তিনদিন পর শেয়ারবাজারে পতন, সূচকের সঙ্গে লেনদেনও কমেছে

আগের কার্যদিবসে উত্থান হলেও গতকাল সপ্তাহের প্রথম কার্যদিবসে পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক কমেছে। সূচকের সঙ্গে টাকার পরিমাণে লেনদেন এবং অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দরও কমেছে। এর ফলে গত সপ্তাহের মঙ্গল, ?বুধ ও বৃহস্পতিবার টানা তিন দিন উত্থানের পর নতুন সপ্তাহের প্রথম কার্যদিবস পুঁজিবাজারে দরপতন হলো।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২১.৭১ পয়েন্ট বা ০.৩৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৩৮.২৯ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৯.১০ পয়েন্ট বা ০.৬৩ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২.৮৭ পয়েন্ট বা ০.১২ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৩২.১৪ পয়েন্টে এবং দুই হাজার ৩৭৩.৩০ পয়েন্টে।

ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন এক হাজার ৬৯১ কোটি ৫৬ লাখ টাকার। যা আগের দিন থেকে ১৮৬ কোটি ২০ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল এক হাজার ৮৭৭ কোটি ৭৬ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৫টির বা ১২.০৬ শতাংশের, শেয়ার দর কমেছে ২১৯টির বা ৫৮.৭২ শতাংশের এবং ১০৯টির বা ২৯.২২ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৭.২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ২৪৯.০৮ পয়েন্টে। সিএসইতে গতকাল ২৭৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪৯টির দর বেড়েছে, কমেছে ১৬০টির আর ৬৫টির দর অপরিবর্তিত রয়েছে। গতকাল সিএসইতে ৪১ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে ৩৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৭৯ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ১ কোটি ৮ লাখ ৬ হাজার ৩৬৭টি শেয়ার ১০০ বার হাত বদলের মাধ্যমে ৭৯ কোটি ১৬ লাখ ৬০ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২৪ কোটি ২২ লাখ ১৮ হাজার টাকার লেনদেন হয়েছে আইপিডিসির। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ কোটি ১৭ লাখ ২১ হাজার টাকার ফরচুন সুজের এবং তৃতীয় সর্বোচ্চ ১১ কোটি ৭৩ লাখ ৯২ হাজার টাকার লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনের।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪৫টির বা ১২.০৬ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে রতনপুর স্টিল রি-রোলিং মিলসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের কার্যদিবসে আরএসআরএম স্টিলের শেয়ারের ক্লোজিং দর ছিল ২১ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৩.১০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ২.১০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে আরএসআরএম স্টিল ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে শাইনপুকুর সিরামিকের ৯.৮২ শতাংশ, ইয়াকিন পলিমারের ৭.৬২ শতাংশ, কোহিনুর কেমিক্যালের ৭.৪৮ শতাংশ, সী পার্লের ৭.৪৩ শতাংশ, বেক্সিমকোর ৫.৫২ শতাংশ, আইডিএলসির ৫ শতাংশ, এসিআই ফর্মূলেশনের ৪.৮৯ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৪.৭৩ শতাংশ এবং ইন্ট্রাকোর শেয়ার দর ৪.৪৫ শতাংশ বেড়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২১৯টির বা ৫৮.৭২ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে বিকন ফার্মার শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবসে বিকন ফার্মার শেয়ারের ক্লোজিং দর ছিল ৩২৭.৯০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩০১.৯০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ২৬ টাকা বা ৭.৯২ শতাংশ কমেছে। এর মাধ্যমে বিকন ফার্মা ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সানলাইফ ইন্স্যুরেন্সের ৭.৪৩ শতাংশ, প্রাইম ফাইনান্সের ৬.৯৭ শতাংশ, ফাস ফাইনান্সের ৬.৬৬ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৬.৬১ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৫.২১ শতাংশ, ইন্দো-বাংলা ফার্মার ৪.৯১ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৪.৮৬ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৪.৬২ শতাংশ, সিলভা ফার্মার শেয়ার দর ৪.৬০ শতাংশ কমেছে।

সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২ , ২৮ ভাদ্র ১৪২৯ ১৫ সফর ১৪৪৪

