মালচিং পদ্ধতিতে তরমুজ চাষে বাজিমাত হাদিউলের

অসময়ে মালচিং পদ্ধতিতে সুগার কিং জাতের তরমুজ চাষে করে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কৃষক হাদিউল ইসলামের বাজিমাত। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসুয়া ইউনিয়নের পুং মসুয়া গ্রামের হাদিউল ইসলাম সফল অধিকারী। মাত্র ৫০ শতাংশ জমিতে তরমুজ চাষ করেছেন তিনি। এই প্রথমবার বৈরী আবহাওয়ার মধ্যেও অফ সিজন তরমুজ চাষ করে সফল হয়েছেন তিনি। মাত্র ৭৫ দিনে উৎপাদন ও দাম ভালো হওয়ায় খুশি কৃষকেরা। তরমুজের বাম্পার ফলন ও লাভজনক হওয়ায় এলাকার অনেকেই তরমুজ চাষে আগ্রহী হয়েছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের পং মসূয়া গ্রামে এবছর প্রথম পরিক্ষামুলক চাষাবাদ শুরু হয়েছে। প্রবাস ফেরত হাদিউল ইসলামের জমিতে কৃষি অফিসের সহায়তায় চাষ শুরু হয়। প্রথমেই আশানুরূপ সাফল্য মিলেছে। সঠিক পরিচর্যা ও রোগবালাই দমনের ফলে ফলন ভালো হয়েছে। ফলে অসময়ে তরমুজ চাষের জনপ্রিয়তা বাড়বে এমটাই আশা কৃষি বিভাগের।

কৃষক হাদিউল ইসলাম বলেন, ৫০ শতাংশ জমিতে উচ্চমূল্যের অফ সিজন তরমুজ চাষ করেছি কৃষি বিভাগের সহযোগিতায়। রোপণকৃত গাছগুলোতে এখন তরমুজ ধরতে শুরু করছে। তরমুজ চাষে ১ লক্ষ টাকা খরচ হয়েছে, এখন পর্যন্ত যা বিক্রি করছি তার পরিমাণ দেড় লাখ টাকা হবে। বাজার ভাল থাকলে সাড়ে ৪ থেকে ৫ লক্ষ টাকা বিক্রি হবে। অল্প সময়ে ভালো ফলন হয়েছে। বর্তমান বাজারে তরমুজের দামও বেশ ভালো পাওয়া যাবে। কেজি ৬০-৭০ টাকা প্রকার ভেদে। প্রতিটি তরমুজ গড়ে ১৬০-১৮০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে তুলতে হয় না। বাগান থেকেই পাইকাররা কিনে নিয়ে যাচ্চে। ফলে বাড়তি খরচও লাগছে না।

স্থানীয় কৃষকরা বলেন,বীজ রোপনের ত্রিশ দিনের মধ্যে ফুল ও ফল আসে। আর দুই মাসের মধ্যে ফল বিক্রির উপযোগী হয়। অসময়ে উৎপাদন হওয়ায় এ তরমুজ বিক্রি করে তিনি ভাল দামও পাওয়া যায়। তাই আগামীতে বৃহত্তর পরিসরে এ তরমুজের আবাদ করব।

মসুয়া ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা শংকর কুমার সরকার জানান,আমি সবসময়ই তদারকি করেছি। ফলন শতভাগ হয়েছে। ঠিকঠাক পরিচর্যার কারণে কৃষক এখন এর সুফল ভোগ করছেন। উপজেলায় প্রথম উচ্চ ফলন শীল ফসল হিসেবে এই তরমুজের চাষে সাফল্য এসেছে। আবহাওয়া ভালো থাকলে কৃষক লাভবান হবে। ফলে এলাকার অনেকেই আগ্রহী হয়ে উঠেছে।

উপজেলার কৃষি কর্মকর্তা মো. মুকছেদুল হক জানান, এসব উন্নত জাতের বীজ দেশের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে কৃষকদের অফ সিজন তরমুজ চাষে উদ্বুদ্ধ করা হয়েছে।

শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২ , ২৬ ভাদ্র ১৪২৯ ১৩ সফর ১৪৪৪

