কক্সবাজারে সাগর উত্তাল : ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে কক্সবাজারে সাগর উত্তাল রয়েছে। নিম্নচাপ আর পূর্ণিমার জোয়ারের কারণে কক্সবাজারের মহেশখালী, কুতুবদিয়া ধলঘাটাসহ নিচু এলাকা প্লাবিত হয়েছে। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিন ফুট বৃদ্ধি পেয়েছে। কক্সবাজার আবহাওয়া অফিস জানিয়েছেন, কক্সবাজার সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সোমবার থেকে কক্সবাজারে থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকতে আগত পর্যটকদের নিরাপদে সমুদ্র পাড়ে চলাচল করতে পরামর্শ দিয়ে যাচ্ছে ট্যুরিস্ট পুলিশ। বৈরি আবহাওয়ায় পর্যটকদের যাতে কোন বিপদের সম্মুখীন হতে না হয় সে ব্যাপারে সৈকত এলাকায় লাইফ গার্ড সদস্যরা কাজ করে যাচ্ছে।

সি সেইফ লাইফ লার্ডকর্মী ওসমান গনি জানান, সমুদ্র সৈকত এলাকায় লাল পতাকা দিয়ে পর্যটকদের সতর্ক করা হয়েছে। পর্যটকরা হাঁটু পানির নিচে যাতে না যায় সে ব্যাপারে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।

এদিকে সাগর উত্তাল থাকায় মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। তবে সবগুলো মাছ ধরার ট্রলার সাগর থেকে পূর্বেই ফিরে এসেছে বলে কক্সবাজার জেলা বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ জানিয়েছেন।

image

কক্সবাজার : নিম্নচাপে সাগরের পানি বৃদ্ধি, মহেশখালী, কুতুবদিয়া ধলঘাটাসহ নিচু এলাকা প্লাবিত -সংবাদ

আরও খবর
ইন্টারপা সম্মেলন শুরু, তিন বছরের কর্মপরিকল্পনা
বহুজাতিক অপরাধ দমনে সহযোগিতা সুসংহত করার আহ্বান প্রধানমন্ত্রীর
শ্রদ্ধা-ভালোবাসায় শেষ বিদায় সৈয়দা সাজেদা চৌধুরীকে
বিএনপি এখন পুলিশ বাহিনীকে প্রতিপক্ষ বানাচ্ছে : কাদের
কারাগারে নিরাপত্তা চান বাবুল, পিবিআই প্রধানের বিরুদ্ধে মামলা
সিআইডি পরিচয়ে চিকিৎসককে বাসা থেকে তুলে নেয়ার অভিযোগ
দেড় মাসে দৈনিক শনাক্ত চারশ’ ছাড়িয়েছে
সোনা লুট, পুলিশের কনস্টেবলসহ ৮ জন গ্রেপ্তার
সীমান্তে হত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল
বরিশালে ‘কুদ্দুস বাহিনীর’ সন্ত্রাস আতঙ্কে এলাকাবাসী

মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২ , ২৯ ভাদ্র ১৪২৯ ১৬ সফর ১৪৪৪

কক্সবাজারে সাগর উত্তাল : ৩ নম্বর সতর্ক সংকেত

জেলা বার্তা পরিবেশক, কক্সবাজার

image

কক্সবাজার : নিম্নচাপে সাগরের পানি বৃদ্ধি, মহেশখালী, কুতুবদিয়া ধলঘাটাসহ নিচু এলাকা প্লাবিত -সংবাদ

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে কক্সবাজারে সাগর উত্তাল রয়েছে। নিম্নচাপ আর পূর্ণিমার জোয়ারের কারণে কক্সবাজারের মহেশখালী, কুতুবদিয়া ধলঘাটাসহ নিচু এলাকা প্লাবিত হয়েছে। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিন ফুট বৃদ্ধি পেয়েছে। কক্সবাজার আবহাওয়া অফিস জানিয়েছেন, কক্সবাজার সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সোমবার থেকে কক্সবাজারে থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকতে আগত পর্যটকদের নিরাপদে সমুদ্র পাড়ে চলাচল করতে পরামর্শ দিয়ে যাচ্ছে ট্যুরিস্ট পুলিশ। বৈরি আবহাওয়ায় পর্যটকদের যাতে কোন বিপদের সম্মুখীন হতে না হয় সে ব্যাপারে সৈকত এলাকায় লাইফ গার্ড সদস্যরা কাজ করে যাচ্ছে।

সি সেইফ লাইফ লার্ডকর্মী ওসমান গনি জানান, সমুদ্র সৈকত এলাকায় লাল পতাকা দিয়ে পর্যটকদের সতর্ক করা হয়েছে। পর্যটকরা হাঁটু পানির নিচে যাতে না যায় সে ব্যাপারে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।

এদিকে সাগর উত্তাল থাকায় মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। তবে সবগুলো মাছ ধরার ট্রলার সাগর থেকে পূর্বেই ফিরে এসেছে বলে কক্সবাজার জেলা বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ জানিয়েছেন।