আগের কার্যদিবসের মতো গতকাল পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক কমেছে। সূচকের সঙ্গে টাকার পরিমাণে লেনদেনও কমেছে। তবে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর গতকাল অপরিবর্তিত রয়েছে।
গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯.৯৯ পয়েন্ট বা ০.১৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৫২৮.৩০ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ২.৬৮ পয়েন্ট বা ০.১৮ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৬.৬৭ পয়েন্ট বা ০.৭০ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪২৯.৪৫ পয়েন্টে এবং দুই হাজার ৩৫৬.৬২ পয়েন্টে।
ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন এক হাজার ৩৬০ কোটি ৭৪ লাখ টাকার। যা আগের দিন থেকে ৩৩০ কোটি ৮২ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল এক হাজার ৬৯১ কোটি ৫৬ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৪টির বা ৩২.৮১ শতাংশের, শেয়ার দর কমেছে ১১৫টির বা ৩০.৪২ শতাংশের এবং ১৩৯টির বা ৩৬.৭৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬১.৪৪ পয়েন্ট বা ০.৩১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ১৯৮.৬০ পয়েন্টে। সিএসইতে গতকাল ২৯১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১১০টির দর বেড়েছে, কমেছে ৮১টির আর ১০০টির দর অপরিবর্তিত রয়েছে। গতকাল সিএসইতে ২৭ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
গতকাল ডিএসইর ব্লক মার্কেটে মোট ৪২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৬০ লাখ ৯০ হাজার ১৯০টি শেয়ার লেনদেন হয়েছে। এর আর্থিক মূল্য ৩৬ কোটি ৮৭ লাখ টাকা। ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ফরচুন সুজ লিমিটেডের। কোম্পানিটি ১০ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। আইপিডিসি ফিন্যান্স লিমিটেড ৫ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। ওরিয়ন ইনফিউশন ৪ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমরা টেকনোলজি, একমি ল্যাবটেরিজ, আলিফ ইন্ডাস্ট্রিজ, বিএটবিসি, বেক্সিমকো, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, এমারেল্ড অয়েল, এনার্জি প্যাক পাওয়ার, ফার কেমিক্যাল, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফাইন ফুডস, ফরচুন সুজ, ফু-ওয়াং ফুড, জেমিনি সি, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, আইপিডিসি ফিন্যান্স, কেডিএস অ্যাক্সেসরিজ, কোহিনুর কেমিক্যাল, লাফার্জহোলসিম,ম্যাকসন্স স্পিনিং, মেট্রো স্পিনিং, নাহি অ্যালুমিনিয়াম, এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, ন্যাশনাল পলিমার, ন্যাশনাল টি, ওরিয়ন ফার্মা, ফার্মা এইডস, ফনিক্স ফিন্যান্স, পাওয়ার গ্রীড, আরডি ফুড, সাইফ পাওয়ারটেক, স্যালভো কেমিক্যাল, সি পার্ল বিচ, শেপার্ড ইন্ডাস্ট্রিজ, সিলভা ফার্মা, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, শাহজিবাজার পাওয়ার ও সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২৪টির বা ৩২.৮১ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে জেএমআই হসপিটালের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।
আগের কার্যদিবসে জেএমআই হসপিটালের শেয়ারের ক্লোজিং দর ছিল ৯৫.৩০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১০৪.৮০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৯.৫০ টাকা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে জেএমআই হসপিটাল ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইউনিয়ন ক্যাপিটালের ৯.৬৭ শতাংশ, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্সের ৮.৯৭ শতাংশ, মনোস্পুল পেপারের ৮.৮৫ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সের ৮.৭৭ শতাংশ, এস আলমের ৮.৬০ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৭.৫০ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৭.৪৬ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৭.১৪ শতাংশ এবং এপেক্স ফুডসের শেয়ার দর ৬.৯৯ শতাংশ বেড়েছে।
গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১১৫টির বা ৩০.৪২ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে সোনারগাঁও টেক্সটাইলের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবসে সোনারগাঁও টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫৪.৬০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৫.৪০ টাকা বা ৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে সোনারগাঁও টেক্সটাইল ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ফার্মার ৪.৬২ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৪.৫১ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৩.৫৭ শতাংশ, ইয়াকিন পলিমারের ৩.৫৪ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের ৩.৪০ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ২.৬৮ শতাংশ, ওয়াটা কেমিক্যালের ২.৬৩ শতাংশ, বেক্সিমকো ফার্মার ২.৬১ শতাংশ এবং লিগ্যাসি ফুট ওয়্যারের শেয়ার দর ২.৬০ শতাংশ কমেছে।
মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২ , ২৯ ভাদ্র ১৪২৯ ১৬ সফর ১৪৪৪
