দেওয়ানি মামলার ফাইলিং প্রসঙ্গে

সেরেস্তাদারের কাছে ফাইলিংয়ের দায়িত্ব থাকার কারণে দেওয়ানি মামলাগুলোর মধ্যে যেগুলো অপ্রয়োজনীয় অকেজো সেই মামলাগুলো শুনানির জন্য আদালতে গ্রহণ করার কারণে মামলার পাহাড় জমে উঠেছে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, দেওয়ানি মামলার মধ্যে শতকরা ৯৫% মামলায় বিজ্ঞ আইনজীবী বলে দিতে পারেন মামলায় বাদী হারবে না জিতবে। সুতরাং দেওয়ানি মামলা সেরেস্তাদারের কাছে ফাইলিং না করে প্রাথমিক শুনানি করে ফাইলিং নিলে অধিকাংশ মামলার উদ্ভব হবে না। এতে বিচারপ্রার্থী আদালতের শ্রম, মূল্যবান সময়, অর্থের সাশ্রয় হবে। একই সঙ্গে মামলাজট বহুলাংশে হ্রাস পাবে। এতে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা বাড়বে।

আব্বাস উদ্দিন আহমদ

বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২ , ৩০ ভাদ্র ১৪২৯ ১৭ সফর ১৪৪৪

দেওয়ানি মামলার ফাইলিং প্রসঙ্গে

সেরেস্তাদারের কাছে ফাইলিংয়ের দায়িত্ব থাকার কারণে দেওয়ানি মামলাগুলোর মধ্যে যেগুলো অপ্রয়োজনীয় অকেজো সেই মামলাগুলো শুনানির জন্য আদালতে গ্রহণ করার কারণে মামলার পাহাড় জমে উঠেছে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, দেওয়ানি মামলার মধ্যে শতকরা ৯৫% মামলায় বিজ্ঞ আইনজীবী বলে দিতে পারেন মামলায় বাদী হারবে না জিতবে। সুতরাং দেওয়ানি মামলা সেরেস্তাদারের কাছে ফাইলিং না করে প্রাথমিক শুনানি করে ফাইলিং নিলে অধিকাংশ মামলার উদ্ভব হবে না। এতে বিচারপ্রার্থী আদালতের শ্রম, মূল্যবান সময়, অর্থের সাশ্রয় হবে। একই সঙ্গে মামলাজট বহুলাংশে হ্রাস পাবে। এতে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা বাড়বে।

আব্বাস উদ্দিন আহমদ