রাজীবপুরে সার জব্দ: ২০ হাজার টাকা জরিমানা 

রাজীবপুরে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে পরিবহনের সময় ২১ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে রাজীবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

গত বুধবার দুপুরের দিকে উপজেলা সদরের সীমান্তবর্তী ধুবালিয়া পাড়া গ্রামের জামালপুর জেলার দেওয়ানগঞ্জ সিমান্ত থেকে এসব সার জব্দ করা হয়।

খবর পেয়ে রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত চক্রবর্ত্তী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে শাহ আলম,ফরিদা বেগম ও সজিব মিয়া নামের ৩ জনকে ২০ হাজার টাকা জরিমানা করে। এবং ২১ বস্তা জব্দকৃত সার কৃষি বিভাগের কাছে তুলে দেয়।

জরিমানার শিকার শাহ আলম, ফরিদা বেগম ও সজিব মিয়া বলেন, রাজীবপুর উপজেলা শহরের বিসিআইসি অনুমোদিত রাসায়নিক সার বিতরণ ডিলার মের্সাস মিলন এন্টারপ্রাইজ থেকে তারা ওই সার কিনেছিলো। এগুলো কৃষকদের কাছে বিক্রি করার জন্যই তারা নিয়ে এসেছিলো।

 ৩ ব্যবসায়ীর কাছে ২১ বস্তা রাসায়নিক সার বিক্রি করার বিষয়ে জানতে চাইলে ‘মেসার্স মিলন এন্টাপ্রাইজ’ এর মালিক সিরাজুদ্দৌলা বলেন, আমি তাদের কাছে সার বিক্রি করিনি। তারা কোথা থেকে ওই সার কিনেছে আমি জানি না।

রাজীবপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম জানান,খুচরা পর্যায়ে নিবন্ধিত ব্যক্তি ছাড়া কেউ সার বিক্রি করতে পারবে না।এলাকাবাসীর কাছে খবর পেয়ে ঘটনাস্থলে থেকে ২১ বস্তা সার জব্দ করা হয়েছে। এবং ৩ জনকে জরিমানাও করা হয়েছে। সার নিয়ে কেউ কারসাজি করলে কঠোর ভাবে তা দমন করা হবে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২ , ২৮ ভাদ্র ১৪২৯ ১৫ সফর ১৪৪৪

রাজীবপুরে সার জব্দ: ২০ হাজার টাকা জরিমানা 

প্রতিনিধি , রাজীবপুর (কুড়িগ্রাম)

রাজীবপুরে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে পরিবহনের সময় ২১ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে রাজীবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

গত বুধবার দুপুরের দিকে উপজেলা সদরের সীমান্তবর্তী ধুবালিয়া পাড়া গ্রামের জামালপুর জেলার দেওয়ানগঞ্জ সিমান্ত থেকে এসব সার জব্দ করা হয়।

খবর পেয়ে রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত চক্রবর্ত্তী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে শাহ আলম,ফরিদা বেগম ও সজিব মিয়া নামের ৩ জনকে ২০ হাজার টাকা জরিমানা করে। এবং ২১ বস্তা জব্দকৃত সার কৃষি বিভাগের কাছে তুলে দেয়।

জরিমানার শিকার শাহ আলম, ফরিদা বেগম ও সজিব মিয়া বলেন, রাজীবপুর উপজেলা শহরের বিসিআইসি অনুমোদিত রাসায়নিক সার বিতরণ ডিলার মের্সাস মিলন এন্টারপ্রাইজ থেকে তারা ওই সার কিনেছিলো। এগুলো কৃষকদের কাছে বিক্রি করার জন্যই তারা নিয়ে এসেছিলো।

 ৩ ব্যবসায়ীর কাছে ২১ বস্তা রাসায়নিক সার বিক্রি করার বিষয়ে জানতে চাইলে ‘মেসার্স মিলন এন্টাপ্রাইজ’ এর মালিক সিরাজুদ্দৌলা বলেন, আমি তাদের কাছে সার বিক্রি করিনি। তারা কোথা থেকে ওই সার কিনেছে আমি জানি না।

রাজীবপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম জানান,খুচরা পর্যায়ে নিবন্ধিত ব্যক্তি ছাড়া কেউ সার বিক্রি করতে পারবে না।এলাকাবাসীর কাছে খবর পেয়ে ঘটনাস্থলে থেকে ২১ বস্তা সার জব্দ করা হয়েছে। এবং ৩ জনকে জরিমানাও করা হয়েছে। সার নিয়ে কেউ কারসাজি করলে কঠোর ভাবে তা দমন করা হবে বলেও জানিয়েছেন তিনি।