সূচক সামান্য বাড়লেও অধিকাংশ শেয়ারের দাম অপরিবর্তিত

পরপর দুই কার্যদিবস পতনের পর গতকাল উত্থানে ফিরেছে শেয়ারবাজার। এদিন শেয়ারবাজারের প্রধান সূচক বেড়েছে। সূচকের সঙ্গে টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে। তবে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর গতকালও অপরিবর্তিত রয়েছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯.২৮ পয়েন্ট বা ০.১৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৩৭.৫৯ পয়েন্টে। তবে ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ২.৫০ পয়েন্ট বা ০.১৭ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৩.১১ পয়েন্ট বা ০.১৩ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪২৬.৯৫ পয়েন্টে এবং দুই হাজার ৩৫৩.৫১ পয়েন্টে। ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন এক হাজার ৪৮০ কোটি ৭ লাখ টাকার যা আগের দিন থেকে ১১৯ কোটি ৩৩ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল এক হাজার ৩৬০ কোটি ৭৪ লাখ টাকার।

ডিএসইতে গতকাল ৩৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৯টির বা ৩৪.২২ শতাংশের, শেয়ার দর কমেছে ১০৮টির বা ২৮.৬৫ শতাংশের এবং ১৪০টির বা ৩৭.১৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৪.২৬ পয়েন্ট বা ০.১৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ২৩২.৮৬ পয়েন্টে। সিএসইতে গতকাল ২৮৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১১১টির দর বেড়েছে, কমেছে ৮৫টির আর ৯২টির দর অপরিবর্তিত রয়েছে। গতকাল সিএসইতে ৩৫ কোটি ০২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে ৪২ টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১১২ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ১ কোটি ৭২ লাখ ১৩ হাজার ১২৫টি শেয়ার ১০৪ বার হাত বদলের মাধ্যমে ১১২ কোটি ৫৯ লাখ ৯২ হাজার টাকার লেনদেন হয়েছে

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২৩ কোটি ১৯ লাখ ৭০ হাজার টাকার লেনদেন হয়েছে নাহি অ্যালুমিনিয়ামের। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ কোটি ৮১ লাখ ৭০ হাজার টাকার ফরচুন সুজের, তৃতীয় সর্বোচ্চ ১৬ কোটি ৪০ লাখ ৬০ হাজার টাকার লাফার্জহোলসিমের, চতুর্থ সর্বোচ্চ ১৪ কোটি ৭৮ লাখ ৩৯ হাজার টাকার বেক্সিমকোর এবং পঞ্চম সর্বোচ্চ ৯ কোটি ৪০ লাখ ৬৩ হাজার টাকার লেনদেন হয়েছে আইপিডিসির।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২৯টির বা ৩৪.২২ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে সোনারগাঁও টেক্সটাইলের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবসে সোনারগাঁও টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৪.৬০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৬০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৫.৪০ টাকা বা ৯.৮৯ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সোনারগাঁও টেক্সটাইল ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইউনিয়ন ক্যাপিটালের ৯.৮০ শতাংশ, বিডি ল্যাম্পসের ৮.৭৪ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৮.৪৬ শতাংশ, সোনালী আঁশের ৭.৪৯ শতাংশ, জেএমআই সিরিঞ্জের ৭.২৩ শতাংশ, আরডি ফুডের ৭.১৯ শতাংশ, বিডি কমের ৬.৮৫ শতাংশ, আরএসআরএম স্টিলের ৬.১১ শতাংশ এবং আইপিডিসির শেয়ার দর ৫.৯৮ শতাংশ বেড়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০৮টির বা ২৮.৬৫ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে নাহি অ্যালুমিনিয়ামের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবসে নাহি অ্যালুমিনিয়ামের শেয়ারের ক্লোজিং দর ছিল ৮৫.৯০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৮০.৫০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৫.৪০ টাকা বা ৬.২৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে নাহি অ্যালুমিনিয়াম ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এসিআই ফর্মূলেশনের ৪.৭৪ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৩.৭৬ শতাংশ, বিকন ফার্মার ৩.৩৮ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৩.৩৩ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৩.২২ শতাংশ, উত্তরা ফাইন্যান্সের ৩.০৮ শতাংশ, এনার্জিপ্যাক পাওয়ারের ২.৪৬ শতাংশ, ইউনাইটেড ফাইন্যান্সের ২.৩৬ শতাংশ এবং এসকে ট্রিমসের শেয়ার দর ২.৩৩ শতাংশ কমেছে।

বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২ , ৩০ ভাদ্র ১৪২৯ ১৭ সফর ১৪৪৪

