মানবিক সম্পর্কের গল্পে জয়া ও মহসিনাা

মহসিনা আক্তার মঞ্চে গুণী শিল্পী। তিনি এবার জয়া আহসানের সঙ্গে একটি চলচ্চিতে অভিনয় করছেন। পিপলু আর খানের প্রথম পূর্ণদৈর্ঘ্য ‘জয়া আর শারমিন’-এ তাদের দুজনকে একসঙ্গে দেখা যাবে। ছবিতে জয়া আহসান অভিনয় করেছেন ‘জয়া’ এবং মহসিনা আক্তার করেছেন ‘শারমিন’ চরিত্র। পরিচালকের ভাষ্যে, ছবিটি হতে যাচ্ছে দুইজন মানুষের মধ্যকার মানবিক সম্পর্কের গল্প। ‘কোভিডের শুরুতে আমাদের মাথায় গল্পটি আসে। তখন আমি আমার সহ-লেখকের সঙ্গে এটি শেয়ার করি। প্রথমে আমরা চেয়েছিলাম একটি স্বল্পদৈর্ঘ্য নির্মাণ করতে। কিন্তু জয়া আহসানের সঙ্গে যখন গল্প শেয়ার করলাম, তখন তার পরামর্শে গল্পের অনেক ডালপালা বের হলো’Ñবলেন পিপলু আর খান।

ছবির নামের এক অংশে জয়া শব্দটি আছে, এতে অভিনয় করেছেন জয়া আহসানÑ বিষয়টি কাকতালীয় নাকি তাকে ভেবেই গল্পটি লেখা? পিপলু বলেন, ‘এটা কাকতালীয় না। আমরা জয়া ও মহসিনাকে ভেবেই ছবিটির গল্প লিখেছি। আমাদের ছবির গল্প কিন্তু দুজন নারীকে নিয়ে। ছবিতে মোট অভিনয়শিল্পী তিনজন। সবমিলিয়ে গল্প লেখার সময় থেকেই আমাদের মনে হয়েছে তারা ছাড়া চরিত্রগুলো এত সুন্দর করে কেউ করতে পারবে না।’ ৮ সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে ছবির প্রথম পোস্টার। ছবিটির প্রযোজক হিসেবে আছেন পিপলু আর খান, জয়া আহসান ও আবু শাহেদ ইমন। এর কাহিনী লিখেছেন পিপলু আর খান ও নুসরাত ইসলাম মাটি। পরিচালক জানালেন, আগামী বছরের জানুয়ারিতে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে তাদের।

রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২ , ২৭ ভাদ্র ১৪২৯ ১৪ সফর ১৪৪৪

মানবিক সম্পর্কের গল্পে জয়া ও মহসিনাা

বিনোদন প্রতিবেদক

image

মহসিনা আক্তার মঞ্চে গুণী শিল্পী। তিনি এবার জয়া আহসানের সঙ্গে একটি চলচ্চিতে অভিনয় করছেন। পিপলু আর খানের প্রথম পূর্ণদৈর্ঘ্য ‘জয়া আর শারমিন’-এ তাদের দুজনকে একসঙ্গে দেখা যাবে। ছবিতে জয়া আহসান অভিনয় করেছেন ‘জয়া’ এবং মহসিনা আক্তার করেছেন ‘শারমিন’ চরিত্র। পরিচালকের ভাষ্যে, ছবিটি হতে যাচ্ছে দুইজন মানুষের মধ্যকার মানবিক সম্পর্কের গল্প। ‘কোভিডের শুরুতে আমাদের মাথায় গল্পটি আসে। তখন আমি আমার সহ-লেখকের সঙ্গে এটি শেয়ার করি। প্রথমে আমরা চেয়েছিলাম একটি স্বল্পদৈর্ঘ্য নির্মাণ করতে। কিন্তু জয়া আহসানের সঙ্গে যখন গল্প শেয়ার করলাম, তখন তার পরামর্শে গল্পের অনেক ডালপালা বের হলো’Ñবলেন পিপলু আর খান।

ছবির নামের এক অংশে জয়া শব্দটি আছে, এতে অভিনয় করেছেন জয়া আহসানÑ বিষয়টি কাকতালীয় নাকি তাকে ভেবেই গল্পটি লেখা? পিপলু বলেন, ‘এটা কাকতালীয় না। আমরা জয়া ও মহসিনাকে ভেবেই ছবিটির গল্প লিখেছি। আমাদের ছবির গল্প কিন্তু দুজন নারীকে নিয়ে। ছবিতে মোট অভিনয়শিল্পী তিনজন। সবমিলিয়ে গল্প লেখার সময় থেকেই আমাদের মনে হয়েছে তারা ছাড়া চরিত্রগুলো এত সুন্দর করে কেউ করতে পারবে না।’ ৮ সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে ছবির প্রথম পোস্টার। ছবিটির প্রযোজক হিসেবে আছেন পিপলু আর খান, জয়া আহসান ও আবু শাহেদ ইমন। এর কাহিনী লিখেছেন পিপলু আর খান ও নুসরাত ইসলাম মাটি। পরিচালক জানালেন, আগামী বছরের জানুয়ারিতে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে তাদের।