সিদ্ধিরগঞ্জে স্বামী-স্ত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার

সিদ্ধিরগঞ্জে এক দম্পতির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার বিকেল সাড়ে ৫টায় সিদ্ধিরগঞ্জ থানার পাইনাদী সিআইখোলা এলাকার শাহাদাত হোসেনের ৫তলা বাড়ির একটি ফ্ল্যাট থেকে স্বামী রবিউল ইসলাম (২৮) ও স্ত্রী আয়েশা সিদ্দিকার (৩৮) লাশ দুইটি উদ্ধার করা হয়। তারা স্বামী-স্ত্রী একসঙ্গে কীটনাশক পান করে আত্মহত্যা করে থাকতে পারে বলে পুলিশ ধারনা করছে।

জানা যায়, সিদ্ধিরগঞ্জের পাইনাদী সিআইখোলা এলাকার শাহাদাত হোসেনের পাঁচতলা বাড়ির পঞ্চম তলার একটি ফ্ল্যাট বাসা থেকে গন্ধ বের হলে বিষয়টি পুলিশকে জানায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে। বাড়ির মালিক শাহাদাত হোসেন জানান, গত মাসের ১ তারিখে পাঁচতলা ভবনের পঞ্চম তলার একটি কক্ষ ভাড়া নেন রবিউল ইসলাম। সে রাজমিস্ত্রির কাজ করতেন। পাশের ভাড়াটিয়া আবুল হোসেন বলেন, ‘দুই দিন আগে রবিউল ইসলামকে বাসায় ঢুকতে দেখেছি, পরে আর তাদের দেখিনি।’ পরে লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। নিহত রবিউলের বাড়ি নীলফামারী জেলায়। তার পিতার নাম আবু তালেব। আয়েশা সিদ্দিকা ওরফে লাকি দাসের বাড়ি বান্দরবান জেলায়। তার পিতার নাম অনিল দাশ। স্ত্রী লাকী দাস গত ১৪ জুন নোটারি পাবলিকের মাধ্যমে হিন্দু থেকে মুসলিম হয়ে তার নাম রাখেন আয়েশা সিদ্দিকা। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল গিয়ে ঘরের দরজা ভেঙে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে। লাশ দুটি মেঝেতে পড়েছিল। তবে ভিতর থেকে ঘরের দরজা বন্ধ থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি আত্মহত্যা। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২ , ২৮ ভাদ্র ১৪২৯ ১৫ সফর ১৪৪৪

সিদ্ধিরগঞ্জে স্বামী-স্ত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার

প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

সিদ্ধিরগঞ্জে এক দম্পতির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার বিকেল সাড়ে ৫টায় সিদ্ধিরগঞ্জ থানার পাইনাদী সিআইখোলা এলাকার শাহাদাত হোসেনের ৫তলা বাড়ির একটি ফ্ল্যাট থেকে স্বামী রবিউল ইসলাম (২৮) ও স্ত্রী আয়েশা সিদ্দিকার (৩৮) লাশ দুইটি উদ্ধার করা হয়। তারা স্বামী-স্ত্রী একসঙ্গে কীটনাশক পান করে আত্মহত্যা করে থাকতে পারে বলে পুলিশ ধারনা করছে।

জানা যায়, সিদ্ধিরগঞ্জের পাইনাদী সিআইখোলা এলাকার শাহাদাত হোসেনের পাঁচতলা বাড়ির পঞ্চম তলার একটি ফ্ল্যাট বাসা থেকে গন্ধ বের হলে বিষয়টি পুলিশকে জানায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে। বাড়ির মালিক শাহাদাত হোসেন জানান, গত মাসের ১ তারিখে পাঁচতলা ভবনের পঞ্চম তলার একটি কক্ষ ভাড়া নেন রবিউল ইসলাম। সে রাজমিস্ত্রির কাজ করতেন। পাশের ভাড়াটিয়া আবুল হোসেন বলেন, ‘দুই দিন আগে রবিউল ইসলামকে বাসায় ঢুকতে দেখেছি, পরে আর তাদের দেখিনি।’ পরে লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। নিহত রবিউলের বাড়ি নীলফামারী জেলায়। তার পিতার নাম আবু তালেব। আয়েশা সিদ্দিকা ওরফে লাকি দাসের বাড়ি বান্দরবান জেলায়। তার পিতার নাম অনিল দাশ। স্ত্রী লাকী দাস গত ১৪ জুন নোটারি পাবলিকের মাধ্যমে হিন্দু থেকে মুসলিম হয়ে তার নাম রাখেন আয়েশা সিদ্দিকা। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল গিয়ে ঘরের দরজা ভেঙে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে। লাশ দুটি মেঝেতে পড়েছিল। তবে ভিতর থেকে ঘরের দরজা বন্ধ থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি আত্মহত্যা। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।