দিনাজপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ১, আহত ১

দিনাজপুরের দাইনুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মিনাজ (১৯) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন এবং একজন নিখোঁজ রয়েছেন।

গতকাল সকালে দাইনুর বিপিওর নায়েক সুবেদার আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত বুধবার রাত ১১টায় ৫ জন শুঁটকি ব্যবাসায়ী দাইনুর বিওপি ৩১৫ নম্বর মেইন পিলারের সীমান্তের কাছে গেলে গুলি চালায় বিএসএফ সদস্যরা। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান একজন।

নিহত মিনাজ সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়নের ভিতরপাড়া এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন সাগর (১৯)। তিনি খানপুর এলাকার সালমানের ছেলে। এই ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ওই এলাকার লতিফুল ইসলামের ছেলে এমদাদুল (২৮)।

যদিও স্থানীয়রা জানিয়েছে, তারা শুঁটকি আনার জন্য ওই সীমান্ত এলাকার কাঁটাতারের বেড়া পার হয়ে ভারতে গিয়েছিল। এই ঘটনায় এমদাদুল নামে একজন নিখোঁজ রয়েছে।

ঘটনা নিশ্চিত করে দিনাজপুর কোতয়ালি থানার ওসি তানভিরুল ইসলাম জানান, রাতে দাইনুর বিওপির ৩১৫নং পিলারের কাছে গেলে বিএসএফ কয়েকজনকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মিনাজ নিহত হয় ও সাগর গুলিবিদ্ধ হয়ে আহত হয়। নিহত মিনাজের মরদেহ ওই সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে তেলিপাড়া নামক এলাকায় ছিল। এ ব্যাপারে বিজিবি-বিএসএফ পর্যায়ে পতাকা বৈঠক শেষে মরদেহ আমাদের কাছে হস্তান্তর করা হবে বলে বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত সাগরকে বিএসএফ তাদের এলাকায় নিয়ে গেছে। পুলিশ জানিয়েছে, মাদক আনাকে কেন্দ্র করে এই গুলি চালিয়েছে বলে বিএসএফ দাবি করেছে।

বিজিবি সেক্টর হেড কোয়ার্টার অধিনায়ক ও ২৯ বিজিবি অধিনায়ক এ ব্যাপারে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেননি।

image

দিনাজপুর : দাইনুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহতের পরিবারের আহাজারি -সংবাদ

আরও খবর
নবাবগঞ্জে ইউএনওকে সচিব পরিচয়ে ফোন যুবক আটক
মানুষ মানুষের জন্য কিডনি রোগে আক্রান্ত জাহেদা বাঁচতে চায়
বাস-এস্কেভেটর সংঘর্ষে হত ২
৩০০ মিটার লম্বা ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই ভরসা ৭ গ্রামের মানুষের
জিসিসিআিই ভারপ্রাপ্ত সচিবের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
প্রেমের বিয়ের ৬ মাস না যেতেই বিষপান : স্বামী-স্ত্রীর মুমূর্ষু
পুকুরে ডুবে যুবকের মৃত্যু
শ্যালকের বাড়ি থেকে চেয়ারম্যানের বাড়ির কিশোরী গৃহকর্মী সন্তানসহ উদ্ধার
জেলা পরিষদ নির্বাচন ঘিরে সরব আ’লীগের রাজনীতি
দিন দিন বাড়ছে ছাদ বাগান : সফল আশরাফী
ধোবাউড়ায় বৃক্ষমেলা উদ্বোধন
সাঘাটায় রাতে সার পাচার ডিলারের ৫ হাজার টাকা জরিমানা
সুপেয় পানির পুকুর ইজারা : তদন্তে সত্যতা

শুক্রবার, ০৯ সেপ্টেম্বর ২০২২ , ২৫ ভাদ্র ১৪২৯ ১২ সফর ১৪৪৪

দিনাজপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ১, আহত ১

চিত্ত ঘোষ, দিনাজপুর

image

দিনাজপুর : দাইনুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহতের পরিবারের আহাজারি -সংবাদ

দিনাজপুরের দাইনুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মিনাজ (১৯) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন এবং একজন নিখোঁজ রয়েছেন।

গতকাল সকালে দাইনুর বিপিওর নায়েক সুবেদার আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত বুধবার রাত ১১টায় ৫ জন শুঁটকি ব্যবাসায়ী দাইনুর বিওপি ৩১৫ নম্বর মেইন পিলারের সীমান্তের কাছে গেলে গুলি চালায় বিএসএফ সদস্যরা। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান একজন।

নিহত মিনাজ সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়নের ভিতরপাড়া এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন সাগর (১৯)। তিনি খানপুর এলাকার সালমানের ছেলে। এই ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ওই এলাকার লতিফুল ইসলামের ছেলে এমদাদুল (২৮)।

যদিও স্থানীয়রা জানিয়েছে, তারা শুঁটকি আনার জন্য ওই সীমান্ত এলাকার কাঁটাতারের বেড়া পার হয়ে ভারতে গিয়েছিল। এই ঘটনায় এমদাদুল নামে একজন নিখোঁজ রয়েছে।

ঘটনা নিশ্চিত করে দিনাজপুর কোতয়ালি থানার ওসি তানভিরুল ইসলাম জানান, রাতে দাইনুর বিওপির ৩১৫নং পিলারের কাছে গেলে বিএসএফ কয়েকজনকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মিনাজ নিহত হয় ও সাগর গুলিবিদ্ধ হয়ে আহত হয়। নিহত মিনাজের মরদেহ ওই সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে তেলিপাড়া নামক এলাকায় ছিল। এ ব্যাপারে বিজিবি-বিএসএফ পর্যায়ে পতাকা বৈঠক শেষে মরদেহ আমাদের কাছে হস্তান্তর করা হবে বলে বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত সাগরকে বিএসএফ তাদের এলাকায় নিয়ে গেছে। পুলিশ জানিয়েছে, মাদক আনাকে কেন্দ্র করে এই গুলি চালিয়েছে বলে বিএসএফ দাবি করেছে।

বিজিবি সেক্টর হেড কোয়ার্টার অধিনায়ক ও ২৯ বিজিবি অধিনায়ক এ ব্যাপারে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেননি।