ডেঙ্গুতে আক্রান্ত মৃত্যু বাড়ছে

একদিনে হাসপাতালে ৩৬০ জন

ডেঙ্গুজ্বরের বাহক এডিশ মশার উপদ্রব বেড়েই চলছে। প্রতিদিন মানুষ এই মশার কামড়ে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। অনেকেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দিন দিন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৩৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ২৩৯ জন ও ঢাকার বাহিরে ১২১ জন ভর্তি হয়েছে। এ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক হাজার ১২৮ জন।

মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মোট হাসপাতালে ভর্তি হয়েছে ৮ হাজার ৭৫০ জন। চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়েছে ৭ হাজার ৫৮৯ জন। আর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ৩৩ জন।

হাসপাতালের তথ্য মতে, সবচেয়ে বেশি ডেঙ্গুরোগী মিটফোর্ড হাসপাতালে। সেখানে রোগীর সংখ্যা ৩২ জন। আর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ জন। এছাড়া পুলিশ হাসপাতালে ১০ জন। ইবনে সিনা হাসপাতালে ১৩ জন।

প্রাপ্ত তথ্যমতে, চলতি মাসের ১১ দিনে হাসপাতালে দুই হাজার ৫৬৯ জন ভর্তি হয়েছে। আর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ১২ জন। গত জানুয়ারি মাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১২৬ জন। গত জুন থেকে আক্রান্ত রোগী ভর্তি সংখ্যা বেড়েই চলছে।

এখন আক্রান্তের সংখ্যা শহর ছেড়ে গ্রামে ও জেলা শহরে ছড়িয়ে পড়েছে। আক্রান্ত রোগীরা শহর থেকে বাড়ি যাওয়ার পরও সেখানে আক্রান্তের সংখ্যা বাড়ছে।

কীটতত্ত্ব বিশেষজ্ঞদের মতে, থেমে থেমে বৃষ্টির কারণে নির্মাণাধীন বাড়ির ছাদে, বাসাবাড়িতে জমে থাকা পানিতে ডেঙ্গুজ্বরের বাহক এডিশ মশার প্রজনন ও বংশ বিস্তার বাড়ার কারণে প্রতিদিন মানুষ আক্রান্ত হচ্ছে। হাসপাতালে ভর্তি ছাড়াও অনেকেই বাসাবাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। এতে এই সংখ্যা আরও অনেক বেশি হবে বলে বিশেজ্ঞরা মনে করেন। এডিশ মশা দমন না করলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন।

সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২ , ২৮ ভাদ্র ১৪২৯ ১৫ সফর ১৪৪৪

ডেঙ্গুতে আক্রান্ত মৃত্যু বাড়ছে

একদিনে হাসপাতালে ৩৬০ জন

নিজস্ব বার্তা পরিবেশক

ডেঙ্গুজ্বরের বাহক এডিশ মশার উপদ্রব বেড়েই চলছে। প্রতিদিন মানুষ এই মশার কামড়ে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। অনেকেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দিন দিন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৩৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ২৩৯ জন ও ঢাকার বাহিরে ১২১ জন ভর্তি হয়েছে। এ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক হাজার ১২৮ জন।

মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মোট হাসপাতালে ভর্তি হয়েছে ৮ হাজার ৭৫০ জন। চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়েছে ৭ হাজার ৫৮৯ জন। আর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ৩৩ জন।

হাসপাতালের তথ্য মতে, সবচেয়ে বেশি ডেঙ্গুরোগী মিটফোর্ড হাসপাতালে। সেখানে রোগীর সংখ্যা ৩২ জন। আর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ জন। এছাড়া পুলিশ হাসপাতালে ১০ জন। ইবনে সিনা হাসপাতালে ১৩ জন।

প্রাপ্ত তথ্যমতে, চলতি মাসের ১১ দিনে হাসপাতালে দুই হাজার ৫৬৯ জন ভর্তি হয়েছে। আর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ১২ জন। গত জানুয়ারি মাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১২৬ জন। গত জুন থেকে আক্রান্ত রোগী ভর্তি সংখ্যা বেড়েই চলছে।

এখন আক্রান্তের সংখ্যা শহর ছেড়ে গ্রামে ও জেলা শহরে ছড়িয়ে পড়েছে। আক্রান্ত রোগীরা শহর থেকে বাড়ি যাওয়ার পরও সেখানে আক্রান্তের সংখ্যা বাড়ছে।

কীটতত্ত্ব বিশেষজ্ঞদের মতে, থেমে থেমে বৃষ্টির কারণে নির্মাণাধীন বাড়ির ছাদে, বাসাবাড়িতে জমে থাকা পানিতে ডেঙ্গুজ্বরের বাহক এডিশ মশার প্রজনন ও বংশ বিস্তার বাড়ার কারণে প্রতিদিন মানুষ আক্রান্ত হচ্ছে। হাসপাতালে ভর্তি ছাড়াও অনেকেই বাসাবাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। এতে এই সংখ্যা আরও অনেক বেশি হবে বলে বিশেজ্ঞরা মনে করেন। এডিশ মশা দমন না করলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন।