জেলা পরিষদ নির্বাচন ঘিরে সরব আ’লীগের রাজনীতি

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সরব রয়েছেন উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা। আগামী ১৭ অক্টোবর এ নির্বাচনে ইতোমধ্যে আওয়ামী লীগের ৫ নেতা দলীয় মনোনয়নপত্র নিয়েছেন। এর আগে ২০১৬ সালের ২৮ ডিসেম্বর প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। মেয়াদোত্তীর্ণ হওয়ায় চলতি বছরের ১৭ এপ্রিল চট্টগ্রাম জেলা পরিষদ বিলুপ্ত ঘোষণা করা হয়। প্রশাসক নিয়োগের আগ পর্যন্ত প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার জন্য পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বা ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়। জানা গেছে, গত ২৩ আগস্ট জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিলে বলা হয়েছে, ১৫ সেপ্টেম্বরের মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে। মনোনয়নপত্র বাছাই হবে ১৮ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপীল দায়েরের সময় ১৯-২১ সেপ্টেম্বর। ২২-২৪ সেপ্টেম্বরের মধ্যে আপীল নিষ্পত্তি করা হবে। ২৫ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২৬ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে। ভোটগ্রহণ হবে ১৭ অক্টোবর। জানা গেছে, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আবার চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান প্রশাসক উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম সোমবার ধানম-ির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন। একই পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি, দক্ষিণ জেলা আ’লীগ নেতা আবু সুফিয়ান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী, মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব, নগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুছ।

আরও খবর
নবাবগঞ্জে ইউএনওকে সচিব পরিচয়ে ফোন যুবক আটক
মানুষ মানুষের জন্য কিডনি রোগে আক্রান্ত জাহেদা বাঁচতে চায়
বাস-এস্কেভেটর সংঘর্ষে হত ২
৩০০ মিটার লম্বা ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই ভরসা ৭ গ্রামের মানুষের
জিসিসিআিই ভারপ্রাপ্ত সচিবের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
প্রেমের বিয়ের ৬ মাস না যেতেই বিষপান : স্বামী-স্ত্রীর মুমূর্ষু
পুকুরে ডুবে যুবকের মৃত্যু
শ্যালকের বাড়ি থেকে চেয়ারম্যানের বাড়ির কিশোরী গৃহকর্মী সন্তানসহ উদ্ধার
দিন দিন বাড়ছে ছাদ বাগান : সফল আশরাফী
ধোবাউড়ায় বৃক্ষমেলা উদ্বোধন
সাঘাটায় রাতে সার পাচার ডিলারের ৫ হাজার টাকা জরিমানা
সুপেয় পানির পুকুর ইজারা : তদন্তে সত্যতা
দিনাজপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ১, আহত ১

শুক্রবার, ০৯ সেপ্টেম্বর ২০২২ , ২৫ ভাদ্র ১৪২৯ ১২ সফর ১৪৪৪

জেলা পরিষদ নির্বাচন ঘিরে সরব আ’লীগের রাজনীতি

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সরব রয়েছেন উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা। আগামী ১৭ অক্টোবর এ নির্বাচনে ইতোমধ্যে আওয়ামী লীগের ৫ নেতা দলীয় মনোনয়নপত্র নিয়েছেন। এর আগে ২০১৬ সালের ২৮ ডিসেম্বর প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। মেয়াদোত্তীর্ণ হওয়ায় চলতি বছরের ১৭ এপ্রিল চট্টগ্রাম জেলা পরিষদ বিলুপ্ত ঘোষণা করা হয়। প্রশাসক নিয়োগের আগ পর্যন্ত প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার জন্য পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বা ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়। জানা গেছে, গত ২৩ আগস্ট জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিলে বলা হয়েছে, ১৫ সেপ্টেম্বরের মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে। মনোনয়নপত্র বাছাই হবে ১৮ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপীল দায়েরের সময় ১৯-২১ সেপ্টেম্বর। ২২-২৪ সেপ্টেম্বরের মধ্যে আপীল নিষ্পত্তি করা হবে। ২৫ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২৬ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে। ভোটগ্রহণ হবে ১৭ অক্টোবর। জানা গেছে, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আবার চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান প্রশাসক উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম সোমবার ধানম-ির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন। একই পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি, দক্ষিণ জেলা আ’লীগ নেতা আবু সুফিয়ান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী, মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব, নগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুছ।