রাঙ্গাকে দলের সব পদ থেকে অব্যাহতি, রংপুরে উত্তেজনা

আজ সংবাদ সম্মেলন করবেন রাঙ্গা

রংপুর-১ আসনের সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গাকে দলের সব পদ থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় পার্টি। জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলের গঠতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে পার্টির প্রেসিডিয়াম সদস্যসহ সব পদবী থেকে মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি প্রদান করেছেন। ইতোমধ্যে এই আদেশ কার্যকর করা হয়েছে।’

সংসদ সদস্য রাঙ্গা জাতীয় সংসদের বিরোধীদলীয় প্রধান হুইপের পদেও রয়েছেন। তিনি এক সময় জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্বও সামলেছেন।

দল থেকে অব্যাহতি দেয়ার বিষয়ে রাঙ্গা সংবাদমাধ্যমে বলেন, ‘আমি হাতে কিছু পাইনি। শুনেছি, যদি এটা করে থাকেন তবে সেটা অগণতান্ত্রিক, অন্যায় আচরণ।’

রাঙ্গা বলেন, ‘উনি (কাদের) দুষ্টু লোকের পরামর্শে করেছেন। আমরা কারও দয়ায় জাতীয় পার্টি করি না। তৃণমূল থেকে জাতীয় পার্টি করেছি। উনার সঙ্গে রংপুরে দেখা হবে।’

মশিউর রহমান রাঙ্গা মনে করেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সঙ্গে জাপার যোগসূত্র সৃষ্টির চেষ্টা করছেন জিএম কাদের। রাঙ্গার অভিযোগ, বিএনপির সঙ্গে ঘেঁষতে গিয়েই জিএম কাদের তার সঙ্গে এই অবস্থান সৃষ্টি করেছেন।

রাঙ্গা বলেন, ‘আমি সংসদ সদস্য, বিরোধীদলীয় চিফ হুইপ। তিনি কিছুই করতে পারবেন না। এরশাদ সাহেবকে বিএনপি ১২ দিন কারাগারের ফ্লোরে শুয়ে থাকতে বাধ্য করেছে। আমার ছেলেকে কিডন্যাপ করেছে, আমি তো কোনদিন বিএনপির দিকে যাব না।’

উল্লেখ্য, তিনি ২০১৪ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী ছিলেন। জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ জীবিত থাকাকালে ২০১৮ সালে রাঙ্গাকে দলের মহাসচিব করেছিলেন। এরপর ২০১৯ সালে তাকে সংসদে বিরোধী দলের প্রধান হুইপ করা হয়।

