ডাস্টবিন ব্যবহার করুন

ডাস্টবিন পরিবেশ রক্ষার ও সুন্দর রাখার একটি প্রয়োজনীয় মাধ্যম। শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস আদালত, বিনোদন পার্ক, বাজার ঘাট সব জায়গায়ই ডাস্টবিন রয়েছে। আমাদের প্রতিদিনের কাজকর্মে বিভিন্ন ময়লা আবর্জনা স্তুপ তৈরি হয়। সেসব ডাস্টবিন না রেখে আমরা বাহিরে খোলা মেলা জায়গায় রাখি। আমাদের অনেকেরই ডাস্টবিনে ময়লা ফেলায় তেমন উৎসাহ দেখা যায় না। কেউ কেউ আবার ডাস্টবিনে না ফেলে তার পাশেই ফেলে রেখে যাই। ময়লা ফেলাতে এতো ব্যস্ততা দেখাই যে ময়লা বাহিরে রেখে যাই। আর এতে ময়লা পঁচে দুর্গন্ধ হয়। পরিবেশের ক্ষতি হয়।

কেউ কেউ বিনোদন পার্কে বসে আড্ডা দিচ্ছে, আড্ডার মাঝে পানির বোতল, কলার খোসা সেখানেই ফেলে দিচ্ছে। আড্ডা দিতে এসে লক্ষ্য রাখছে না এই কলার খোসার জন্য কোনো বিপদও হতে পারে। অনেকে না দেখে এক্সিডেন্টও হতে পারে। নিজের অবহেলায় অন্যজনের ক্ষতি হচ্ছে। তাই আমাদের সচেতন হতে হবে। নিজেদের ডাস্টবিন ব্যবহার করতে হবে, সকলকে তা ব্যবহারে উৎসাহ দিতে হবে। ময়লা যেখানে সেখানে ফেললে এর ক্ষতিকর দিকগুলো সবাইকে বোঝাতে হবে। চলুন সবাই সচেতন হই, পরিষ্কার-পরিচ্ছন্ন দেশ গড়ি।

মাহফুজা খাতুন লিমা

বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২ , ৩০ ভাদ্র ১৪২৯ ১৭ সফর ১৪৪৪

ডাস্টবিন ব্যবহার করুন

image

ডাস্টবিন পরিবেশ রক্ষার ও সুন্দর রাখার একটি প্রয়োজনীয় মাধ্যম। শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস আদালত, বিনোদন পার্ক, বাজার ঘাট সব জায়গায়ই ডাস্টবিন রয়েছে। আমাদের প্রতিদিনের কাজকর্মে বিভিন্ন ময়লা আবর্জনা স্তুপ তৈরি হয়। সেসব ডাস্টবিন না রেখে আমরা বাহিরে খোলা মেলা জায়গায় রাখি। আমাদের অনেকেরই ডাস্টবিনে ময়লা ফেলায় তেমন উৎসাহ দেখা যায় না। কেউ কেউ আবার ডাস্টবিনে না ফেলে তার পাশেই ফেলে রেখে যাই। ময়লা ফেলাতে এতো ব্যস্ততা দেখাই যে ময়লা বাহিরে রেখে যাই। আর এতে ময়লা পঁচে দুর্গন্ধ হয়। পরিবেশের ক্ষতি হয়।

কেউ কেউ বিনোদন পার্কে বসে আড্ডা দিচ্ছে, আড্ডার মাঝে পানির বোতল, কলার খোসা সেখানেই ফেলে দিচ্ছে। আড্ডা দিতে এসে লক্ষ্য রাখছে না এই কলার খোসার জন্য কোনো বিপদও হতে পারে। অনেকে না দেখে এক্সিডেন্টও হতে পারে। নিজের অবহেলায় অন্যজনের ক্ষতি হচ্ছে। তাই আমাদের সচেতন হতে হবে। নিজেদের ডাস্টবিন ব্যবহার করতে হবে, সকলকে তা ব্যবহারে উৎসাহ দিতে হবে। ময়লা যেখানে সেখানে ফেললে এর ক্ষতিকর দিকগুলো সবাইকে বোঝাতে হবে। চলুন সবাই সচেতন হই, পরিষ্কার-পরিচ্ছন্ন দেশ গড়ি।

মাহফুজা খাতুন লিমা