নবাবগঞ্জে ইউএনওকে সচিব পরিচয়ে ফোন যুবক আটক

ঢাকার নবাবগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মোবাইল ফোনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব পরিচয়ের অপরাধে দেওয়ান মাহবুব হোসেন(২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোর রাতে উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের শিবপুর নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দেওয়ান মাহবুব হোসেন শিবপুর এলাকার দেওয়ান আবুল কাশেমের ছেলে।

নবাবগঞ্জ থানা পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. আশফাক রাজীব হাসান বলেন, অনৈতিক তদবিরের বিষয়ে দেওয়ান মাহবুব হোসেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মোবাইল ফোনে নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব পরিচয় দেয়। বিষয়টি সন্দেহ হলে ইউএনও পুলিশকে জানায়। পুলিশ তার মোবাইল নাম্বারটি ট্রাকিং করে। এতে ভুয়া পরিচয় মিললে ওই যুবককে গত বুধবার ভোর রাতে শিবপুর তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। দেওয়ান মাহবুব হোসেনের বিরুদ্ধে প্রতারণা ও সরকারি কর্মকর্তার পরিচয়ের অপরাধে থানায় মামলা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান বলেন, গত ৩০ আগস্ট দেওয়ান মাহবুব হোসেন নামে এক ব্যক্তি আমাকে একটি অনৈতিক তদবিরের ব্যাপারে মোবাইল ফোনে নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব পরিচয় দেয়। বিষয়টি সন্দেহ হলে তার মোবাইল নাম্বারটি পুলিশকে দিলে পুলিশ তাকে খোঁজে বের করলে ভুয়া প্রমাণিত হয়। সে একজন প্রতারক।

আরও খবর
মানুষ মানুষের জন্য কিডনি রোগে আক্রান্ত জাহেদা বাঁচতে চায়
বাস-এস্কেভেটর সংঘর্ষে হত ২
৩০০ মিটার লম্বা ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই ভরসা ৭ গ্রামের মানুষের
জিসিসিআিই ভারপ্রাপ্ত সচিবের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
প্রেমের বিয়ের ৬ মাস না যেতেই বিষপান : স্বামী-স্ত্রীর মুমূর্ষু
পুকুরে ডুবে যুবকের মৃত্যু
শ্যালকের বাড়ি থেকে চেয়ারম্যানের বাড়ির কিশোরী গৃহকর্মী সন্তানসহ উদ্ধার
জেলা পরিষদ নির্বাচন ঘিরে সরব আ’লীগের রাজনীতি
দিন দিন বাড়ছে ছাদ বাগান : সফল আশরাফী
ধোবাউড়ায় বৃক্ষমেলা উদ্বোধন
সাঘাটায় রাতে সার পাচার ডিলারের ৫ হাজার টাকা জরিমানা
সুপেয় পানির পুকুর ইজারা : তদন্তে সত্যতা
দিনাজপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ১, আহত ১

শুক্রবার, ০৯ সেপ্টেম্বর ২০২২ , ২৫ ভাদ্র ১৪২৯ ১২ সফর ১৪৪৪

নবাবগঞ্জে ইউএনওকে সচিব পরিচয়ে ফোন যুবক আটক

প্রতিনিধি, দোহার (ঢাকা)

ঢাকার নবাবগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মোবাইল ফোনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব পরিচয়ের অপরাধে দেওয়ান মাহবুব হোসেন(২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোর রাতে উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের শিবপুর নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দেওয়ান মাহবুব হোসেন শিবপুর এলাকার দেওয়ান আবুল কাশেমের ছেলে।

নবাবগঞ্জ থানা পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. আশফাক রাজীব হাসান বলেন, অনৈতিক তদবিরের বিষয়ে দেওয়ান মাহবুব হোসেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মোবাইল ফোনে নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব পরিচয় দেয়। বিষয়টি সন্দেহ হলে ইউএনও পুলিশকে জানায়। পুলিশ তার মোবাইল নাম্বারটি ট্রাকিং করে। এতে ভুয়া পরিচয় মিললে ওই যুবককে গত বুধবার ভোর রাতে শিবপুর তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। দেওয়ান মাহবুব হোসেনের বিরুদ্ধে প্রতারণা ও সরকারি কর্মকর্তার পরিচয়ের অপরাধে থানায় মামলা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান বলেন, গত ৩০ আগস্ট দেওয়ান মাহবুব হোসেন নামে এক ব্যক্তি আমাকে একটি অনৈতিক তদবিরের ব্যাপারে মোবাইল ফোনে নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব পরিচয় দেয়। বিষয়টি সন্দেহ হলে তার মোবাইল নাম্বারটি পুলিশকে দিলে পুলিশ তাকে খোঁজে বের করলে ভুয়া প্রমাণিত হয়। সে একজন প্রতারক।