দেখা হলো দুই দিলারারা

একজন দিলারা জামান, অন্যজন দিলারা ইয়াসমিন। দিলারা জামান একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনেত্রী। নাটকে অভিনয়েই তাকে এক জীবনে বেশি দেখা গেছে। তবে যে ক’টি চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন প্রত্যেকটিই দর্শকপ্রিয়তা পেয়েছে। চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও ভূষিত হয়েছেন। এ দেশের দর্শকের কাছে এক অনন্য উচ্চতায়, অন্যরকম ভালোলাগা ভালোবাসায় রয়েছেন দিলারা জামান। অন্যদিকে দিলারা ইয়াসমিন সিনেমার নায়িকা হিসেবে চলচ্চিত্রে অভিনয় শুরু করেছিলেন। পরবর্তী সময়ে আরও ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেও তিনি দর্শকের মন জয় করে নিয়েছেন। এখনো টুকটাক অভিনয় করছেন দিলারা ইয়াসমিন। গেল বৃহস্পতিবার দিলারা জামান ও দিলারা ইয়াসমিন একই অনুষ্ঠানে নিমন্ত্রিত হয়েছিলেন। সেই অনুষ্ঠানেই মূলত দেখা হয় তাদের। অনুষ্ঠানে একসঙ্গেই বসেছিলেন দুজন। যে কারণে অনুষ্ঠানে দিলারা জামানের সঙ্গে দীর্ঘ সময় গল্প করারও সুযোগ ছিল দিলারা ইয়াসমিনের। দিলারা জামান বলেন, ‘দিলারা মূলত সিনেমাতেই অভিনয় করত। সেখানেই নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। সভ্য শিল্পী বলতে যা বোঝায় দিলারা ঠিক তাই। দিলারার জন্য অনেক দোয়া।’ দিলারা ইয়াসমিন বলেন, ‘শ্রদ্ধেয় দিলারা জামান আপার সঙ্গে আমার এক জীবনে বহুবার দেখা হয়েছে। কিন্তু কখনো তার সঙ্গে অভিনয় করার সুযোগ হয়নি আমার। আমি তার অভিনয়ের ভীষণ ভক্তও বলা চলে। তিনি যেমন একজন অসাধারণ মানুষ, ঠিক তেমনি একজন পরিপূর্ণ, অনন্য অভিনেত্রী।’ এদিকে দিলারা জামান জানান, দীপ্ত টিভির জন্য নতুন একটি ধারাবাহিক নাটকে তার অভিনয়ের কথা রয়েছে। দিলারা ইয়াসমিন সর্বশেষ জেড এইচ মিন্টুর ‘ক্ষমা নেই’ সিনেমাতে অভিনয় করেছেন।

দিলারা ইয়াসমিন অভিনীত প্রথম সিনেমা আমজাদ হোসেন পরিচালিত ‘সুন্দরী’। এরপর তিনি ‘শেষ উত্তর’, ‘তিন বাহাদুর’, ‘এখনই সময়’, ‘নাজমা’, ‘সমর’, ‘কালো গোলাপ’, ‘অসতী’, ‘সম্রাট’, ‘আওলাদ’, ‘নাদিরা’, ‘আশা নিরাশা’, ‘রক্তের বন্দী’সহ আরও বহু সিনেমায় অভিনয় করেছেন। মঞ্চে তার আলোচিত নাটক ‘নবাব সিরাজউদ্দৌলা’। টেলিভিশনে দিলারা জামান প্রথম ১৯৬৭ সালে খান জয়নুলের লেখা ‘পিনিস’ নাটকে অভিনয় করেন। পরিচালক ছিলেন আবদুুল্লাহ আল মামুন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছে ‘আগুনের পরশমনি’, ‘চন্দ্রকথা’, ‘মেঘলা আকাশ’, ‘মনপুরা’, ‘চন্দ্র গ্রহণ’, ‘অপেক্ষা’ এবং মুক্তি ‘আলতাবানু’, ‘পোস্টমাস্টার ৭১’।

সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২ , ২৮ ভাদ্র ১৪২৯ ১৫ সফর ১৪৪৪