তিনদিন পর শেয়ারবাজারে পতন, সূচকের সঙ্গে লেনদেনও কমেছে

অর্থনৈতিক বার্তা পরিবেশক

আগের কার্যদিবসে উত্থান হলেও গতকাল সপ্তাহের প্রথম কার্যদিবসে পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক কমেছে। সূচকের সঙ্গে টাকার পরিমাণে লেনদেন এবং অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দরও কমেছে। এর ফলে গত সপ্তাহের মঙ্গল, ?বুধ ও বৃহস্পতিবার টানা তিন দিন উত্থানের পর নতুন সপ্তাহের প্রথম কার্যদিবস পুঁজিবাজারে দরপতন হলো।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২১.৭১ পয়েন্ট বা ০.৩৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৩৮.২৯ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৯.১০ পয়েন্ট বা ০.৬৩ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২.৮৭ পয়েন্ট বা ০.১২ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৩২.১৪ পয়েন্টে এবং দুই হাজার ৩৭৩.৩০ পয়েন্টে।

ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন এক হাজার ৬৯১ কোটি ৫৬ লাখ টাকার। যা আগের দিন থেকে ১৮৬ কোটি ২০ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল এক হাজার ৮৭৭ কোটি ৭৬ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৫টির বা ১২.০৬ শতাংশের, শেয়ার দর কমেছে ২১৯টির বা ৫৮.৭২ শতাংশের এবং ১০৯টির বা ২৯.২২ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৭.২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ২৪৯.০৮ পয়েন্টে। সিএসইতে গতকাল ২৭৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪৯টির দর বেড়েছে, কমেছে ১৬০টির আর ৬৫টির দর অপরিবর্তিত রয়েছে। গতকাল সিএসইতে ৪১ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে ৩৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৭৯ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ১ কোটি ৮ লাখ ৬ হাজার ৩৬৭টি শেয়ার ১০০ বার হাত বদলের মাধ্যমে ৭৯ কোটি ১৬ লাখ ৬০ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২৪ কোটি ২২ লাখ ১৮ হাজার টাকার লেনদেন হয়েছে আইপিডিসির। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ কোটি ১৭ লাখ ২১ হাজার টাকার ফরচুন সুজের এবং তৃতীয় সর্বোচ্চ ১১ কোটি ৭৩ লাখ ৯২ হাজার টাকার লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনের।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪৫টির বা ১২.০৬ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে রতনপুর স্টিল রি-রোলিং মিলসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের কার্যদিবসে আরএসআরএম স্টিলের শেয়ারের ক্লোজিং দর ছিল ২১ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৩.১০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ২.১০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে আরএসআরএম স্টিল ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে শাইনপুকুর সিরামিকের ৯.৮২ শতাংশ, ইয়াকিন পলিমারের ৭.৬২ শতাংশ, কোহিনুর কেমিক্যালের ৭.৪৮ শতাংশ, সী পার্লের ৭.৪৩ শতাংশ, বেক্সিমকোর ৫.৫২ শতাংশ, আইডিএলসির ৫ শতাংশ, এসিআই ফর্মূলেশনের ৪.৮৯ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৪.৭৩ শতাংশ এবং ইন্ট্রাকোর শেয়ার দর ৪.৪৫ শতাংশ বেড়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২১৯টির বা ৫৮.৭২ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে বিকন ফার্মার শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবসে বিকন ফার্মার শেয়ারের ক্লোজিং দর ছিল ৩২৭.৯০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩০১.৯০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ২৬ টাকা বা ৭.৯২ শতাংশ কমেছে। এর মাধ্যমে বিকন ফার্মা ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সানলাইফ ইন্স্যুরেন্সের ৭.৪৩ শতাংশ, প্রাইম ফাইনান্সের ৬.৯৭ শতাংশ, ফাস ফাইনান্সের ৬.৬৬ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৬.৬১ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৫.২১ শতাংশ, ইন্দো-বাংলা ফার্মার ৪.৯১ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৪.৮৬ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৪.৬২ শতাংশ, সিলভা ফার্মার শেয়ার দর ৪.৬০ শতাংশ কমেছে।