সস্তায় পণ্য কেনার আগে দ্বিতীয়বার ভাবুন

সস্তা পেয়ে সবাই বস্তায় ভরা পছন্দ করে। কেউ এতটুকু চিন্তা করে না, এত দামী জিনিস সস্তায় সে কীভাবে বিক্রি করে? নিশ্চয় কোনো একটা কারণ আছে। কারণটা কেউ ঘাটাঘাটি করে না। ঘাটাঘাটি করলেও তার মন তো মানে না। কারণ এখানে স্বল্প দামে পাওয়া যাচ্ছে। পরিচিত-অপরিচিত কারো নিকট থেকে ডকুমেন্ট ছাড়াই মোবাইল, সাইকেল, ল্যাপটপ, গাড়ি ইত্যাদি কিনে অবশেষে পড়ে যায় মহাবিপদে। কোনো ডকুমেন্ট না থাকায় প্রায়ই ফেঁসে যেতে হয় মামলায়, যেতে হয় আদালতে। তাই এরকম ভোগান্তি থেকে বাঁচতে হলে এখন থেকে সবাইকে সচেতন হতে হবে। চুরি করা মালামাল কেনা থেকে বিরত থাকতে হবে।

শেখ সজীব আহমেদ

বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২ , ৩০ ভাদ্র ১৪২৯ ১৭ সফর ১৪৪৪

সস্তায় পণ্য কেনার আগে দ্বিতীয়বার ভাবুন

সস্তা পেয়ে সবাই বস্তায় ভরা পছন্দ করে। কেউ এতটুকু চিন্তা করে না, এত দামী জিনিস সস্তায় সে কীভাবে বিক্রি করে? নিশ্চয় কোনো একটা কারণ আছে। কারণটা কেউ ঘাটাঘাটি করে না। ঘাটাঘাটি করলেও তার মন তো মানে না। কারণ এখানে স্বল্প দামে পাওয়া যাচ্ছে। পরিচিত-অপরিচিত কারো নিকট থেকে ডকুমেন্ট ছাড়াই মোবাইল, সাইকেল, ল্যাপটপ, গাড়ি ইত্যাদি কিনে অবশেষে পড়ে যায় মহাবিপদে। কোনো ডকুমেন্ট না থাকায় প্রায়ই ফেঁসে যেতে হয় মামলায়, যেতে হয় আদালতে। তাই এরকম ভোগান্তি থেকে বাঁচতে হলে এখন থেকে সবাইকে সচেতন হতে হবে। চুরি করা মালামাল কেনা থেকে বিরত থাকতে হবে।

শেখ সজীব আহমেদ