রাজধানীতে স্কুলছাত্রসহ সড়কে ঝরলো ৬ প্রাণ

রাজধানীতে এক স্কুলছাত্রসহ পৃথক তিন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬ জন। ঢাকায় নিহত স্কুলছাত্র আলী হোসেন তেজগাঁওয়ে রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় প্রাণ হারায়। অন্য দুই ঘটনার ছয় দিন যেতে না যেতে রংপুরের তারাগঞ্জে ফের বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিন দিনের নবজাতকসহ ৩ এবং নারায়ণগঞ্জে দুই মোটরসাইকেল আরোহী প্রাণ হারায়।

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে বিজি প্রেসের সামনের রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় আলী হোসেন নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। সে সরকারি বিজ্ঞান কলেজের দশম শ্রেণির ছাত্র। গতকাল সকাল পৌনে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আমার ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চেয়েছিল, কিন্তু সড়কেই তার প্রাণ ঝরে গেল। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে কান্না জড়িত কণ্ঠে বলছিলেন সড়ক দুর্ঘটনায় নিহত আলী হোসেনের মা সেলিনা বেগম। তিনি বলেন, গতকাল সকালে আমার ছেলে হলিক্রস স্কুলের পাশে কোচিং সেন্টারে যাওয়ার জন্য কুনিপাড়া হ্যাপি হোমসের বাসা থেকে বের হয়। তেজগাঁও বিজি প্রেসের সামনে রাস্তা দিয়ে পার হওয়ার সময় একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়। তাকে আহত অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি কাজী আবুল কালাম আজাদ বলেন, ইতোমধ্যেই ঘাতক বাস ও চালককে আটকের চেষ্টা করছি। এবিষয়ে আমাদের একাধিক টিম কাজ করছেন। নিহতের বাবা থানায় এসেছিলেন। মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। সেখানেও আমাদের একটি টিম আছে। পরে বিস্তারিত জানানো হবে।

নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই তরুণ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. শরফুদ্দিন জানান, গত শনিবার দিবাগত রাত ১২টার দিকে কাঁচপুর সেতুর পশ্চিম পাশের ঢালে ঢাকামুখী একটি কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন দুই মোটরসাইকেল আরোহী। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহত দুই তরুণ হলেন- সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার আবদুর রশিদ ভূঁইয়ার ছেলে আমির হামজা (১৮) ও একই এলাকার সেলিম রেজার ছেলে শ্রাবণ রেজা (১৮)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ পরিদর্শক শরফুদ্দিন জানান, ঢাকামুখী মোটরসাইকেলটিতে ছিলেন নিহত দুই তরুণ। কাঁচপুর সেতুর পশ্চিম পাশের ঢাল দিয়ে নামার সময় ঢাকামুখী একটি কাভার্ডভ্যানের সঙ্গে পেছন দিক থেকে ধাক্কা লাগে। এই সময় মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের ওপর পড়ে যান দু’জন। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

ঘটনার পর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি থানায় নিয়ে এসেছে। তবে অজ্ঞাত নম্বরের কাভার্ডভ্যানটিকে পাওয়া যায়নি। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান কাঁচপুর হাইওয়ে থানার ওসি নবীর হোসেন।

রংপুর জেলা বার্তা পরিবেশক জানান, রংপুরের তারাগজ্ঞ উপজেলার খারুয়া ব্রীজের কাছে ফের সড়ক দুর্ঘটনা এবার যাত্রীবাহি বাসের সঙ্গে রোগী বহনকারী এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনদিন বয়সী শিশুসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুজন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ৫ সেপ্টেম্বর তারিখে একই স্থানে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হয়েছিল।

পুলিশ জানায় গতকাল সকাল ৯টার দিকে নীলফামারী থেকে সদ্যজন্ম নেয়। তিনদিনের শিশু গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এ্যাম্বুলেন্সে করে আনার পথে রংপুরের তারাগজ্ঞ উপজেলার খারুয়া ব্রীজের কাছে রংপুর থেকে পঞ্চগড়গামি নাইট কোচের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ্যাম্বুলেন্সের ৫ যাত্রী আহত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে তিন দিনের শিশু ও এ্যাম্বুলেন্স এর ড্রাইভারসহ তিন জনকে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। নিহতরা হলেন নীলফামারীর ডোমারের রশিদুলের তিন দিনের শিশু এ্যাম্বুলেন্স ড্রাইভার আল আমিন রফিকুল ইসলাম এদের সবার বাড়ি নীলফামারীর ডোমারে।

এ ব্যাপারে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সাফিউল জানান তিনজনই হাসপাতালে আনার পথেই মারা গেছে। দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের অবস্থাও আশঙ্কাজনক।

তারাগজ্ঞ হাইওয়ে থানার ওসি মাহবুব মোর্শেদ এ খবর জানান। তিনি বলেন, এ ঘটনায় দুটি গাড়ি আটক করেছে পুলিশ। দুর্ঘটনায় এ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে।

সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২ , ২৮ ভাদ্র ১৪২৯ ১৫ সফর ১৪৪৪

