ছাত্রীদের আত্মরক্ষার প্রশিক্ষণ

চলতি বছরের দেশসেরা বিদ্যালয় হয়েছে রাজশাহীর সরকারি প্রমথনাথ (পিএন) বালিকা উচ্চ বিদ্যালয়।

লেখাপড়ার পাশাপাশি অন্য সৃজনশীল কাজের জন্য বিদ্যালয়ের সুনাম ছড়িয়ে পড়ুক এমন প্রত্যাশায় বিদ্যালয়টি এবার মেয়েদের আত্মরক্ষা বিষয়ক শর্ট কোর্স প্রদানের আয়োজন করে। চার দিনব্যাপী এই প্রশিক্ষণ দেয় সেল্ফ ডিফেন্স অ্যান্ড ফিটনেস একাডেমি। ৬ষ্ঠ শ্রেণির ২৫ জন শিক্ষার্থীর অংশ গ্রহণে প্রশিক্ষণ শেষে গতকাল বেলা ১২টার দিকে সনদপত্র তুলে দেয়া হয়। নিজেদের আত্মরক্ষায় এমন প্রশিক্ষণ পেয়ে নিজেদের সুরক্ষা ও ছোট-খাটো বিপদ থেকে রক্ষা করতে পারবো বলে প্রশিক্ষনার্থীরা জানান।

নিজেদের স্কুলে এমন প্রশিক্ষণের আয়োজন করায় স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে শিক্ষার্থীরা বলেন, নিজেদের আত্মরক্ষায় এখন আর বাসা থেকে বাবা-মাকে আসতে হবে না। নিজেকে নিজেই আত্মরক্ষা করতে পারব বলে জানান।

সেল্ফ ডিফেন্স অ্যান্ড ফিটনেস একাডেমির কর্ণধর ও প্রশিক্ষক আরিফ আহমেদ বলেন, এই স্কুলের প্রধান শিক্ষিকা তৌহিদ আরার আন্তরিকতার কারণেই সম্ভব হয়েছে প্রশিক্ষণটি দেয়ায়। প্রশিক্ষণ দেয়ায় শিক্ষার্থীরা মূলত খালি হাতে নিজেদের আঘাত থেকে প্রতিহত করতে পারবে বলে জানান।

বিদ্যালয়টির সহকারী প্রধান শিক্ষক আবুল হোসেন বলেন, অল্প সময়ে ক্লাসের ফাঁকে মেয়েরা নিজেদের আত্মরক্ষায় যে প্রশিক্ষণ নিয়েছেন এবং যে প্রশিক্ষণ দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই।

সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় সনদপত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী শিক্ষক রুবিনা আনিস, মুজিবুর রহমান, জামিল আহম্মেদসহ অন্য শিক্ষক-কর্মচারী ও অভিভাবকরা।

বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২ , ০১ আশ্বিন ১৪২৯ ১৭ সফর ১৪৪৪

ছাত্রীদের আত্মরক্ষার প্রশিক্ষণ

জেলা বার্তা পরিবেশক, রাজশাহী

image

চলতি বছরের দেশসেরা বিদ্যালয় হয়েছে রাজশাহীর সরকারি প্রমথনাথ (পিএন) বালিকা উচ্চ বিদ্যালয়।

লেখাপড়ার পাশাপাশি অন্য সৃজনশীল কাজের জন্য বিদ্যালয়ের সুনাম ছড়িয়ে পড়ুক এমন প্রত্যাশায় বিদ্যালয়টি এবার মেয়েদের আত্মরক্ষা বিষয়ক শর্ট কোর্স প্রদানের আয়োজন করে। চার দিনব্যাপী এই প্রশিক্ষণ দেয় সেল্ফ ডিফেন্স অ্যান্ড ফিটনেস একাডেমি। ৬ষ্ঠ শ্রেণির ২৫ জন শিক্ষার্থীর অংশ গ্রহণে প্রশিক্ষণ শেষে গতকাল বেলা ১২টার দিকে সনদপত্র তুলে দেয়া হয়। নিজেদের আত্মরক্ষায় এমন প্রশিক্ষণ পেয়ে নিজেদের সুরক্ষা ও ছোট-খাটো বিপদ থেকে রক্ষা করতে পারবো বলে প্রশিক্ষনার্থীরা জানান।

নিজেদের স্কুলে এমন প্রশিক্ষণের আয়োজন করায় স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে শিক্ষার্থীরা বলেন, নিজেদের আত্মরক্ষায় এখন আর বাসা থেকে বাবা-মাকে আসতে হবে না। নিজেকে নিজেই আত্মরক্ষা করতে পারব বলে জানান।

সেল্ফ ডিফেন্স অ্যান্ড ফিটনেস একাডেমির কর্ণধর ও প্রশিক্ষক আরিফ আহমেদ বলেন, এই স্কুলের প্রধান শিক্ষিকা তৌহিদ আরার আন্তরিকতার কারণেই সম্ভব হয়েছে প্রশিক্ষণটি দেয়ায়। প্রশিক্ষণ দেয়ায় শিক্ষার্থীরা মূলত খালি হাতে নিজেদের আঘাত থেকে প্রতিহত করতে পারবে বলে জানান।

বিদ্যালয়টির সহকারী প্রধান শিক্ষক আবুল হোসেন বলেন, অল্প সময়ে ক্লাসের ফাঁকে মেয়েরা নিজেদের আত্মরক্ষায় যে প্রশিক্ষণ নিয়েছেন এবং যে প্রশিক্ষণ দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই।

সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় সনদপত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী শিক্ষক রুবিনা আনিস, মুজিবুর রহমান, জামিল আহম্মেদসহ অন্য শিক্ষক-কর্মচারী ও অভিভাবকরা।