সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকোরা গ্রামের একটি মাঠে বজ্রপাতে ৮ জন মারা গেছেন। এতে আহত হয়েছেন আরও ৫ জন। গতকাল বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে। উল্লাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃতরা হলেন-উপজেলার শিবপুর গ্রামের মোবারক (৪০), মোন্নাফ হোসেন (১৮), শমসের আলী (৬০), আফসার আলী (৬৩) ও শাহীন আলী (২১) এবং মাটিকোরা গ্রামের আবদুল কুদ্দুস (৬০), শাহ আলাম (৪২) ও রিতু খাতুন (১৪)। আহতদের উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা সবাই কৃষক।
উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল হোসেন বলেন, খবর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহত প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে। নিহতদের মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার, ০৯ সেপ্টেম্বর ২০২২ , ২৫ ভাদ্র ১৪২৯ ১২ সফর ১৪৪৪
জেলা বার্তা পরিবেশক, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকোরা গ্রামের একটি মাঠে বজ্রপাতে ৮ জন মারা গেছেন। এতে আহত হয়েছেন আরও ৫ জন। গতকাল বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে। উল্লাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃতরা হলেন-উপজেলার শিবপুর গ্রামের মোবারক (৪০), মোন্নাফ হোসেন (১৮), শমসের আলী (৬০), আফসার আলী (৬৩) ও শাহীন আলী (২১) এবং মাটিকোরা গ্রামের আবদুল কুদ্দুস (৬০), শাহ আলাম (৪২) ও রিতু খাতুন (১৪)। আহতদের উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা সবাই কৃষক।
উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল হোসেন বলেন, খবর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহত প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে। নিহতদের মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।