রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, নার্স নেতার পরিবারকে অবরুদ্ধ, গাড়িতে আগুন : প্রতিবাদে নার্সদের কর্মবিরতি

দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আল্টিমেটাম

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ও নার্সেস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সহ-সভাপতি আশরাফুল ইসলাম শামীম ও তার পরিবারকে বাসায় অবরুদ্ধ করে প্রাইভেটকারে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার প্রতিবাদে দায়ীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত হাসপাতালের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্বাধীনতা নার্সেস পরিষদ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নার্সরা। সমাবেশ থেকে ২৪ ঘণ্টার আলটিমেটাম প্রদান করে বলা হয়, এ সময়ের মধ্যে দায়ীদের গ্রেপ্তার করা না হলে হাসপাতালে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে সকাল ১০টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত নার্সরা কর্মবিরতি পালন করে হাসপাতালের সামনে বিক্ষোভ করে। এরপর তারা সেখানে মানববন্ধন ও সমাবেশ করে। সমাবেশে বক্তব্য দেন নার্সেস নেতা ও ভিকটিম আশরাফুল ইসলাম শামীম, স্বাধীনতা নার্সেস পরিষদ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান কামালসহ সভাপতি শফিউজ্জামান রিপন, স্বাধীনতা নার্সেস পরিষদ নেতা মিজানুর রহমান মানিক, আজমিরা বেগম, তানজিনা আফরিন জিমি, রেজিনা বেগম, সেতারা পারভীন, জেসমিন আকতার জুঁই, সোহেলা পারভীন প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, গত সোমবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে হাসপাতাল চত্বরে অবস্থিত নার্সেস কোয়ার্টারে সিনিয়র স্টাফ নার্স ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি শামীম ও তার পরিবারকে অবরুদ্ধ করে কোয়ার্টার গেট বাইরে থেকে বন্ধ করে স্টাফ কোয়ার্টারের সামনে গ্যারেজে দুষ্কৃতকারীরা আগুন ধরিয়ে দেয়। সেখানে থাকা নার্স শামীমের প্রাইভেটকার ও গ্যারেজে আগুন ধরে যায়। এতে তার গ্যারেজ ভস্মীভূত হয় এবং প্রাইভেটকারটি পুড়ে যায়।

দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে শামীমের পরিবারকে অবরুদ্ধ করে এই অপকর্ম করেছে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভালেও ততক্ষণে গ্যারেজ ও প্রাইভেটকারটি পুড়ে যায়। এ ঘটনার জন্য নার্সদের এক নেতাকে ইঙ্গিত করে বলা হয় তার নেতৃত্বেই এ ঘটনা ঘটানো হয়েছে। তারা ২৪ ঘণ্টার মধ্যে দায়ীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন। এ ব্যাপারে ভিকটিম ও সিনিয়র স্টাফ নার্স আশরাফুল ইসলাম শামীম জানান, তার নাইট ডিউটি থাকার রাত তিনটার দিকে বাসায় ফেরেন তার স্ত্রীর সঙ্গে কথা বলার সময় বাইরে শব্দ পেয়ে দেখতে পান তার গ্যারেজে আগুন জ্বলছে। সেখানে থাকা তার প্রাভেটকারটিও জ্বলছে। তিনিসহ পরিবারের সদস্যরা গেট খুলে বাইরে বের হওয়ার চেষ্টা করলেও বাইরে থেকে গেটটি বন্ধ করে রাখায় তারা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে তারা গেট খুলে দেয়। এরপর ফায়ার সার্ভিসকে খবর দেয় ততক্ষণে স্টাফ কোয়ার্টারের সামনে গ্যারেজটি ভস্মীভূত হয়ে যায়, প্রাইভেটকারটিও জ্বলে যায়। তারপর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলে। তিনি বলেন, এটা দুষ্কৃতকারীদের পরিকল্পিত হামলা। তার পরিবারকে অবরুদ্ধ করে তাদের সবাইকে হত্যা করার ঘৃণ চেষ্টা। তার গ্যারেজে আগুন দেয়া ও এর সঙ্গে যারা জড়িত তাদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান তিনি।

