সেলস একাডেমি চালু করল রবি

বিপণনের সঙ্গে সম্পৃক্ত কর্মীদের জন্য সেলস একাডেমি চালু করলো ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবি। রবির বিপণন কর্মীদের কর্মদক্ষতা এবং নেতৃত্বের ক্ষমতা বিকাশের লক্ষ্যে একাডেমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি গুলশানে অবস্থিত রবি রিক্রিয়েশন ক্লাবে সেলস একাডেমি উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রবির ভারপ্রাপ্ত সিইও অ্যান্ড চিফ ফিন্যান্সিয়াল অফিসার এম. রিয়াজ রশীদ, চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ এবং চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মো. ফয়সাল ইমতিয়াজ খান।

মালয়েশিয়া থেকে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন আজিয়াটা গ্রুপের চিফ পিপল অফিসার নরলিদা আজমী। সারা দেশের রবির আঞ্চলিক সেলস টিমও ডিজিটাল উপায়ে অনুষ্ঠানে যোগ দেন। রবির বিপণন কর্মীদের শিক্ষা ও উন্নয়নের পাশাপাশি কর্মজীবনের পরিকল্পনায় সহায়তা প্রদানে একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে রবি সেলস একাডেমি। সংবাদ বিজ্ঞপ্তি।

শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২ , ২৬ ভাদ্র ১৪২৯ ১৩ সফর ১৪৪৪

সেলস একাডেমি চালু করল রবি

image

বিপণনের সঙ্গে সম্পৃক্ত কর্মীদের জন্য সেলস একাডেমি চালু করলো ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবি। রবির বিপণন কর্মীদের কর্মদক্ষতা এবং নেতৃত্বের ক্ষমতা বিকাশের লক্ষ্যে একাডেমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি গুলশানে অবস্থিত রবি রিক্রিয়েশন ক্লাবে সেলস একাডেমি উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রবির ভারপ্রাপ্ত সিইও অ্যান্ড চিফ ফিন্যান্সিয়াল অফিসার এম. রিয়াজ রশীদ, চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ এবং চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মো. ফয়সাল ইমতিয়াজ খান।

মালয়েশিয়া থেকে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন আজিয়াটা গ্রুপের চিফ পিপল অফিসার নরলিদা আজমী। সারা দেশের রবির আঞ্চলিক সেলস টিমও ডিজিটাল উপায়ে অনুষ্ঠানে যোগ দেন। রবির বিপণন কর্মীদের শিক্ষা ও উন্নয়নের পাশাপাশি কর্মজীবনের পরিকল্পনায় সহায়তা প্রদানে একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে রবি সেলস একাডেমি। সংবাদ বিজ্ঞপ্তি।