ভিট তারকা অভিনেত্রী হাসিন দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে আছেন। নিজের সংসার, নিজের ফার্ম (পার স্কয়ার ফিট) নিয়ে তিনি ব্যস্ত। হাসিনের স্বামী মারুফ। তাদের প্রথম সন্তান উযায়েরের পর হাসিন আবারো মা হতে যাচ্ছেন। গতকালই হাসিন এমন খবরটা জানান দিলেন।
হাসিন বলেন, ‘মাতৃত্বের স্বাদ পাওয়া ভাগ্যের ব্যাপার। আর আমার মনে হয় যে একবার মাতৃত্বের স্বাদ পায় সে বারবার জীবনে মাতৃত্বের স্বাদ পেতে চায়। আমাদের কাছে মনে হয়েছে উযায়েরের একটা বন্ধু দরকার। প্রথম বাচ্চা হওয়ার সময় অনেক ভয় কাজ করেছিলো। কিন্তু এখন এই প্রেগনেন্সি টা আমি এত বেশি উপভোগ করেছি যে আমার কাছে মনে হচ্ছে জীবনের সেরা সময়টা পার করছি আমি। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। ’ হাসিনের একটি ইন্টেরিয়র ফার্ম আছে, নাম-পার স্কোয়ার ফিট। এর বয়স সাত বছর। এই ফার্ম এবং সংসার-দুই নিয়েই ব্যস্ততা তার। ২০১১ সালে তাহের শিপনের পরিচালনায় নোবেলের বিপরীতে ‘আমাদের ছোট নদী’ নাটকে তিনি প্রথম অভিনয় করেন। এর পরপরই তিনি সকাল আহমেদ’র পরিচালনায় ‘নরম রোদের ওম’ নাটকে অভিনয় করেন মাহফুজ আহমেদ’র বিপরীতে। তার প্রথম সন্তান উযায়েরের জন্ম ২০১৭ সালের ৩ ডিসেম্বর। আরটিভি স্টার অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হাসিন রওশন আর কিছুদিনের মধ্যেই দ্বিতীয়াবারের মতো মা হতে যাচ্ছেন।
শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২ , ২৬ ভাদ্র ১৪২৯ ১৩ সফর ১৪৪৪
বিনোদন প্রতিবেদক
ভিট তারকা অভিনেত্রী হাসিন দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে আছেন। নিজের সংসার, নিজের ফার্ম (পার স্কয়ার ফিট) নিয়ে তিনি ব্যস্ত। হাসিনের স্বামী মারুফ। তাদের প্রথম সন্তান উযায়েরের পর হাসিন আবারো মা হতে যাচ্ছেন। গতকালই হাসিন এমন খবরটা জানান দিলেন।
হাসিন বলেন, ‘মাতৃত্বের স্বাদ পাওয়া ভাগ্যের ব্যাপার। আর আমার মনে হয় যে একবার মাতৃত্বের স্বাদ পায় সে বারবার জীবনে মাতৃত্বের স্বাদ পেতে চায়। আমাদের কাছে মনে হয়েছে উযায়েরের একটা বন্ধু দরকার। প্রথম বাচ্চা হওয়ার সময় অনেক ভয় কাজ করেছিলো। কিন্তু এখন এই প্রেগনেন্সি টা আমি এত বেশি উপভোগ করেছি যে আমার কাছে মনে হচ্ছে জীবনের সেরা সময়টা পার করছি আমি। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। ’ হাসিনের একটি ইন্টেরিয়র ফার্ম আছে, নাম-পার স্কোয়ার ফিট। এর বয়স সাত বছর। এই ফার্ম এবং সংসার-দুই নিয়েই ব্যস্ততা তার। ২০১১ সালে তাহের শিপনের পরিচালনায় নোবেলের বিপরীতে ‘আমাদের ছোট নদী’ নাটকে তিনি প্রথম অভিনয় করেন। এর পরপরই তিনি সকাল আহমেদ’র পরিচালনায় ‘নরম রোদের ওম’ নাটকে অভিনয় করেন মাহফুজ আহমেদ’র বিপরীতে। তার প্রথম সন্তান উযায়েরের জন্ম ২০১৭ সালের ৩ ডিসেম্বর। আরটিভি স্টার অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হাসিন রওশন আর কিছুদিনের মধ্যেই দ্বিতীয়াবারের মতো মা হতে যাচ্ছেন।