সূচক সামান্য বাড়লেও অধিকাংশ শেয়ারের দাম অপরিবর্তিত

অর্থনৈতিক বার্তা পরিবেশক

পরপর দুই কার্যদিবস পতনের পর গতকাল উত্থানে ফিরেছে শেয়ারবাজার। এদিন শেয়ারবাজারের প্রধান সূচক বেড়েছে। সূচকের সঙ্গে টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে। তবে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর গতকালও অপরিবর্তিত রয়েছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯.২৮ পয়েন্ট বা ০.১৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৩৭.৫৯ পয়েন্টে। তবে ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ২.৫০ পয়েন্ট বা ০.১৭ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৩.১১ পয়েন্ট বা ০.১৩ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪২৬.৯৫ পয়েন্টে এবং দুই হাজার ৩৫৩.৫১ পয়েন্টে। ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন এক হাজার ৪৮০ কোটি ৭ লাখ টাকার যা আগের দিন থেকে ১১৯ কোটি ৩৩ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল এক হাজার ৩৬০ কোটি ৭৪ লাখ টাকার।

ডিএসইতে গতকাল ৩৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৯টির বা ৩৪.২২ শতাংশের, শেয়ার দর কমেছে ১০৮টির বা ২৮.৬৫ শতাংশের এবং ১৪০টির বা ৩৭.১৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৪.২৬ পয়েন্ট বা ০.১৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ২৩২.৮৬ পয়েন্টে। সিএসইতে গতকাল ২৮৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১১১টির দর বেড়েছে, কমেছে ৮৫টির আর ৯২টির দর অপরিবর্তিত রয়েছে। গতকাল সিএসইতে ৩৫ কোটি ০২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে ৪২ টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১১২ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ১ কোটি ৭২ লাখ ১৩ হাজার ১২৫টি শেয়ার ১০৪ বার হাত বদলের মাধ্যমে ১১২ কোটি ৫৯ লাখ ৯২ হাজার টাকার লেনদেন হয়েছে

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২৩ কোটি ১৯ লাখ ৭০ হাজার টাকার লেনদেন হয়েছে নাহি অ্যালুমিনিয়ামের। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ কোটি ৮১ লাখ ৭০ হাজার টাকার ফরচুন সুজের, তৃতীয় সর্বোচ্চ ১৬ কোটি ৪০ লাখ ৬০ হাজার টাকার লাফার্জহোলসিমের, চতুর্থ সর্বোচ্চ ১৪ কোটি ৭৮ লাখ ৩৯ হাজার টাকার বেক্সিমকোর এবং পঞ্চম সর্বোচ্চ ৯ কোটি ৪০ লাখ ৬৩ হাজার টাকার লেনদেন হয়েছে আইপিডিসির।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২৯টির বা ৩৪.২২ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে সোনারগাঁও টেক্সটাইলের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবসে সোনারগাঁও টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৪.৬০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৬০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৫.৪০ টাকা বা ৯.৮৯ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সোনারগাঁও টেক্সটাইল ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইউনিয়ন ক্যাপিটালের ৯.৮০ শতাংশ, বিডি ল্যাম্পসের ৮.৭৪ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৮.৪৬ শতাংশ, সোনালী আঁশের ৭.৪৯ শতাংশ, জেএমআই সিরিঞ্জের ৭.২৩ শতাংশ, আরডি ফুডের ৭.১৯ শতাংশ, বিডি কমের ৬.৮৫ শতাংশ, আরএসআরএম স্টিলের ৬.১১ শতাংশ এবং আইপিডিসির শেয়ার দর ৫.৯৮ শতাংশ বেড়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০৮টির বা ২৮.৬৫ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে নাহি অ্যালুমিনিয়ামের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবসে নাহি অ্যালুমিনিয়ামের শেয়ারের ক্লোজিং দর ছিল ৮৫.৯০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৮০.৫০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৫.৪০ টাকা বা ৬.২৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে নাহি অ্যালুমিনিয়াম ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এসিআই ফর্মূলেশনের ৪.৭৪ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৩.৭৬ শতাংশ, বিকন ফার্মার ৩.৩৮ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৩.৩৩ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৩.২২ শতাংশ, উত্তরা ফাইন্যান্সের ৩.০৮ শতাংশ, এনার্জিপ্যাক পাওয়ারের ২.৪৬ শতাংশ, ইউনাইটেড ফাইন্যান্সের ২.৩৬ শতাংশ এবং এসকে ট্রিমসের শেয়ার দর ২.৩৩ শতাংশ কমেছে।