মা-বাবার ত্যাগ

বিচ্ছু সন্তান প্রসবের পরে সন্তান পিঠে রাখে। আর এই সন্তানেরা নিজেদের মায়ের পিঠের মাংস খেতে থাকে। ক্ষমতা থাকে সত্ত্বেও মা কিছু বলেনা, অভিযোগও করেনা। নীরবে কষ্ট পান এবং সন্তানেরা তার মাংস খেতে থাকে। এক সময় মা বিচ্ছু মারা যায় এবং সন্তানেরা বড় হয়, জীবন উপভোগ করে।

বর্তমান সমাজে অনেক পিতা-মাতা বিচ্ছুর মতো নীরবে কষ্ট পান। রোদ-বৃষ্টি-ঝড় পরোয়া না করে সন্তানদের জন্য দিনরাত পরিশ্রম করে যান। কিন্তু হায়! এই সন্তানেরা যখন বড় হয়, তারা অন্য কারো ভালোবাসার মূল্য দেয়ার জন্য পিতা মাতার সঙ্গে সম্পর্ক ত্যাগ করে। পিতা-মাতার কথা না ভেবে সুখী এবং শান্তিপূর্ণ জীবনযাপন করে।

পিতা-মাতাই আমাদের জীবনের সর্বপ্রথম ও প্রধান আদর্শ। আসুন আমরা আমাদের পিতা-মাতার প্রতি সদয় হই। পিতা মাতা আমাদের জন্য কত কষ্টইনা করে। আমাদের উচিত তাদের ভালোবাসা এবং তাদের সম্মান করা। পিতা-মাতা যেন আমাদের জন্য কোন রকম কষ্ট না পান সেই দিকে খেয়াল রাখা।

সাঈমা ইসলাম পান্না

বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২ , ৩০ ভাদ্র ১৪২৯ ১৭ সফর ১৪৪৪

মা-বাবার ত্যাগ

বিচ্ছু সন্তান প্রসবের পরে সন্তান পিঠে রাখে। আর এই সন্তানেরা নিজেদের মায়ের পিঠের মাংস খেতে থাকে। ক্ষমতা থাকে সত্ত্বেও মা কিছু বলেনা, অভিযোগও করেনা। নীরবে কষ্ট পান এবং সন্তানেরা তার মাংস খেতে থাকে। এক সময় মা বিচ্ছু মারা যায় এবং সন্তানেরা বড় হয়, জীবন উপভোগ করে।

বর্তমান সমাজে অনেক পিতা-মাতা বিচ্ছুর মতো নীরবে কষ্ট পান। রোদ-বৃষ্টি-ঝড় পরোয়া না করে সন্তানদের জন্য দিনরাত পরিশ্রম করে যান। কিন্তু হায়! এই সন্তানেরা যখন বড় হয়, তারা অন্য কারো ভালোবাসার মূল্য দেয়ার জন্য পিতা মাতার সঙ্গে সম্পর্ক ত্যাগ করে। পিতা-মাতার কথা না ভেবে সুখী এবং শান্তিপূর্ণ জীবনযাপন করে।

পিতা-মাতাই আমাদের জীবনের সর্বপ্রথম ও প্রধান আদর্শ। আসুন আমরা আমাদের পিতা-মাতার প্রতি সদয় হই। পিতা মাতা আমাদের জন্য কত কষ্টইনা করে। আমাদের উচিত তাদের ভালোবাসা এবং তাদের সম্মান করা। পিতা-মাতা যেন আমাদের জন্য কোন রকম কষ্ট না পান সেই দিকে খেয়াল রাখা।

সাঈমা ইসলাম পান্না