মালচিং পদ্ধতিতে তরমুজ চাষে বাজিমাত হাদিউলের

প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)

image

কটিয়াদী (কিশোরগঞ্জ) : মালচিং পদ্ধতিতে চাষ করা একটি তরমুজ ক্ষেত -সংবাদ

অসময়ে মালচিং পদ্ধতিতে সুগার কিং জাতের তরমুজ চাষে করে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কৃষক হাদিউল ইসলামের বাজিমাত। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসুয়া ইউনিয়নের পুং মসুয়া গ্রামের হাদিউল ইসলাম সফল অধিকারী। মাত্র ৫০ শতাংশ জমিতে তরমুজ চাষ করেছেন তিনি। এই প্রথমবার বৈরী আবহাওয়ার মধ্যেও অফ সিজন তরমুজ চাষ করে সফল হয়েছেন তিনি। মাত্র ৭৫ দিনে উৎপাদন ও দাম ভালো হওয়ায় খুশি কৃষকেরা। তরমুজের বাম্পার ফলন ও লাভজনক হওয়ায় এলাকার অনেকেই তরমুজ চাষে আগ্রহী হয়েছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের পং মসূয়া গ্রামে এবছর প্রথম পরিক্ষামুলক চাষাবাদ শুরু হয়েছে। প্রবাস ফেরত হাদিউল ইসলামের জমিতে কৃষি অফিসের সহায়তায় চাষ শুরু হয়। প্রথমেই আশানুরূপ সাফল্য মিলেছে। সঠিক পরিচর্যা ও রোগবালাই দমনের ফলে ফলন ভালো হয়েছে। ফলে অসময়ে তরমুজ চাষের জনপ্রিয়তা বাড়বে এমটাই আশা কৃষি বিভাগের।

কৃষক হাদিউল ইসলাম বলেন, ৫০ শতাংশ জমিতে উচ্চমূল্যের অফ সিজন তরমুজ চাষ করেছি কৃষি বিভাগের সহযোগিতায়। রোপণকৃত গাছগুলোতে এখন তরমুজ ধরতে শুরু করছে। তরমুজ চাষে ১ লক্ষ টাকা খরচ হয়েছে, এখন পর্যন্ত যা বিক্রি করছি তার পরিমাণ দেড় লাখ টাকা হবে। বাজার ভাল থাকলে সাড়ে ৪ থেকে ৫ লক্ষ টাকা বিক্রি হবে। অল্প সময়ে ভালো ফলন হয়েছে। বর্তমান বাজারে তরমুজের দামও বেশ ভালো পাওয়া যাবে। কেজি ৬০-৭০ টাকা প্রকার ভেদে। প্রতিটি তরমুজ গড়ে ১৬০-১৮০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে তুলতে হয় না। বাগান থেকেই পাইকাররা কিনে নিয়ে যাচ্চে। ফলে বাড়তি খরচও লাগছে না।

স্থানীয় কৃষকরা বলেন,বীজ রোপনের ত্রিশ দিনের মধ্যে ফুল ও ফল আসে। আর দুই মাসের মধ্যে ফল বিক্রির উপযোগী হয়। অসময়ে উৎপাদন হওয়ায় এ তরমুজ বিক্রি করে তিনি ভাল দামও পাওয়া যায়। তাই আগামীতে বৃহত্তর পরিসরে এ তরমুজের আবাদ করব।

মসুয়া ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা শংকর কুমার সরকার জানান,আমি সবসময়ই তদারকি করেছি। ফলন শতভাগ হয়েছে। ঠিকঠাক পরিচর্যার কারণে কৃষক এখন এর সুফল ভোগ করছেন। উপজেলায় প্রথম উচ্চ ফলন শীল ফসল হিসেবে এই তরমুজের চাষে সাফল্য এসেছে। আবহাওয়া ভালো থাকলে কৃষক লাভবান হবে। ফলে এলাকার অনেকেই আগ্রহী হয়ে উঠেছে।

উপজেলার কৃষি কর্মকর্তা মো. মুকছেদুল হক জানান, এসব উন্নত জাতের বীজ দেশের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে কৃষকদের অফ সিজন তরমুজ চাষে উদ্বুদ্ধ করা হয়েছে।