রাজধানীতে স্কুলছাত্রসহ সড়কে ঝরলো ৬ প্রাণ

সংবাদ ডেস্ক

রাজধানীতে এক স্কুলছাত্রসহ পৃথক তিন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬ জন। ঢাকায় নিহত স্কুলছাত্র আলী হোসেন তেজগাঁওয়ে রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় প্রাণ হারায়। অন্য দুই ঘটনার ছয় দিন যেতে না যেতে রংপুরের তারাগঞ্জে ফের বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিন দিনের নবজাতকসহ ৩ এবং নারায়ণগঞ্জে দুই মোটরসাইকেল আরোহী প্রাণ হারায়।

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে বিজি প্রেসের সামনের রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় আলী হোসেন নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। সে সরকারি বিজ্ঞান কলেজের দশম শ্রেণির ছাত্র। গতকাল সকাল পৌনে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আমার ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চেয়েছিল, কিন্তু সড়কেই তার প্রাণ ঝরে গেল। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে কান্না জড়িত কণ্ঠে বলছিলেন সড়ক দুর্ঘটনায় নিহত আলী হোসেনের মা সেলিনা বেগম। তিনি বলেন, গতকাল সকালে আমার ছেলে হলিক্রস স্কুলের পাশে কোচিং সেন্টারে যাওয়ার জন্য কুনিপাড়া হ্যাপি হোমসের বাসা থেকে বের হয়। তেজগাঁও বিজি প্রেসের সামনে রাস্তা দিয়ে পার হওয়ার সময় একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়। তাকে আহত অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি কাজী আবুল কালাম আজাদ বলেন, ইতোমধ্যেই ঘাতক বাস ও চালককে আটকের চেষ্টা করছি। এবিষয়ে আমাদের একাধিক টিম কাজ করছেন। নিহতের বাবা থানায় এসেছিলেন। মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। সেখানেও আমাদের একটি টিম আছে। পরে বিস্তারিত জানানো হবে।

নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই তরুণ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. শরফুদ্দিন জানান, গত শনিবার দিবাগত রাত ১২টার দিকে কাঁচপুর সেতুর পশ্চিম পাশের ঢালে ঢাকামুখী একটি কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন দুই মোটরসাইকেল আরোহী। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহত দুই তরুণ হলেন- সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার আবদুর রশিদ ভূঁইয়ার ছেলে আমির হামজা (১৮) ও একই এলাকার সেলিম রেজার ছেলে শ্রাবণ রেজা (১৮)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ পরিদর্শক শরফুদ্দিন জানান, ঢাকামুখী মোটরসাইকেলটিতে ছিলেন নিহত দুই তরুণ। কাঁচপুর সেতুর পশ্চিম পাশের ঢাল দিয়ে নামার সময় ঢাকামুখী একটি কাভার্ডভ্যানের সঙ্গে পেছন দিক থেকে ধাক্কা লাগে। এই সময় মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের ওপর পড়ে যান দু’জন। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

ঘটনার পর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি থানায় নিয়ে এসেছে। তবে অজ্ঞাত নম্বরের কাভার্ডভ্যানটিকে পাওয়া যায়নি। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান কাঁচপুর হাইওয়ে থানার ওসি নবীর হোসেন।

রংপুর জেলা বার্তা পরিবেশক জানান, রংপুরের তারাগজ্ঞ উপজেলার খারুয়া ব্রীজের কাছে ফের সড়ক দুর্ঘটনা এবার যাত্রীবাহি বাসের সঙ্গে রোগী বহনকারী এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনদিন বয়সী শিশুসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুজন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ৫ সেপ্টেম্বর তারিখে একই স্থানে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হয়েছিল।

পুলিশ জানায় গতকাল সকাল ৯টার দিকে নীলফামারী থেকে সদ্যজন্ম নেয়। তিনদিনের শিশু গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এ্যাম্বুলেন্সে করে আনার পথে রংপুরের তারাগজ্ঞ উপজেলার খারুয়া ব্রীজের কাছে রংপুর থেকে পঞ্চগড়গামি নাইট কোচের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ্যাম্বুলেন্সের ৫ যাত্রী আহত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে তিন দিনের শিশু ও এ্যাম্বুলেন্স এর ড্রাইভারসহ তিন জনকে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। নিহতরা হলেন নীলফামারীর ডোমারের রশিদুলের তিন দিনের শিশু এ্যাম্বুলেন্স ড্রাইভার আল আমিন রফিকুল ইসলাম এদের সবার বাড়ি নীলফামারীর ডোমারে।

এ ব্যাপারে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সাফিউল জানান তিনজনই হাসপাতালে আনার পথেই মারা গেছে। দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের অবস্থাও আশঙ্কাজনক।

তারাগজ্ঞ হাইওয়ে থানার ওসি মাহবুব মোর্শেদ এ খবর জানান। তিনি বলেন, এ ঘটনায় দুটি গাড়ি আটক করেছে পুলিশ। দুর্ঘটনায় এ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে।