সাগরে নিম্নচাপ দেশজুড়ে টানা ৩ দিন বৃষ্টি

আজ কমতে পারে

বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে টানা তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে। আবহাওয়াবিদদের তথ্য মতে, নিম্নচাপটি এরই মধ্যে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে গতকাল ‘সারা দেশে বৃষ্টি হবে’ এমন তথ্য আগেই জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। আজো বৃষ্টি হবে, তবে গতকালের মতো টানা হবে না। বৃষ্টির প্রবণতা কমে আজ কোথাও কোথাও দেখা যেতে পারে রোদ বলে জানিয়েছেন আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা।

আজ থেকে রাজধানীতে বৃষ্টি প্রবণতা কমে আসলেও আগামী শুক্রবার থেকে আরেকটি লঘুচাপের কথা জানিয়েছেন এই আবহাওয়াবিদ।

গতকাল আবহাওয়া অধিদপ্তরের দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুস্পষ্ট লঘুচাপটি মধ্যপ্রদেশের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় বিরাজমান। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও এর কাছাকাছি বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ ভারতের রাজস্থান, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয়।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয় চুয়াডাঙ্গায়, ১২১ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে, ৩১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাট ও হাতিয়ায়, ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ, দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি এবং বজ্রবৃষ্টি হতে পারে। গত তিনদিনের তুলনায় আবহাওয়া কিছুটা শান্ত হওয়ায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত নামিয়ে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২ , ০১ আশ্বিন ১৪২৯ ১৭ সফর ১৪৪৪

সাগরে নিম্নচাপ দেশজুড়ে টানা ৩ দিন বৃষ্টি

আজ কমতে পারে

নিজস্ব বার্তা পরিবেশক

বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে টানা তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে। আবহাওয়াবিদদের তথ্য মতে, নিম্নচাপটি এরই মধ্যে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে গতকাল ‘সারা দেশে বৃষ্টি হবে’ এমন তথ্য আগেই জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। আজো বৃষ্টি হবে, তবে গতকালের মতো টানা হবে না। বৃষ্টির প্রবণতা কমে আজ কোথাও কোথাও দেখা যেতে পারে রোদ বলে জানিয়েছেন আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা।

আজ থেকে রাজধানীতে বৃষ্টি প্রবণতা কমে আসলেও আগামী শুক্রবার থেকে আরেকটি লঘুচাপের কথা জানিয়েছেন এই আবহাওয়াবিদ।

গতকাল আবহাওয়া অধিদপ্তরের দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুস্পষ্ট লঘুচাপটি মধ্যপ্রদেশের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় বিরাজমান। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও এর কাছাকাছি বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ ভারতের রাজস্থান, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয়।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয় চুয়াডাঙ্গায়, ১২১ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে, ৩১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাট ও হাতিয়ায়, ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ, দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি এবং বজ্রবৃষ্টি হতে পারে। গত তিনদিনের তুলনায় আবহাওয়া কিছুটা শান্ত হওয়ায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত নামিয়ে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।