দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ কর্মবিরতি পালন করেছে। গত সোমবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস এ কর্মবিরতি পালন করছে।

নারায়ণগঞ্জে গতকালও এ কর্মবিরতি পালন করতে দেখা গেছে। এ কর্মবিরতিতে অংশ নেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সমিতির কর্তকর্তা ও সদস্যগণ।

এছাড়াও উপজেলা প্রকল্প বাস্তবায়ন এর উপ-সহকারী প্রকৌশলী মো. সিরাজুল ইসলামসহ সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এ সময় তারা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্মচারী কল্যাণ পরিষদের পাঁচ দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানান।

পাঁচ দফা দাবিগুলো হল ১. দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়ন, ২. জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদ আপগ্রেডেশন, ৩. উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, ৪. সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদ, নাম পরিবর্তন ও আপগ্রেডেশন ও ৫. দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূন্য পদ পদোন্নতি/ চলতি দায়িত্ব/ নিয়োগের মাধ্যমে পূরণ করা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সমিতির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন জানান, আমরা বিভিন্ন ধরনের দুর্যোগ দক্ষতার সাথে ব্যবস্থাপনা করলেও নিজেরাই দুর্যোগে কবলিত।

আমরা পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে সুশৃঙ্খল আন্দোলন করছি।

বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২ , ৩০ ভাদ্র ১৪২৯ ১৭ সফর ১৪৪৪

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

image

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) : দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা পাঁচ দফা দাবিতে কর্মবিরতি পালন করনে -সংবাদ

পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ কর্মবিরতি পালন করেছে। গত সোমবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস এ কর্মবিরতি পালন করছে।

নারায়ণগঞ্জে গতকালও এ কর্মবিরতি পালন করতে দেখা গেছে। এ কর্মবিরতিতে অংশ নেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সমিতির কর্তকর্তা ও সদস্যগণ।

এছাড়াও উপজেলা প্রকল্প বাস্তবায়ন এর উপ-সহকারী প্রকৌশলী মো. সিরাজুল ইসলামসহ সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এ সময় তারা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্মচারী কল্যাণ পরিষদের পাঁচ দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানান।

পাঁচ দফা দাবিগুলো হল ১. দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়ন, ২. জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদ আপগ্রেডেশন, ৩. উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, ৪. সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদ, নাম পরিবর্তন ও আপগ্রেডেশন ও ৫. দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূন্য পদ পদোন্নতি/ চলতি দায়িত্ব/ নিয়োগের মাধ্যমে পূরণ করা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সমিতির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন জানান, আমরা বিভিন্ন ধরনের দুর্যোগ দক্ষতার সাথে ব্যবস্থাপনা করলেও নিজেরাই দুর্যোগে কবলিত।

আমরা পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে সুশৃঙ্খল আন্দোলন করছি।