ইমরানের ‘ঘুম ঘুম চোখে’র সাফল্যের পর রঙ্গন মিউজিকের ব্যানারে মুক্তি পেয়েছে কোনাল- মিলনের দ্বৈত গানের ভিডিও ‘পাইনা তোকে’। গানটির কথা লিখেছেন রঙ্গন মিউজিকের কর্তধার জামাল হোসেন। ইমরান মাহমুদুলের সুর ও সংগীতায়োজনে চমৎকার ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা।
গান প্রসঙ্গে কন্ঠশিল্পী কোনাল বলেন, ‘রঙ্গন মিউজিকের সঙ্গে এটা দ্বিতীয় কাজ। জামাল ভাইয়ের লিরিকটা অসাধারণ। ইমরান এ লিরিকের যে সুর করেছে তা অনবদ্য। আর সৈকত রেজার মিউজিক ভিডিও মানে অন্যরকম কিছু।’ মিলন বলেন- ‘ইমরান ভাইয়ার সুর সংগীতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি গান গেয়েছি আমি। এই গানে সঙ্গে আছেন কোনাল আপু। আমি গানটি নিয়ে তারুন আশাবাদী।’
অন্যদিকে ইমরান বলেন, ‘একটা ভাল লিরিক একটা ভাল সুর সৃষ্টির উৎস। ভীষণ আনন্দ নিয়ে জামাল হোসেনের লিরিকটায় সুর করেছি। আশা করছি এ গান দর্শকদের অঢেল আনন্দ দেবে।’ রঙ্গন মিউজিকের কর্তধার জামাল হোসেন জানান- গানটির দারুণ অডিওর পাশাপাশি ভিডিওটিও সবাইকে চমকে দেবে। গানে মিলনের সঙ্গে মডেল হয়েছেন পাপড়ি পায়েল।
বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২ , ৩০ ভাদ্র ১৪২৯ ১৭ সফর ১৪৪৪
বিনোদন প্রতিবেদক
ইমরানের ‘ঘুম ঘুম চোখে’র সাফল্যের পর রঙ্গন মিউজিকের ব্যানারে মুক্তি পেয়েছে কোনাল- মিলনের দ্বৈত গানের ভিডিও ‘পাইনা তোকে’। গানটির কথা লিখেছেন রঙ্গন মিউজিকের কর্তধার জামাল হোসেন। ইমরান মাহমুদুলের সুর ও সংগীতায়োজনে চমৎকার ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা।
গান প্রসঙ্গে কন্ঠশিল্পী কোনাল বলেন, ‘রঙ্গন মিউজিকের সঙ্গে এটা দ্বিতীয় কাজ। জামাল ভাইয়ের লিরিকটা অসাধারণ। ইমরান এ লিরিকের যে সুর করেছে তা অনবদ্য। আর সৈকত রেজার মিউজিক ভিডিও মানে অন্যরকম কিছু।’ মিলন বলেন- ‘ইমরান ভাইয়ার সুর সংগীতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি গান গেয়েছি আমি। এই গানে সঙ্গে আছেন কোনাল আপু। আমি গানটি নিয়ে তারুন আশাবাদী।’
অন্যদিকে ইমরান বলেন, ‘একটা ভাল লিরিক একটা ভাল সুর সৃষ্টির উৎস। ভীষণ আনন্দ নিয়ে জামাল হোসেনের লিরিকটায় সুর করেছি। আশা করছি এ গান দর্শকদের অঢেল আনন্দ দেবে।’ রঙ্গন মিউজিকের কর্তধার জামাল হোসেন জানান- গানটির দারুণ অডিওর পাশাপাশি ভিডিওটিও সবাইকে চমকে দেবে। গানে মিলনের সঙ্গে মডেল হয়েছেন পাপড়ি পায়েল।