রাঙ্গাকে অব্যাহতি, রংপুরে তুমুল উত্তেজনা

নিজস্ব বার্তা পরিবেশক জানান, জাতীয় পার্টি থেকে দলের সাবেক মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গাকে দলের সব পদ থেকে অব্যাহতি দেয়ার ঘটনা নিয়ে আজ দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আহ্বান করেছেন। বিষয়টি নিজেই এ প্রতিনিধির কাছে নিশ্চিত করে বলেছেন সেখানেই বিস্তারিত বলবেন। তবে তাকে অন্যায়ভাবে দলের চেয়ারম্যান জিএম কাদের দল থেকে অব্যাহতি দিয়েছেন। এ ব্যাপারে পাল্টা চ্যালেজ্ঞ ছুড়ে দিয়ে বললেন রংপুরে তারা কিভাবে রাজনীতি করে সেটি তিনি দেখবেন। এদিকে রাঙ্গা রংপুরের জেলা জাতীয় পার্টির সভাপতি, তার সমর্থকরা যেকোন সময় রংপুর জেলা জাতীয় পার্টির কার্যালয় দখল করতে পারে এমন আশঙ্কায় জাপার প্রেসিডিয়াম সদস্য ও মহানগর জাতীয় পার্টির সভাপতি ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এস এম ইয়াসির বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে এ রিপোর্ট লেখা পর্যন্ত রংপুর জেলা জাতীয় পার্টি কার্যালয়ে অবস্থান করছেন। এ ব্যাপারে রংপুর সিটি মেয়র ও মহানগর জাপা সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা এ প্রতিনিধিকে বলেন, রাঙ্গা সংসদীয় দলে সভার সিদ্ধান্ত অনুযায়ী জিএম কাদেরকে সংসদীয় দলের নেতা হিসেবে জিএম কাদের নাম স্পিকারের কাছে জমা দেয়ার পর আবার বলেছেন তার কাছ থেকে নাকি জোর করে স্বাক্ষর নেয়া হয়েছে। তিনি বলেন বাচ্চা ছেলে নয় দীর্ঘদিন ধরে রাজনীতি করেন তিনি, এসব কথা বলে দলের সিদ্ধান্ত অমান্য করেছেন। সে কারণে তাকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তিনি যদি দলের কাছে ক্ষমা চান তাহলে আবারও তাকে দলে ফিরিয়ে নেয়ার সুযোগ আছে। জিএম কাদেরকে রংপুরে আসলে প্রতিহত করার রাঙ্গার ঘোণা অবান্তর। যে কেউ রংপুরে আসতে পারে সেখানে তাকে প্রতিহত করার ক্ষমতা কারো নেই এটা তিনি বলে ভালো করেননি বলে জানান। একই কথা বলেন মহানগর জাপা সাধারণ সম্পাদক এসএম ইয়াসির ও জেলা জাপা সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক। তারা বলেন দলের কাছে ক্ষমা চাইলে অবশ্যই দল বিবেচনা করবে। আর তাকে তো দল থেকে বহিষ্কার করা হয়নি পদবী থেকে অব্যাহতি দেয়া হয়েছে। উনি ক্ষমা চাইলে আবারও দলে ফিরতে পারেন।’ এদিকে সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে দল থেকে অব্যাহতি দেয়ার ঘটনায় জাপার দুর্গ বলে পরিচিত রংপুরে পক্ষের সমর্থকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। এতে বড় ধরনের সহিংসতার আশঙ্কা করছেন দলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২ , ০১ আশ্বিন ১৪২৯ ১৭ সফর ১৪৪৪

রাঙ্গাকে দলের সব পদ থেকে অব্যাহতি, রংপুরে উত্তেজনা

আজ সংবাদ সম্মেলন করবেন রাঙ্গা

নিজস্ব বার্তা পরিবেশক

রংপুর-১ আসনের সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গাকে দলের সব পদ থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় পার্টি। জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলের গঠতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে পার্টির প্রেসিডিয়াম সদস্যসহ সব পদবী থেকে মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি প্রদান করেছেন। ইতোমধ্যে এই আদেশ কার্যকর করা হয়েছে।’

সংসদ সদস্য রাঙ্গা জাতীয় সংসদের বিরোধীদলীয় প্রধান হুইপের পদেও রয়েছেন। তিনি এক সময় জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্বও সামলেছেন।

দল থেকে অব্যাহতি দেয়ার বিষয়ে রাঙ্গা সংবাদমাধ্যমে বলেন, ‘আমি হাতে কিছু পাইনি। শুনেছি, যদি এটা করে থাকেন তবে সেটা অগণতান্ত্রিক, অন্যায় আচরণ।’

রাঙ্গা বলেন, ‘উনি (কাদের) দুষ্টু লোকের পরামর্শে করেছেন। আমরা কারও দয়ায় জাতীয় পার্টি করি না। তৃণমূল থেকে জাতীয় পার্টি করেছি। উনার সঙ্গে রংপুরে দেখা হবে।’

মশিউর রহমান রাঙ্গা মনে করেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সঙ্গে জাপার যোগসূত্র সৃষ্টির চেষ্টা করছেন জিএম কাদের। রাঙ্গার অভিযোগ, বিএনপির সঙ্গে ঘেঁষতে গিয়েই জিএম কাদের তার সঙ্গে এই অবস্থান সৃষ্টি করেছেন।

