বড় উত্থান শেয়ারবাজারে, লেনদেন ফের ২২শ’ কোটি টাকার ঘরে

সপ্তাহের চতুর্থ কার্যদিবস গতকাল বড় উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচকই বেড়েছে। সূচকের সঙ্গে টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে। তবে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। গতকাল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ২২ শত কোটি টাকার বেশি হয়েছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৬.৪৬ পয়েন্ট বা ১.১৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৪৭.৪৬ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২৩.৩৯ পয়েন্ট বা ১.৬৪ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৪৭.১১ পয়েন্ট বা ২.০৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৪৪২.২২ পয়েন্টে এবং দুই হাজার ৩৫৩.৫৮ পয়েন্টে।

ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন দুই হাজার ২০১ কোটি ৩৫ লাখ টাকার। যা আগের দিন থেকে ৮৮৬ কোটি ৩১ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৩১৫ কোটি ০৪ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩১টির বা ৩৪.৬৬ শতাংশের, শেয়ার দর কমেছে ১৫৫টির বা ৪১.০০ শতাংশের এবং ৯২টির বা ২৩.৩৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২০৭.৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ১৯৬.৫২ পয়েন্টে। সিএসইতে গতকাল ২৮৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১১৩টির দর বেড়েছে, কমেছে ১১২টির আর ৬৩টির দর অপরিবর্তিত রয়েছে। গতকাল সিএসইতে ৪৩ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে ৪০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৬৭ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ৫৭ লাখ ৩৭ হাজার ২৩৫ টি শেয়ার ১৫৪ বার হাত বদলের মাধ্যমে ৬৭ কোটি ৮৩ লাখ ৯২ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২২ কোটি ৩৯ লাখ ৫৪ হাজার টাকার লেনদেন হয়েছে ওরিয়ন ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ২২ কোটি ৩২ লাখ ৬৫ হাজার টাকার ওরিয়ন ইনফিউশনের এবং তৃতীয় সর্বোচ্চ ৫ কোটি ৯৩ লাখ ৩০ হাজার টাকার লেনদেন হয়েছে নাহি অ্যালুমিনিয়ামের।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩১টির বা ৩৪.৬৬ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ফার্মার শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবসে ওরিয়ন ফার্মার শেয়ারের ক্লোজিং দর ছিল ১০৬.৫০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১১৭.১০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১০.৬০ টাকা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ওরিয়ন ফার্মা ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এসিআই ফর্মূলেশনের ৯.৮৬ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মার ৮.৭৭ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৮.৭৪ শতাংশ, বিকন ফার্মার ৮.৭৩ শতাংশ, ইবনে সিনার ৮.৭০ শতাংশ, বেক্সিমকো ফার্মার ৭.৮০ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৭.৫৫ শতাংশ, কোহিনুর কেমিক্যালের ৭.৪৯ শতাংশ এবং সেন্ট্রাল ফার্মার শেয়ার দর ৬.৭৬ শতাংশ বেড়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫৫টির বা ৪১ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবসে ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের ক্লোজিং দর ছিল ৭.৩০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর ইউনিটের ক্লোজিং দর দাঁড়ায় ৬.৬০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির ইউনিট দর ০.৭০ টাকা বা ৯.৫৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮.৯২ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৭.৭৫ শতাংশ, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ৭.৪০ শতাংশ, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৭.২৭ শতাংশ, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৭.১৪ শতাংশ, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৭.১৪ শতাংশ, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৬.৬৬ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৫.৮৯ শতাংশ এবং গ্রামীণ ওয়ান : স্কিম টু’র ইউনিট দর ৫.৫৯ শতাংশ কমেছে।

বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০২২ , ৪ ভাদ্র ১৪২৯ ১১ সফর ১৪৪৪

বড় উত্থান শেয়ারবাজারে, লেনদেন ফের ২২শ’ কোটি টাকার ঘরে

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

সপ্তাহের চতুর্থ কার্যদিবস গতকাল বড় উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচকই বেড়েছে। সূচকের সঙ্গে টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে। তবে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। গতকাল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ২২ শত কোটি টাকার বেশি হয়েছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৬.৪৬ পয়েন্ট বা ১.১৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৪৭.৪৬ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২৩.৩৯ পয়েন্ট বা ১.৬৪ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৪৭.১১ পয়েন্ট বা ২.০৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৪৪২.২২ পয়েন্টে এবং দুই হাজার ৩৫৩.৫৮ পয়েন্টে।

ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন দুই হাজার ২০১ কোটি ৩৫ লাখ টাকার। যা আগের দিন থেকে ৮৮৬ কোটি ৩১ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৩১৫ কোটি ০৪ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩১টির বা ৩৪.৬৬ শতাংশের, শেয়ার দর কমেছে ১৫৫টির বা ৪১.০০ শতাংশের এবং ৯২টির বা ২৩.৩৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২০৭.৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ১৯৬.৫২ পয়েন্টে। সিএসইতে গতকাল ২৮৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১১৩টির দর বেড়েছে, কমেছে ১১২টির আর ৬৩টির দর অপরিবর্তিত রয়েছে। গতকাল সিএসইতে ৪৩ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে ৪০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৬৭ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ৫৭ লাখ ৩৭ হাজার ২৩৫ টি শেয়ার ১৫৪ বার হাত বদলের মাধ্যমে ৬৭ কোটি ৮৩ লাখ ৯২ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২২ কোটি ৩৯ লাখ ৫৪ হাজার টাকার লেনদেন হয়েছে ওরিয়ন ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ২২ কোটি ৩২ লাখ ৬৫ হাজার টাকার ওরিয়ন ইনফিউশনের এবং তৃতীয় সর্বোচ্চ ৫ কোটি ৯৩ লাখ ৩০ হাজার টাকার লেনদেন হয়েছে নাহি অ্যালুমিনিয়ামের।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩১টির বা ৩৪.৬৬ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ফার্মার শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবসে ওরিয়ন ফার্মার শেয়ারের ক্লোজিং দর ছিল ১০৬.৫০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১১৭.১০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১০.৬০ টাকা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ওরিয়ন ফার্মা ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এসিআই ফর্মূলেশনের ৯.৮৬ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মার ৮.৭৭ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৮.৭৪ শতাংশ, বিকন ফার্মার ৮.৭৩ শতাংশ, ইবনে সিনার ৮.৭০ শতাংশ, বেক্সিমকো ফার্মার ৭.৮০ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৭.৫৫ শতাংশ, কোহিনুর কেমিক্যালের ৭.৪৯ শতাংশ এবং সেন্ট্রাল ফার্মার শেয়ার দর ৬.৭৬ শতাংশ বেড়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫৫টির বা ৪১ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবসে ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের ক্লোজিং দর ছিল ৭.৩০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর ইউনিটের ক্লোজিং দর দাঁড়ায় ৬.৬০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির ইউনিট দর ০.৭০ টাকা বা ৯.৫৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮.৯২ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৭.৭৫ শতাংশ, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ৭.৪০ শতাংশ, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৭.২৭ শতাংশ, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৭.১৪ শতাংশ, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৭.১৪ শতাংশ, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৬.৬৬ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৫.৮৯ শতাংশ এবং গ্রামীণ ওয়ান : স্কিম টু’র ইউনিট দর ৫.৫৯ শতাংশ কমেছে।