নেত্রকোনায় সিপিবির সমাবেশে ছাত্রলীগের হামলায় আহত ৩০

নেত্রকোনার কলমাকান্দায় সিপিবি আয়োজিত সমাবেশে ছাত্রলীগের হামলায় সিপিবি কেন্দ্রীয় সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, ডাক্তার দিবালোক সিংহসহ আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। গতকাল বিকেলে কলমাকান্দায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও বন্যায় ক্ষতিগ্রস্তদের পূনর্বাসনের দাবিতে সিপিবি আয়োজিত উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে জনসমাবেশে এ হামলার ঘটনা ঘটে। সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ বলেন, আমরা শান্তিপূর্ণ সমাবেশ করছিলাম।

হঠাৎ আওয়ামী ছাত্রলীগের নেতাকর্মী ও পুলিশের হামলায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। দুজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কলমাকান্দা থানার ওসি আবদুল আহাদ খান জানান, এ বিষয়ে তিনি কিছুই জানেন না।

শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২ , ২৬ ভাদ্র ১৪২৯ ১৩ সফর ১৪৪৪

নেত্রকোনায় সিপিবির সমাবেশে ছাত্রলীগের হামলায় আহত ৩০

প্রতিনিধি, নেত্রকোনা

নেত্রকোনার কলমাকান্দায় সিপিবি আয়োজিত সমাবেশে ছাত্রলীগের হামলায় সিপিবি কেন্দ্রীয় সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, ডাক্তার দিবালোক সিংহসহ আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। গতকাল বিকেলে কলমাকান্দায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও বন্যায় ক্ষতিগ্রস্তদের পূনর্বাসনের দাবিতে সিপিবি আয়োজিত উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে জনসমাবেশে এ হামলার ঘটনা ঘটে। সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ বলেন, আমরা শান্তিপূর্ণ সমাবেশ করছিলাম।

হঠাৎ আওয়ামী ছাত্রলীগের নেতাকর্মী ও পুলিশের হামলায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। দুজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কলমাকান্দা থানার ওসি আবদুল আহাদ খান জানান, এ বিষয়ে তিনি কিছুই জানেন না।