রাঙ্গা বলেন, ‘আমি সংসদ সদস্য, বিরোধীদলীয় চিফ হুইপ। তিনি কিছুই করতে পারবেন না। এরশাদ সাহেবকে বিএনপি ১২ দিন কারাগারের ফ্লোরে শুয়ে থাকতে বাধ্য করেছে। আমার ছেলেকে কিডন্যাপ করেছে, আমি তো কোনদিন বিএনপির দিকে যাব না।’

উল্লেখ্য, তিনি ২০১৪ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী ছিলেন। জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ জীবিত থাকাকালে ২০১৮ সালে রাঙ্গাকে দলের মহাসচিব করেছিলেন। এরপর ২০১৯ সালে তাকে সংসদে বিরোধী দলের প্রধান হুইপ করা হয়।

রাঙ্গাকে অব্যাহতি, রংপুরে তুমুল উত্তেজনা

নিজস্ব বার্তা পরিবেশক জানান, জাতীয় পার্টি থেকে দলের সাবেক মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গাকে দলের সব পদ থেকে অব্যাহতি দেয়ার ঘটনা নিয়ে আজ দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আহ্বান করেছেন। বিষয়টি নিজেই এ প্রতিনিধির কাছে নিশ্চিত করে বলেছেন সেখানেই বিস্তারিত বলবেন। তবে তাকে অন্যায়ভাবে দলের চেয়ারম্যান জিএম কাদের দল থেকে অব্যাহতি দিয়েছেন। এ ব্যাপারে পাল্টা চ্যালেজ্ঞ ছুড়ে দিয়ে বললেন রংপুরে তারা কিভাবে রাজনীতি করে সেটি তিনি দেখবেন। এদিকে রাঙ্গা রংপুরের জেলা জাতীয় পার্টির সভাপতি, তার সমর্থকরা যেকোন সময় রংপুর জেলা জাতীয় পার্টির কার্যালয় দখল করতে পারে এমন আশঙ্কায় জাপার প্রেসিডিয়াম সদস্য ও মহানগর জাতীয় পার্টির সভাপতি ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এস এম ইয়াসির বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে এ রিপোর্ট লেখা পর্যন্ত রংপুর জেলা জাতীয় পার্টি কার্যালয়ে অবস্থান করছেন। এ ব্যাপারে রংপুর সিটি মেয়র ও মহানগর জাপা সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা এ প্রতিনিধিকে বলেন, রাঙ্গা সংসদীয় দলে সভার সিদ্ধান্ত অনুযায়ী জিএম কাদেরকে সংসদীয় দলের নেতা হিসেবে জিএম কাদের নাম স্পিকারের কাছে জমা দেয়ার পর আবার বলেছেন তার কাছ থেকে নাকি জোর করে স্বাক্ষর নেয়া হয়েছে। তিনি বলেন বাচ্চা ছেলে নয় দীর্ঘদিন ধরে রাজনীতি করেন তিনি, এসব কথা বলে দলের সিদ্ধান্ত অমান্য করেছেন। সে কারণে তাকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তিনি যদি দলের কাছে ক্ষমা চান তাহলে আবারও তাকে দলে ফিরিয়ে নেয়ার সুযোগ আছে। জিএম কাদেরকে রংপুরে আসলে প্রতিহত করার রাঙ্গার ঘোণা অবান্তর। যে কেউ রংপুরে আসতে পারে সেখানে তাকে প্রতিহত করার ক্ষমতা কারো নেই এটা তিনি বলে ভালো করেননি বলে জানান। একই কথা বলেন মহানগর জাপা সাধারণ সম্পাদক এসএম ইয়াসির ও জেলা জাপা সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক। তারা বলেন দলের কাছে ক্ষমা চাইলে অবশ্যই দল বিবেচনা করবে। আর তাকে তো দল থেকে বহিষ্কার করা হয়নি পদবী থেকে অব্যাহতি দেয়া হয়েছে। উনি ক্ষমা চাইলে আবারও দলে ফিরতে পারেন।’ এদিকে সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে দল থেকে অব্যাহতি দেয়ার ঘটনায় জাপার দুর্গ বলে পরিচিত রংপুরে পক্ষের সমর্থকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। এতে বড় ধরনের সহিংসতার আশঙ্কা করছেন দলের নেতাকর্মীরা।