‘কিছুটা অসুস্থ থাকলে অফিস করা যায়, কিন্তু এ রকম হাই-লেভেল ভিজিট সম্ভব নয়’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চার দিনের ভারত সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে যেতে পারেননি। এ প্রসঙ্গে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গেও সবসময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী সফরসঙ্গী হন না। তবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন, শেষ মুহূর্তে বাদ পড়েছেন। তার কারণ হলো তিনি কিছুটা অসুস্থ ছিলেন।’

গতকাল সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘আপনারা প্রশ্ন করতে পারেন, অসুস্থ থাকলে তিনি (পররাষ্ট্রমন্ত্রী) অফিস করলেন কীভাবে। সেক্ষেত্রে বলবো, সামান্য অসুস্থ হলে অফিস করা যায়, হাই-লেভেলের ভিজিটে অংশ নেয়া যায় না। আমি নিজেও অল্প অসুস্থ হলে অফিস করি, কিন্তু বিদেশ ট্যুরে যাই না।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘গতকাল মির্জা ফখরুল সাহেব প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বলেছেন, সেটি বিএনপি ও খালেদা জিয়ার বেলায় প্রযোজ্য। আপনাদের মনে আছে, খালেদা জিয়া ভারত সফর থেকে আসার পর তাকে প্রশ্ন করা হয়েছিল, ‘গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিয়ে কি কথা হয়েছে’। তখন খালেদা জিয়া বলেছিলেন, ‘আল্লাহ, আমি তো ওটা ভুলেই গিয়েছিলাম।’ যাদের নেত্রী ভারত সফরে গিয়ে গঙ্গার পানির ন্যায্য হিস্যার কথা বলতে ভুলে যান, তারাই সব সময় ভারতকে সব দিয়েছে, কিছু আদায় করতে পারেনি।’

হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত চমৎকার, রক্তের অক্ষরে লেখা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দুই দেশের সম্পর্ক ন্যায্যতার ভিত্তিতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নতুন উচ্চতায় উন্নীত হয়েছে। বাংলাদেশ সরকার ভারত থেকে অনেক কিছু আদায় করেছে।’

‘প্রধানমন্ত্রী পরপর তিনবার রাষ্ট্রক্ষমতা পরিচালনার প্রথমবার তামাক জাতীয়সহ ২০টি পণ্য বাদে সব পণ্যের ওপর শুল্কমুক্ত রপ্তানি আদায় করেছেন। কাজেই মির্জা ফখরুল ইসলামের এ বক্তব্য, তাদের বেলায় প্রযোজ্য, আমাদের নয়।’

‘বিএনপি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আন্দোলন করছে’ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন আরেকটি বক্তব্যের বিষয়ে তিনি বলেন, ‘যে দলের জন্ম বন্দুকের নল উঁচিয়ে, ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে; সেই দল যখন গণতন্ত্রের কথা বলে তা শুনে মানুষও হাসে গাধাও হাসে।’

বুধবার, ০৭ সেপ্টেম্বর ২০২২ , ৩ ভাদ্র ১৪২৯ ১০ সফর ১৪৪৪

পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে তথ্যমন্ত্রী

‘কিছুটা অসুস্থ থাকলে অফিস করা যায়, কিন্তু এ রকম হাই-লেভেল ভিজিট সম্ভব নয়’

নিজস্ব বার্তা পরিবেশক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চার দিনের ভারত সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে যেতে পারেননি। এ প্রসঙ্গে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গেও সবসময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী সফরসঙ্গী হন না। তবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন, শেষ মুহূর্তে বাদ পড়েছেন। তার কারণ হলো তিনি কিছুটা অসুস্থ ছিলেন।’

গতকাল সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘আপনারা প্রশ্ন করতে পারেন, অসুস্থ থাকলে তিনি (পররাষ্ট্রমন্ত্রী) অফিস করলেন কীভাবে। সেক্ষেত্রে বলবো, সামান্য অসুস্থ হলে অফিস করা যায়, হাই-লেভেলের ভিজিটে অংশ নেয়া যায় না। আমি নিজেও অল্প অসুস্থ হলে অফিস করি, কিন্তু বিদেশ ট্যুরে যাই না।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘গতকাল মির্জা ফখরুল সাহেব প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বলেছেন, সেটি বিএনপি ও খালেদা জিয়ার বেলায় প্রযোজ্য। আপনাদের মনে আছে, খালেদা জিয়া ভারত সফর থেকে আসার পর তাকে প্রশ্ন করা হয়েছিল, ‘গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিয়ে কি কথা হয়েছে’। তখন খালেদা জিয়া বলেছিলেন, ‘আল্লাহ, আমি তো ওটা ভুলেই গিয়েছিলাম।’ যাদের নেত্রী ভারত সফরে গিয়ে গঙ্গার পানির ন্যায্য হিস্যার কথা বলতে ভুলে যান, তারাই সব সময় ভারতকে সব দিয়েছে, কিছু আদায় করতে পারেনি।’

হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত চমৎকার, রক্তের অক্ষরে লেখা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দুই দেশের সম্পর্ক ন্যায্যতার ভিত্তিতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নতুন উচ্চতায় উন্নীত হয়েছে। বাংলাদেশ সরকার ভারত থেকে অনেক কিছু আদায় করেছে।’

‘প্রধানমন্ত্রী পরপর তিনবার রাষ্ট্রক্ষমতা পরিচালনার প্রথমবার তামাক জাতীয়সহ ২০টি পণ্য বাদে সব পণ্যের ওপর শুল্কমুক্ত রপ্তানি আদায় করেছেন। কাজেই মির্জা ফখরুল ইসলামের এ বক্তব্য, তাদের বেলায় প্রযোজ্য, আমাদের নয়।’

‘বিএনপি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আন্দোলন করছে’ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন আরেকটি বক্তব্যের বিষয়ে তিনি বলেন, ‘যে দলের জন্ম বন্দুকের নল উঁচিয়ে, ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে; সেই দল যখন গণতন্ত্রের কথা বলে তা শুনে মানুষও হাসে গাধাও হাসে।’