প্রথমবার সরকারি অনুদানের সিনেমায় পূর্ণিমা

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা সরকারী অনুদানের একটি সিনেমাতে কাজ করার জন্য গতকাল বুধবার দুপুরে চুক্তিবদ্ধ হয়েছেন। সিনেমার নাম ‘আহারে জীবন’। সিনেমাটির গল্প রচনা করেছেন ও পরিচালনা করবেন গুনী চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদ। ‘আহারে জীবন’ সিনেমা’তে পূর্ণিমা’কে দেখা যাবে দোলা চরিত্রে। পূর্ণিমা জানান, এবারই প্রথম তিনি সরকারী অনুদানের সিনেমাতে অভিনয় করছেন। বেশ কিছুদিন বিরতির পর নতুন সিনেমায় কাজ করা এবং ‘আহারে জীবন’ সিনেমাতে কাজ করা প্রসঙ্গে পূর্ণিমা বলেন,‘ শ্রদ্ধেয় ছটকু ভাই আমাদের চলচ্চিত্রের প্রখ্যাত একজন প্রবীন পরিচালক। তিনি দীর্ঘদিন পর একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। যারা এতে অভিনয় করবেন বলা যায় প্রত্যেকেই ছটকু ভাইয়ের ভীষণ প্রিয় শিল্পী। তাছাড়া গল্পটাও চমৎকার। আর সর্বোপরি এটি সরকারী অনুদানের সিনেমা। সবমিলিয়েই আসলে ভেবে চিন্তে সিনেমাটি কাজ করতে যাচ্ছি। গতকাল সিনেমাটিতে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হলাম। যেহেতু ছটকু ভাই গুনী একজন নির্মাতা। তাই আমার বিশ^াস কাজটি বেশ ভালো হবে।’ ছটকু আহমেদ জানান আগামী অক্টোবরে সিনেমাটির শুটিং শুরু হবে। ২০২১-২০২২ সালের সরকারী অনুদানে ‘আহারে জীবন’ ষাট লক্ষ টাকা অনুদান পেয়েছে। এই সিনেমায় সহযোগী পরিচালক হিসেবে আছেন তাজু কামরুল। এদিকে পূর্ণিমা অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমার মধ্যে রয়েছে ‘জ্যাম’ ও ‘গাঙচিল’। উল্লেখ্য, ছটকু আহমেদ সর্বশেষ নায়ক মান্নাকে নিয়ে ‘প্রতিবাদী মাস্টার’ সিনেমাটি নির্মাণ করেছিলেন। ‘আহারে জীবন’ তার পরিচালনায় প্রথম কোন সরকারী অনুদানের সিনেমা।

বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০২২ , ৪ ভাদ্র ১৪২৯ ১১ সফর ১৪৪৪

প্রথমবার সরকারি অনুদানের সিনেমায় পূর্ণিমা

বিনোদন প্রতিবেদক

image

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা সরকারী অনুদানের একটি সিনেমাতে কাজ করার জন্য গতকাল বুধবার দুপুরে চুক্তিবদ্ধ হয়েছেন। সিনেমার নাম ‘আহারে জীবন’। সিনেমাটির গল্প রচনা করেছেন ও পরিচালনা করবেন গুনী চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদ। ‘আহারে জীবন’ সিনেমা’তে পূর্ণিমা’কে দেখা যাবে দোলা চরিত্রে। পূর্ণিমা জানান, এবারই প্রথম তিনি সরকারী অনুদানের সিনেমাতে অভিনয় করছেন। বেশ কিছুদিন বিরতির পর নতুন সিনেমায় কাজ করা এবং ‘আহারে জীবন’ সিনেমাতে কাজ করা প্রসঙ্গে পূর্ণিমা বলেন,‘ শ্রদ্ধেয় ছটকু ভাই আমাদের চলচ্চিত্রের প্রখ্যাত একজন প্রবীন পরিচালক। তিনি দীর্ঘদিন পর একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। যারা এতে অভিনয় করবেন বলা যায় প্রত্যেকেই ছটকু ভাইয়ের ভীষণ প্রিয় শিল্পী। তাছাড়া গল্পটাও চমৎকার। আর সর্বোপরি এটি সরকারী অনুদানের সিনেমা। সবমিলিয়েই আসলে ভেবে চিন্তে সিনেমাটি কাজ করতে যাচ্ছি। গতকাল সিনেমাটিতে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হলাম। যেহেতু ছটকু ভাই গুনী একজন নির্মাতা। তাই আমার বিশ^াস কাজটি বেশ ভালো হবে।’ ছটকু আহমেদ জানান আগামী অক্টোবরে সিনেমাটির শুটিং শুরু হবে। ২০২১-২০২২ সালের সরকারী অনুদানে ‘আহারে জীবন’ ষাট লক্ষ টাকা অনুদান পেয়েছে। এই সিনেমায় সহযোগী পরিচালক হিসেবে আছেন তাজু কামরুল। এদিকে পূর্ণিমা অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমার মধ্যে রয়েছে ‘জ্যাম’ ও ‘গাঙচিল’। উল্লেখ্য, ছটকু আহমেদ সর্বশেষ নায়ক মান্নাকে নিয়ে ‘প্রতিবাদী মাস্টার’ সিনেমাটি নির্মাণ করেছিলেন। ‘আহারে জীবন’ তার পরিচালনায় প্রথম কোন সরকারী অনুদানের সিনেমা।