ক্রিকেট ভাইবস চ্যানেলের মাধ্যমে রাকুতেন ভাইবার অ্যাপটি বাংলাদেশের জনপ্রিয় খেলা ক্রিকেটের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করেছে। ‘ক্রিকেট টকস’ এর বেশ কিছু এপিসোড (পর্ব) সহ অংশগ্রহণমূলক ফ্যান কুইজ এবং ক্রিকেট সুপারবট চালুরও পরিকল্পনা রয়েছে ভাইবারের। নতুন সুপারবটটি হবে অটোমেটেড ফিচারসমৃদ্ধ, যা খুব শিগগিরই চ্যানেলটিতে যুক্ত হবে; যেখানে ক্রিকেটপ্রেমীরা ম্যাচের সময়সূচি, লাইভ আপডেট এবং ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী সহ অনেক কিছু জানতে পারবেন। ক্রিকেটপ্রেমীদের জন্য ক্রিকেট সুপারবটে মাসব্যাপী একটি প্রতিযোগিতার আয়োজন করা হবে। এ প্রতিযোগিতায় ফ্যানরা সঠিকভাবে ক্রিকেট ট্রিভিয়া’র প্রশ্নগুলোর উত্তর প্রদানের মাধ্যমে পয়েন্ট অর্জন ও জমাতে পারবেন। এ বিষয়ে রাকুতেন ভাইবারের এশিয়া-প্যাসেফিক অঞ্চলের সিনিয়র ডিরেক্টর ডেভিড সে বলেন, ‘ক্রিকেট নিয়ে আমাদের আগের ক্যাম্পেইনগুলো সফল হয়েছে; এ বিষয়টিই যৌথ সহযোগিতার মাধ্যমে ফ্যানদের জন্য আকর্ষণীয় ও নানান ফিচারসমৃদ্ধ ক্যাম্পেইন চালু করতে আমাদের অনুপ্রাণিত করেছে। বাংলাদেশের ফ্যানরা কীভাবে প্রতিক্রিয়া দেখায় বা কীভাবে তাদের পছন্দের দল ও খেলোয়াড়দের সমর্থন করে এটা খেলার প্রতি শুধু তাদের নিবেদনেরই বহিঃপ্রকাশ নয়, পাশাপাশি এটা প্রমাণ করে বাংলাদেশি ফ্যানরা কতোটা উদ্যমী। এ বিষয়টি আমাদের উদ্ভাবনে অনুপ্রাণিত করার পাশাপাশি স্টিকার প্যাক, লেন্স, স্পেশাল চ্যানেল সেগমেন্ট ও নানাবিষয় নিয়ে আসতে উদ্বুদ্ধ করে।’ সংবাদ বিজ্ঞপ্তি।
শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২ , ২৬ ভাদ্র ১৪২৯ ১৩ সফর ১৪৪৪
ক্রিকেট ভাইবস চ্যানেলের মাধ্যমে রাকুতেন ভাইবার অ্যাপটি বাংলাদেশের জনপ্রিয় খেলা ক্রিকেটের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করেছে। ‘ক্রিকেট টকস’ এর বেশ কিছু এপিসোড (পর্ব) সহ অংশগ্রহণমূলক ফ্যান কুইজ এবং ক্রিকেট সুপারবট চালুরও পরিকল্পনা রয়েছে ভাইবারের। নতুন সুপারবটটি হবে অটোমেটেড ফিচারসমৃদ্ধ, যা খুব শিগগিরই চ্যানেলটিতে যুক্ত হবে; যেখানে ক্রিকেটপ্রেমীরা ম্যাচের সময়সূচি, লাইভ আপডেট এবং ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী সহ অনেক কিছু জানতে পারবেন। ক্রিকেটপ্রেমীদের জন্য ক্রিকেট সুপারবটে মাসব্যাপী একটি প্রতিযোগিতার আয়োজন করা হবে। এ প্রতিযোগিতায় ফ্যানরা সঠিকভাবে ক্রিকেট ট্রিভিয়া’র প্রশ্নগুলোর উত্তর প্রদানের মাধ্যমে পয়েন্ট অর্জন ও জমাতে পারবেন। এ বিষয়ে রাকুতেন ভাইবারের এশিয়া-প্যাসেফিক অঞ্চলের সিনিয়র ডিরেক্টর ডেভিড সে বলেন, ‘ক্রিকেট নিয়ে আমাদের আগের ক্যাম্পেইনগুলো সফল হয়েছে; এ বিষয়টিই যৌথ সহযোগিতার মাধ্যমে ফ্যানদের জন্য আকর্ষণীয় ও নানান ফিচারসমৃদ্ধ ক্যাম্পেইন চালু করতে আমাদের অনুপ্রাণিত করেছে। বাংলাদেশের ফ্যানরা কীভাবে প্রতিক্রিয়া দেখায় বা কীভাবে তাদের পছন্দের দল ও খেলোয়াড়দের সমর্থন করে এটা খেলার প্রতি শুধু তাদের নিবেদনেরই বহিঃপ্রকাশ নয়, পাশাপাশি এটা প্রমাণ করে বাংলাদেশি ফ্যানরা কতোটা উদ্যমী। এ বিষয়টি আমাদের উদ্ভাবনে অনুপ্রাণিত করার পাশাপাশি স্টিকার প্যাক, লেন্স, স্পেশাল চ্যানেল সেগমেন্ট ও নানাবিষয় নিয়ে আসতে উদ্বুদ্ধ করে।’ সংবাদ বিজ্ঞপ্তি।