বুধবার, ০৭ সেপ্টেম্বর ২০২২ , ৩ ভাদ্র ১৪২৯ ১০ সফর ১৪৪৪

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, নার্স নেতার পরিবারকে অবরুদ্ধ, গাড়িতে আগুন : প্রতিবাদে নার্সদের কর্মবিরতি

দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আল্টিমেটাম

নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ও নার্সেস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সহ-সভাপতি আশরাফুল ইসলাম শামীম ও তার পরিবারকে বাসায় অবরুদ্ধ করে প্রাইভেটকারে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার প্রতিবাদে দায়ীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত হাসপাতালের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্বাধীনতা নার্সেস পরিষদ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নার্সরা। সমাবেশ থেকে ২৪ ঘণ্টার আলটিমেটাম প্রদান করে বলা হয়, এ সময়ের মধ্যে দায়ীদের গ্রেপ্তার করা না হলে হাসপাতালে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে সকাল ১০টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত নার্সরা কর্মবিরতি পালন করে হাসপাতালের সামনে বিক্ষোভ করে। এরপর তারা সেখানে মানববন্ধন ও সমাবেশ করে। সমাবেশে বক্তব্য দেন নার্সেস নেতা ও ভিকটিম আশরাফুল ইসলাম শামীম, স্বাধীনতা নার্সেস পরিষদ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান কামালসহ সভাপতি শফিউজ্জামান রিপন, স্বাধীনতা নার্সেস পরিষদ নেতা মিজানুর রহমান মানিক, আজমিরা বেগম, তানজিনা আফরিন জিমি, রেজিনা বেগম, সেতারা পারভীন, জেসমিন আকতার জুঁই, সোহেলা পারভীন প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, গত সোমবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে হাসপাতাল চত্বরে অবস্থিত নার্সেস কোয়ার্টারে সিনিয়র স্টাফ নার্স ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি শামীম ও তার পরিবারকে অবরুদ্ধ করে কোয়ার্টার গেট বাইরে থেকে বন্ধ করে স্টাফ কোয়ার্টারের সামনে গ্যারেজে দুষ্কৃতকারীরা আগুন ধরিয়ে দেয়। সেখানে থাকা নার্স শামীমের প্রাইভেটকার ও গ্যারেজে আগুন ধরে যায়। এতে তার গ্যারেজ ভস্মীভূত হয় এবং প্রাইভেটকারটি পুড়ে যায়।

দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে শামীমের পরিবারকে অবরুদ্ধ করে এই অপকর্ম করেছে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভালেও ততক্ষণে গ্যারেজ ও প্রাইভেটকারটি পুড়ে যায়। এ ঘটনার জন্য নার্সদের এক নেতাকে ইঙ্গিত করে বলা হয় তার নেতৃত্বেই এ ঘটনা ঘটানো হয়েছে। তারা ২৪ ঘণ্টার মধ্যে দায়ীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন। এ ব্যাপারে ভিকটিম ও সিনিয়র স্টাফ নার্স আশরাফুল ইসলাম শামীম জানান, তার নাইট ডিউটি থাকার রাত তিনটার দিকে বাসায় ফেরেন তার স্ত্রীর সঙ্গে কথা বলার সময় বাইরে শব্দ পেয়ে দেখতে পান তার গ্যারেজে আগুন জ্বলছে। সেখানে থাকা তার প্রাভেটকারটিও জ্বলছে। তিনিসহ পরিবারের সদস্যরা গেট খুলে বাইরে বের হওয়ার চেষ্টা করলেও বাইরে থেকে গেটটি বন্ধ করে রাখায় তারা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে তারা গেট খুলে দেয়। এরপর ফায়ার সার্ভিসকে খবর দেয় ততক্ষণে স্টাফ কোয়ার্টারের সামনে গ্যারেজটি ভস্মীভূত হয়ে যায়, প্রাইভেটকারটিও জ্বলে যায়। তারপর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলে। তিনি বলেন, এটা দুষ্কৃতকারীদের পরিকল্পিত হামলা। তার পরিবারকে অবরুদ্ধ করে তাদের সবাইকে হত্যা করার ঘৃণ চেষ্টা। তার গ্যারেজে আগুন দেয়া ও এর সঙ্গে যারা জড়িত তাদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান তিনি।