সিএনজি ভাড়া কমানো হোক

চট্টগ্রাম নগরীর ব্যস্ত সড়কগুলোর মধ্যে একটি মুরাদপুর-কোতোয়ালি রোড। এ সড়কটি দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থীসহ কর্মজীবী মানুষ যাতায়াত করে। চট্টগ্রাম চকবাজারকে লেখাপড়ার মূলকেন্দ্র হিসেবে ধরা হয়। কারণ চকবাজারে রয়েছে কয়েকটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এমনকি মেডিকেল, ভার্সিটি এডমিশন কোচিং সেন্টারসহ অনেক একাডেমিক কোচিং সেন্টার রয়েছে চকবাজার এলাকায়। যার ফলে শত শত শিক্ষার্থীকে প্রতিদিন চকবাজারে আসা-যাওয়া করতে হয়।

মুরাদপুর থেকে চকবাজারে যাতায়াতের একমাত্র ব্যবস্থা হলো লোকাল সিএনজি। গত চার মাস আগে মুরাদপুর থেকে চকবাজার পর্যন্ত ভাড়া ছিল ৫ টাকা। এর কিছুদিন পর ভাড়া বাড়িয়ে ৭ টাকা করা হয়। সরকার জ্বালানি তেলের দাম বাড়ালে ভাড়া বাড়িয়ে ১০ টাকা করে। কিন্তু সরকার জ্বালানি তেলের দাম কমালেও ভাড়া কমায়নি। মুরাদপুর-চকবাজার ২.২ কিলোমিটার দূরত্বে ৫ টাকা থেকে ১০ টাকা ভাড়া বাড়ার কারণে শিক্ষার্থীদের হিমশিম খেতে হচ্ছে। শিক্ষার্থীদের সপ্তাহে পাঁচ দিন আসা যাওয়াতে ১০০ টাকা খরচ হয় শুধু সিএনজি ভাড়াতেই। তাই চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং প্রশাসন যেন ভাড়াটা কমানোর ব্যবস্থা করেন, সেই অনুরোধ রইলা।

রায়হান উদ্দিন

বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২ , ৩০ ভাদ্র ১৪২৯ ১৭ সফর ১৪৪৪

সিএনজি ভাড়া কমানো হোক

image

চট্টগ্রাম নগরীর ব্যস্ত সড়কগুলোর মধ্যে একটি মুরাদপুর-কোতোয়ালি রোড। এ সড়কটি দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থীসহ কর্মজীবী মানুষ যাতায়াত করে। চট্টগ্রাম চকবাজারকে লেখাপড়ার মূলকেন্দ্র হিসেবে ধরা হয়। কারণ চকবাজারে রয়েছে কয়েকটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এমনকি মেডিকেল, ভার্সিটি এডমিশন কোচিং সেন্টারসহ অনেক একাডেমিক কোচিং সেন্টার রয়েছে চকবাজার এলাকায়। যার ফলে শত শত শিক্ষার্থীকে প্রতিদিন চকবাজারে আসা-যাওয়া করতে হয়।

মুরাদপুর থেকে চকবাজারে যাতায়াতের একমাত্র ব্যবস্থা হলো লোকাল সিএনজি। গত চার মাস আগে মুরাদপুর থেকে চকবাজার পর্যন্ত ভাড়া ছিল ৫ টাকা। এর কিছুদিন পর ভাড়া বাড়িয়ে ৭ টাকা করা হয়। সরকার জ্বালানি তেলের দাম বাড়ালে ভাড়া বাড়িয়ে ১০ টাকা করে। কিন্তু সরকার জ্বালানি তেলের দাম কমালেও ভাড়া কমায়নি। মুরাদপুর-চকবাজার ২.২ কিলোমিটার দূরত্বে ৫ টাকা থেকে ১০ টাকা ভাড়া বাড়ার কারণে শিক্ষার্থীদের হিমশিম খেতে হচ্ছে। শিক্ষার্থীদের সপ্তাহে পাঁচ দিন আসা যাওয়াতে ১০০ টাকা খরচ হয় শুধু সিএনজি ভাড়াতেই। তাই চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং প্রশাসন যেন ভাড়াটা কমানোর ব্যবস্থা করেন, সেই অনুরোধ রইলা।

রায়হান উদ্দিন