কবে শষে হবে লোহালিয়া সতেুর নির্মাণ কাজ

দক্ষিনাঞ্চলের নদী বিদৌত জেলা পটুয়াখালী। পটুয়াখালী শহর লোহালয়িা নদীর তীরে অবস্থতি। প্রতদিনি চারটি উপজলোর র্অধলক্ষাধকি মানুষ এ নদী দিয়ে খেয়া পারাপারের মাধ্যমে যাতায়াত করে। তাই যাত্রীসাধারণের ভোগান্তরি কথা বিবেচনা করে লোহালিয়া নদীতে ২০১১ সালে সেতু নির্মাণের কাজ শুরু হয়। ৫৭৬.২৫ মটিার দর্ঘৈরে নর্মিাণাধীন এ সতেুর কাজ এক দশকওে শষে হয়নি।

সম্প্রতি স্থানীয় সরকার, মন্ত্রণালয় ও নৌ-পরবিহন মন্ত্রণালয়ের বিরোধের কারণে বন্ধ হয়ে গেছে সেতুটির নির্মাণ কাজ। সেতুটির নদীর উপরিভাগে ব্যাবহার করা হবে স্টিলের প্লেট। যার নির্মাণ কাজ চলমান থাকলে বিঘ্ন ঘটবে লঞ্চ চলাচলে। নৌ-পরবিহন মন্ত্রণালয়ের অনুমতি ব্যতিত বন্ধ করা যাচ্ছে না নৌ-চলাচল।

স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ডিসেম্বরে সেতুর কাজ শেষ করার কথা বললওে বাস্তবে তা সন্দেহাতীত। সময়মত কাজ সম্পন্ন না হলে বাড়বে নির্মাণ ব্যয় ও জনভোগান্তি যোগাযোগ, কৃষি ও র্অথনতৈকি কারণে এ সেতুর গুরুত্ব অত্যাধিক। তাই সবার সঙ্গে সমন্বয় করে এ সেতুটির কাজ অতিদ্রুত শেষ করার জন্য সংশ্লষ্টি র্কতৃপক্ষর দৃষ্টি আর্কষণ করছি।

আবদুল্লাহ মাহমুদ

বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২ , ৩০ ভাদ্র ১৪২৯ ১৭ সফর ১৪৪৪

কবে শষে হবে লোহালিয়া সতেুর নির্মাণ কাজ

দক্ষিনাঞ্চলের নদী বিদৌত জেলা পটুয়াখালী। পটুয়াখালী শহর লোহালয়িা নদীর তীরে অবস্থতি। প্রতদিনি চারটি উপজলোর র্অধলক্ষাধকি মানুষ এ নদী দিয়ে খেয়া পারাপারের মাধ্যমে যাতায়াত করে। তাই যাত্রীসাধারণের ভোগান্তরি কথা বিবেচনা করে লোহালিয়া নদীতে ২০১১ সালে সেতু নির্মাণের কাজ শুরু হয়। ৫৭৬.২৫ মটিার দর্ঘৈরে নর্মিাণাধীন এ সতেুর কাজ এক দশকওে শষে হয়নি।

সম্প্রতি স্থানীয় সরকার, মন্ত্রণালয় ও নৌ-পরবিহন মন্ত্রণালয়ের বিরোধের কারণে বন্ধ হয়ে গেছে সেতুটির নির্মাণ কাজ। সেতুটির নদীর উপরিভাগে ব্যাবহার করা হবে স্টিলের প্লেট। যার নির্মাণ কাজ চলমান থাকলে বিঘ্ন ঘটবে লঞ্চ চলাচলে। নৌ-পরবিহন মন্ত্রণালয়ের অনুমতি ব্যতিত বন্ধ করা যাচ্ছে না নৌ-চলাচল।

স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ডিসেম্বরে সেতুর কাজ শেষ করার কথা বললওে বাস্তবে তা সন্দেহাতীত। সময়মত কাজ সম্পন্ন না হলে বাড়বে নির্মাণ ব্যয় ও জনভোগান্তি যোগাযোগ, কৃষি ও র্অথনতৈকি কারণে এ সেতুর গুরুত্ব অত্যাধিক। তাই সবার সঙ্গে সমন্বয় করে এ সেতুটির কাজ অতিদ্রুত শেষ করার জন্য সংশ্লষ্টি র্কতৃপক্ষর দৃষ্টি আর্কষণ করছি।

আবদুল্লাহ মাহমুদ