আজ মঞ্চে উঠবে ‘লিওনার্দো দ্য ভিঞ্চি’

জয়পুর হাটের ঐতিহ্যবাহী নাট্যদল শান্তিনগর থিয়েটার আগামী ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে উদ্বোধনী মঞ্চায়ন করবে দলের ৩৩ মে প্রযোজনা নাটক ‘লিওনার্দো দ্য ভিঞ্চি’ । বিষয়গত দিক দিয়ে লিওনার্দো দ্য ভিঞ্চির জীবন আশ্রয়ী নাটকের মঞ্চায়ন যেমন বিশ্বমঞ্চ বাস্তবতায় নতুন তেমনি জয়পুর হাট থেকে স্বদলবলে ঢাকায় এসে উদ্বোধনী মঞ্চায়নও প্রচলিত মঞ্চায়নের ধারায় ভিন্নতর। নতুন এবং ভিন্নতর মঞ্চায়নের এই নাটকটির রচনা করেছেন অপূর্ব কুমার কুন্ডু, নির্দেশনা দিয়েছেন এইচ আর অনিক এবং প্রযোজনায় শান্তিনগর থিয়েটার। নাটকে অভিনয়ে আছেন-মিজানুর রহমান, সেকেন্দার আলী, মুস্তাক আহমেদ, মাহাবুব আলম, শারমিন আক্তার নিশা,রূপালী খানম রুমা, রাকিন আহমেদ, সজীব মাহমুদ, জুলফিকার আলীর। ‘লিওনার্দো দ্য ভিঞ্চি’র সমস্ত জীবনকে বিশ্লেষন করে নাটকটিতে নান্দনিক উপস্থাপনার চেষ্টা করা হয়েছে। নির্দেশকঅভিনেতা-অভিনেত্রীদের প্রানোচ্ছ্বাস উপস্থিতি এবং পরিশ্রমের নান্দনিক উপস্থাপনে নাটকটি মঞ্চে আসছে। দিনাবসানে মহড়ার বিরতিতে দলগতভাবে সবাইকে নিয়ে বসে নির্দেশক এইচ আর অনিক বলেন, ‘যতটুকু দেখলেন সবটাই অভিনয়। এর সাথে আরও যুক্ত হবে পাশ্চাত্য সংগীত, রয়েল কস্টিউম এবং বর্নিল আলো। মেকাপেও থাকবে পেইন্টিং এর আদোল। আশা করছি, লিওনার্দো দ্য ভিঞ্চিকে আমরা স্বমহিমায় ফুটিয়ে তুলতে সক্ষম হব।’ নাটকটির নাট্যকার অপূর্ব কুমার কুন্ডু বলেন, ‘দৈহিক ভাবে লিওনার্দো দ্য ভিঞ্চির ইতালি ও ফ্রান্সে যে অবস্থান আর শিল্পী হিসাবে তার যে সর্বজনীন এবং সর্বত্র অবস্থান তারই এক ঐতিহাসিক বাস্তবতা ও কল্পনার মিশেলের নাটক লিওনার্দো দ্য ভিঞ্চি।’

বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০২২ , ৪ ভাদ্র ১৪২৯ ১১ সফর ১৪৪৪

আজ মঞ্চে উঠবে ‘লিওনার্দো দ্য ভিঞ্চি’

বিনোদন প্রতিবেদক

image

জয়পুর হাটের ঐতিহ্যবাহী নাট্যদল শান্তিনগর থিয়েটার আগামী ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে উদ্বোধনী মঞ্চায়ন করবে দলের ৩৩ মে প্রযোজনা নাটক ‘লিওনার্দো দ্য ভিঞ্চি’ । বিষয়গত দিক দিয়ে লিওনার্দো দ্য ভিঞ্চির জীবন আশ্রয়ী নাটকের মঞ্চায়ন যেমন বিশ্বমঞ্চ বাস্তবতায় নতুন তেমনি জয়পুর হাট থেকে স্বদলবলে ঢাকায় এসে উদ্বোধনী মঞ্চায়নও প্রচলিত মঞ্চায়নের ধারায় ভিন্নতর। নতুন এবং ভিন্নতর মঞ্চায়নের এই নাটকটির রচনা করেছেন অপূর্ব কুমার কুন্ডু, নির্দেশনা দিয়েছেন এইচ আর অনিক এবং প্রযোজনায় শান্তিনগর থিয়েটার। নাটকে অভিনয়ে আছেন-মিজানুর রহমান, সেকেন্দার আলী, মুস্তাক আহমেদ, মাহাবুব আলম, শারমিন আক্তার নিশা,রূপালী খানম রুমা, রাকিন আহমেদ, সজীব মাহমুদ, জুলফিকার আলীর। ‘লিওনার্দো দ্য ভিঞ্চি’র সমস্ত জীবনকে বিশ্লেষন করে নাটকটিতে নান্দনিক উপস্থাপনার চেষ্টা করা হয়েছে। নির্দেশকঅভিনেতা-অভিনেত্রীদের প্রানোচ্ছ্বাস উপস্থিতি এবং পরিশ্রমের নান্দনিক উপস্থাপনে নাটকটি মঞ্চে আসছে। দিনাবসানে মহড়ার বিরতিতে দলগতভাবে সবাইকে নিয়ে বসে নির্দেশক এইচ আর অনিক বলেন, ‘যতটুকু দেখলেন সবটাই অভিনয়। এর সাথে আরও যুক্ত হবে পাশ্চাত্য সংগীত, রয়েল কস্টিউম এবং বর্নিল আলো। মেকাপেও থাকবে পেইন্টিং এর আদোল। আশা করছি, লিওনার্দো দ্য ভিঞ্চিকে আমরা স্বমহিমায় ফুটিয়ে তুলতে সক্ষম হব।’ নাটকটির নাট্যকার অপূর্ব কুমার কুন্ডু বলেন, ‘দৈহিক ভাবে লিওনার্দো দ্য ভিঞ্চির ইতালি ও ফ্রান্সে যে অবস্থান আর শিল্পী হিসাবে তার যে সর্বজনীন এবং সর্বত্র অবস্থান তারই এক ঐতিহাসিক বাস্তবতা ও কল্পনার মিশেলের নাটক লিওনার্দো দ্য ভিঞ্চি।’