দেখা হলো দুই দিলারারা

বিনোদন প্রতিবেদক

image

একজন দিলারা জামান, অন্যজন দিলারা ইয়াসমিন। দিলারা জামান একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনেত্রী। নাটকে অভিনয়েই তাকে এক জীবনে বেশি দেখা গেছে। তবে যে ক’টি চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন প্রত্যেকটিই দর্শকপ্রিয়তা পেয়েছে। চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও ভূষিত হয়েছেন। এ দেশের দর্শকের কাছে এক অনন্য উচ্চতায়, অন্যরকম ভালোলাগা ভালোবাসায় রয়েছেন দিলারা জামান। অন্যদিকে দিলারা ইয়াসমিন সিনেমার নায়িকা হিসেবে চলচ্চিত্রে অভিনয় শুরু করেছিলেন। পরবর্তী সময়ে আরও ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেও তিনি দর্শকের মন জয় করে নিয়েছেন। এখনো টুকটাক অভিনয় করছেন দিলারা ইয়াসমিন। গেল বৃহস্পতিবার দিলারা জামান ও দিলারা ইয়াসমিন একই অনুষ্ঠানে নিমন্ত্রিত হয়েছিলেন। সেই অনুষ্ঠানেই মূলত দেখা হয় তাদের। অনুষ্ঠানে একসঙ্গেই বসেছিলেন দুজন। যে কারণে অনুষ্ঠানে দিলারা জামানের সঙ্গে দীর্ঘ সময় গল্প করারও সুযোগ ছিল দিলারা ইয়াসমিনের। দিলারা জামান বলেন, ‘দিলারা মূলত সিনেমাতেই অভিনয় করত। সেখানেই নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। সভ্য শিল্পী বলতে যা বোঝায় দিলারা ঠিক তাই। দিলারার জন্য অনেক দোয়া।’ দিলারা ইয়াসমিন বলেন, ‘শ্রদ্ধেয় দিলারা জামান আপার সঙ্গে আমার এক জীবনে বহুবার দেখা হয়েছে। কিন্তু কখনো তার সঙ্গে অভিনয় করার সুযোগ হয়নি আমার। আমি তার অভিনয়ের ভীষণ ভক্তও বলা চলে। তিনি যেমন একজন অসাধারণ মানুষ, ঠিক তেমনি একজন পরিপূর্ণ, অনন্য অভিনেত্রী।’ এদিকে দিলারা জামান জানান, দীপ্ত টিভির জন্য নতুন একটি ধারাবাহিক নাটকে তার অভিনয়ের কথা রয়েছে। দিলারা ইয়াসমিন সর্বশেষ জেড এইচ মিন্টুর ‘ক্ষমা নেই’ সিনেমাতে অভিনয় করেছেন।

দিলারা ইয়াসমিন অভিনীত প্রথম সিনেমা আমজাদ হোসেন পরিচালিত ‘সুন্দরী’। এরপর তিনি ‘শেষ উত্তর’, ‘তিন বাহাদুর’, ‘এখনই সময়’, ‘নাজমা’, ‘সমর’, ‘কালো গোলাপ’, ‘অসতী’, ‘সম্রাট’, ‘আওলাদ’, ‘নাদিরা’, ‘আশা নিরাশা’, ‘রক্তের বন্দী’সহ আরও বহু সিনেমায় অভিনয় করেছেন। মঞ্চে তার আলোচিত নাটক ‘নবাব সিরাজউদ্দৌলা’। টেলিভিশনে দিলারা জামান প্রথম ১৯৬৭ সালে খান জয়নুলের লেখা ‘পিনিস’ নাটকে অভিনয় করেন। পরিচালক ছিলেন আবদুুল্লাহ আল মামুন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছে ‘আগুনের পরশমনি’, ‘চন্দ্রকথা’, ‘মেঘলা আকাশ’, ‘মনপুরা’, ‘চন্দ্র গ্রহণ’, ‘অপেক্ষা’ এবং মুক্তি ‘আলতাবানু’, ‘পোস্টমাস্টার ৭১’।