্যতম শীর্ষ এ ব্যবসায়ী।

২০১৫ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় হওয়া সমঝোতার ভিত্তিতে ঝাড়খ-ের গোড্ডা জেলায় ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার এই তাপ বিদ্যুৎকেন্দ্র স্থাপন করেছে আদানি পাওয়ার। গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ শেষে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী গৌতম আদানি টুইটে লিখেন, ‘দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ পাওয়া আমার জন্য সম্মানের। বাংলাদেশকে নিয়ে তার পরিকল্পনা অনুপ্রেরণাদায়ী এবং অত্যন্ত সাহসী। আমরা চলতি বছরের ১৬ ডিসেম্বরের মধ্যেই আমাদের ১ হাজার ৬০০ মেগাওয়াট গোড্ডা বিদ্যুৎ প্রকল্প এবং বাংলাদেশের সঙ্গে সঞ্চালন লাইন চালু করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

আদানি পাওয়ার (ঝাড়খ-) এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) মধ্যে ২০১৭ সালের ৫ নভেম্বর সই হওয়া চুক্তি অনুযায়ী, আদানি পাওয়ার ২৫ বছর এ কেন্দ্র থেকে বিদ্যুৎ বাংলাদেশে রপ্তানি করবে। ২০২১ সালের ডিসেম্বর থেকেই রপ্তানি শুরুর কথা থাকলেও সঞ্চালন লাইনের কাজ শেষ না হওয়ায় এখনও তা শুরু করা যায়নি।

ঝাড়খ- থেকে বিদ্যুৎ আমদানির লক্ষ্যে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর থেকে শিবগঞ্জ উপজেলার মনকষা সীমান্ত পর্যন্ত ২৮ কিলোমিটার সঞ্চালন লাইন নির্মাণে প্রকল্প বাস্তবায়ন করছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)।

মূলত, দেশের কৃষিজ অর্থনীতির প্রাণকেন্দ্র রাজশাহী ও রংপুর এলাকায় সরবরাহের জন্যই আদানির বিদ্যুৎ আমদানি করা হচ্ছে।

বুধবার, ০৭ সেপ্টেম্বর ২০২২ , ৩ ভাদ্র ১৪২৯ ১০ সফর ১৪৪৪

সুখবর দিলেন গৌতম আদানি

বিজয় দিবসের আগেই ‘ঝাড়খ-ের বিদ্যুৎ’ পাবে বাংলাদেশ

নিজস্ব বার্তা পরিবেশক

‘সংকট ও উচ্চমূল্যের জ্বালানি সাশ্রয়ে বাংলাদেশ যখন বিদ্যুতে (রেশনিং) লোডশেডিং করছে, সে সময় বিদ্যুৎ নিয়ে সুখবর জানালেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি।

বললেন, ‘আমরা চলতি বছরের ১৬ ডিসেম্বরের মধ্যেই আমাদের ১ হাজার ৬০০ মেগাওয়াট গোড্ডা বিদ্যুৎ প্রকল্প এবং বাংলাদেশের সঙ্গে সঞ্চালন লাইন চালু করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

গত সোমবার সন্ধ্যায় দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার পর এক টুইট বার্তায় এ প্রতিশ্রুতির কথা জানান ভারতের অন্যতম শীর্ষ এ ব্যবসায়ী।

২০১৫ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় হওয়া সমঝোতার ভিত্তিতে ঝাড়খ-ের গোড্ডা জেলায় ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার এই তাপ বিদ্যুৎকেন্দ্র স্থাপন করেছে আদানি পাওয়ার। গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ শেষে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী গৌতম আদানি টুইটে লিখেন, ‘দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ পাওয়া আমার জন্য সম্মানের। বাংলাদেশকে নিয়ে তার পরিকল্পনা অনুপ্রেরণাদায়ী এবং অত্যন্ত সাহসী। আমরা চলতি বছরের ১৬ ডিসেম্বরের মধ্যেই আমাদের ১ হাজার ৬০০ মেগাওয়াট গোড্ডা বিদ্যুৎ প্রকল্প এবং বাংলাদেশের সঙ্গে সঞ্চালন লাইন চালু করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

আদানি পাওয়ার (ঝাড়খ-) এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) মধ্যে ২০১৭ সালের ৫ নভেম্বর সই হওয়া চুক্তি অনুযায়ী, আদানি পাওয়ার ২৫ বছর এ কেন্দ্র থেকে বিদ্যুৎ বাংলাদেশে রপ্তানি করবে। ২০২১ সালের ডিসেম্বর থেকেই রপ্তানি শুরুর কথা থাকলেও সঞ্চালন লাইনের কাজ শেষ না হওয়ায় এখনও তা শুরু করা যায়নি।

ঝাড়খ- থেকে বিদ্যুৎ আমদানির লক্ষ্যে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর থেকে শিবগঞ্জ উপজেলার মনকষা সীমান্ত পর্যন্ত ২৮ কিলোমিটার সঞ্চালন লাইন নির্মাণে প্রকল্প বাস্তবায়ন করছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)।

মূলত, দেশের কৃষিজ অর্থনীতির প্রাণকেন্দ্র রাজশাহী ও রংপুর এলাকায় সরবরাহের জন্যই আদানির বিদ্যুৎ আমদানি করা হচ্ছে।