গতকাল শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশ (এসসিবি) এর ধানমন্ডির নিজস্ব অফিসের সম্মেলন কক্ষে শিপার্স কাউসিল, ইউএন গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক (জিসিএনবি) এবং মেরিটাইম এন্টি-করাপশন নেটওয়ার্ক (এমএসিএন) যৌথ উদ্যোগে ‘মিটিগেটিং কোরাপশান ফর ইকোনোমিক গ্রোথ ইন দ্য মেরিটাইম সেক্টর’শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়। এসসিবি’র চেয়ারম্যান মো. রেজাউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী। বিষয়ের ওপর সূচনা বক্তব্য রাখেন জিসিএনবি এর নির্বাহী পরিচালক শাহামিন এস. জামান। সেমিনারে দুইটি পেপার উপস্থাপন করেন মেরিটাইম এন্টি-করাপশন নেটওয়ার্ক এর প্রকল্প পরিচালক এবং সাবেক ডিজি শিপিং কমোডর সৈয়দ আরিফুল ইসলাম, বিএন(অব.) এবং শিপার্স কাউন্সিলের পরিচালক সৈয়দ মো. বখতিয়ার। তারা বর্তমান বিশে^র অর্থনৈতিক চ্যালেজ মোকাবিলার জন্য নৌ-পরিবহন খাতসহ অন্য খাতেরও দূর্নীতি অপসারণের জন্য প্রতিমন্ত্রীর মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২ , ৩০ ভাদ্র ১৪২৯ ১৭ সফর ১৪৪৪
গতকাল শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশ (এসসিবি) এর ধানমন্ডির নিজস্ব অফিসের সম্মেলন কক্ষে শিপার্স কাউসিল, ইউএন গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক (জিসিএনবি) এবং মেরিটাইম এন্টি-করাপশন নেটওয়ার্ক (এমএসিএন) যৌথ উদ্যোগে ‘মিটিগেটিং কোরাপশান ফর ইকোনোমিক গ্রোথ ইন দ্য মেরিটাইম সেক্টর’শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়। এসসিবি’র চেয়ারম্যান মো. রেজাউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী। বিষয়ের ওপর সূচনা বক্তব্য রাখেন জিসিএনবি এর নির্বাহী পরিচালক শাহামিন এস. জামান। সেমিনারে দুইটি পেপার উপস্থাপন করেন মেরিটাইম এন্টি-করাপশন নেটওয়ার্ক এর প্রকল্প পরিচালক এবং সাবেক ডিজি শিপিং কমোডর সৈয়দ আরিফুল ইসলাম, বিএন(অব.) এবং শিপার্স কাউন্সিলের পরিচালক সৈয়দ মো. বখতিয়ার। তারা বর্তমান বিশে^র অর্থনৈতিক চ্যালেজ মোকাবিলার জন্য নৌ-পরিবহন খাতসহ অন্য খাতেরও দূর্নীতি অপসারণের জন্য প্রতিমন্ত্রীর মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।