অর্থনৈতিক বার্তা পরিবেশক
আগের কার্যদিবসের মতো গতকাল পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক কমেছে। সূচকের সঙ্গে টাকার পরিমাণে লেনদেনও কমেছে। তবে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর গতকাল অপরিবর্তিত রয়েছে।
গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯.৯৯ পয়েন্ট বা ০.১৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৫২৮.৩০ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ২.৬৮ পয়েন্ট বা ০.১৮ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৬.৬৭ পয়েন্ট বা ০.৭০ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪২৯.৪৫ পয়েন্টে এবং দুই হাজার ৩৫৬.৬২ পয়েন্টে।
ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন এক হাজার ৩৬০ কোটি ৭৪ লাখ টাকার। যা আগের দিন থেকে ৩৩০ কোটি ৮২ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল এক হাজার ৬৯১ কোটি ৫৬ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৪টির বা ৩২.৮১ শতাংশের, শেয়ার দর কমেছে ১১৫টির বা ৩০.৪২ শতাংশের এবং ১৩৯টির বা ৩৬.৭৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬১.৪৪ পয়েন্ট বা ০.৩১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ১৯৮.৬০ পয়েন্টে। সিএসইতে গতকাল ২৯১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১১০টির দর বেড়েছে, কমেছে ৮১টির আর ১০০টির দর অপরিবর্তিত রয়েছে। গতকাল সিএসইতে ২৭ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
গতকাল ডিএসইর ব্লক মার্কেটে মোট ৪২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৬০ লাখ ৯০ হাজার ১৯০টি শেয়ার লেনদেন হয়েছে। এর আর্থিক মূল্য ৩৬ কোটি ৮৭ লাখ টাকা। ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ফরচুন সুজ লিমিটেডের। কোম্পানিটি ১০ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। আইপিডিসি ফিন্যান্স লিমিটেড ৫ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। ওরিয়ন ইনফিউশন ৪ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমরা টেকনোলজি, একমি ল্যাবটেরিজ, আলিফ ইন্ডাস্ট্রিজ, বিএটবিসি, বেক্সিমকো, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, এমারেল্ড অয়েল, এনার্জি প্যাক পাওয়ার, ফার কেমিক্যাল, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফাইন ফুডস, ফরচুন সুজ, ফু-ওয়াং ফুড, জেমিনি সি, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, আইপিডিসি ফিন্যান্স, কেডিএস অ্যাক্সেসরিজ, কোহিনুর কেমিক্যাল, লাফার্জহোলসিম,ম্যাকসন্স স্পিনিং, মেট্রো স্পিনিং, নাহি অ্যালুমিনিয়াম, এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, ন্যাশনাল পলিমার, ন্যাশনাল টি, ওরিয়ন ফার্মা, ফার্মা এইডস, ফনিক্স ফিন্যান্স, পাওয়ার গ্রীড, আরডি ফুড, সাইফ পাওয়ারটেক, স্যালভো কেমিক্যাল, সি পার্ল বিচ, শেপার্ড ইন্ডাস্ট্রিজ, সিলভা ফার্মা, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, শাহজিবাজার পাওয়ার ও সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২৪টির বা ৩২.৮১ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে জেএমআই হসপিটালের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।
আগের কার্যদিবসে জেএমআই হসপিটালের শেয়ারের ক্লোজিং দর ছিল ৯৫.৩০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১০৪.৮০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৯.৫০ টাকা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে জেএমআই হসপিটাল ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইউনিয়ন ক্যাপিটালের ৯.৬৭ শতাংশ, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্সের ৮.৯৭ শতাংশ, মনোস্পুল পেপারের ৮.৮৫ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সের ৮.৭৭ শতাংশ, এস আলমের ৮.৬০ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৭.৫০ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৭.৪৬ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৭.১৪ শতাংশ এবং এপেক্স ফুডসের শেয়ার দর ৬.৯৯ শতাংশ বেড়েছে।
গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১১৫টির বা ৩০.৪২ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে সোনারগাঁও টেক্সটাইলের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবসে সোনারগাঁও টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫৪.৬০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৫.৪০ টাকা বা ৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে সোনারগাঁও টেক্সটাইল ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ফার্মার ৪.৬২ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৪.৫১ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৩.৫৭ শতাংশ, ইয়াকিন পলিমারের ৩.৫৪ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের ৩.৪০ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ২.৬৮ শতাংশ, ওয়াটা কেমিক্যালের ২.৬৩ শতাংশ, বেক্সিমকো ফার্মার ২.৬১ শতাংশ এবং লিগ্যাসি ফুট ওয়্যারের শেয়ার দর ২.৬০ শতাংশ কমেছে।