ইউক্রেনের একটি বাঁধে রুশ হামলা, বন্যার আশঙ্কা

ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ক্রিভি রিহ শহরে অন্যতম প্রধান একটি বাঁধে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে ওই অঞ্চলে বন্যার ঝুঁকির কারণে শহরের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন কর্মকর্তারা।

শহরের ২টি জেলার ২২টি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন সেখানকার প্রধান ওলেকসান্দর ভিলকুল। ৮টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলেও দাবি করা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতি সেকেন্ডে ১০০ কিউবিক মিটার পানি প্রবাহিত হচ্ছে। ইনহুলেটস নদীতে পানির স্তর বিপজ্জনকভাবে বাড়ছে।

জেলেনস্কির সরকার বলছে, রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণের প্রতিশোধ নিতেই এমন হামলা চালিয়েছে মস্কো। কারাচুনিভস্কে জলাধারে ক্ষেপণাস্ত্র আঘাতের ঘটনায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়াকে আবারও ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবে বর্ণনা করেছেন।

এই ক্রিভি রিহ শহরেই জেলেনস্কির জন্ম। গতকাল মধ্যরাতে দেয়া ভাষণে জেলেনস্কি বলেন, ‘যারা যুদ্ধ করছে, তাদের তোমরা দুর্বল করছ।’ তিনি আরও বলেন, ‘দুর্বৃত্তরা যুদ্ধক্ষেত্রে থেকে পালিয়ে গিয়ে দূর থেকে ক্ষতি করার চেষ্টা করছে।’ ইউক্রেন বলছে, তাদের হামলার শোধ নিতে পাল্টা হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়াকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে অভিহিত করেছেন।

ক্রিভি রিহ শহরে গতকালের ওই ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি মস্কো। জেলেনস্কি বলেন, তার দেশের সেনারা চলতি সেপ্টেম্বর মাসেই রাশিয়ার সেনাদের দখলে নেওয়া অঞ্চল থেকে ছয় হাজার বর্গকিলোমিটার এলাকা মুক্ত করতে সক্ষম হয়েছেন। তিনি বলেন, ইউক্রেনের সেনারা পাল্টা হামলা চালিয়ে যাচ্ছেন।

এর আগে জেলেনস্কি রাশিয়ার কাছ থেকে পুনরুদ্ধার করা ইজিউম শহর পরিদর্শন করেছেন। এসময় তিনি সেনাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। শহরটি মুক্ত করতে অবদানের জন্য তিনি তাদের ধন্যবাদ জানিয়েছেন।

ইউক্রেনের পাল্টা আক্রমণের মুখে চলতি সপ্তাহে ইজিউম শহর ছেড়ে গেছে রুশ সেনারা। মাত্র কয়েক দিনে উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভে বিশাল ভূখ- পুনরুদ্ধার করেছে ইউক্রেনীয় সেনারা।

শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২ , ০২ আশ্বিন ১৪২৯ ১৮ সফর ১৪৪৪

ইউক্রেনের একটি বাঁধে রুশ হামলা, বন্যার আশঙ্কা

ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ক্রিভি রিহ শহরে অন্যতম প্রধান একটি বাঁধে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে ওই অঞ্চলে বন্যার ঝুঁকির কারণে শহরের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন কর্মকর্তারা।

শহরের ২টি জেলার ২২টি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন সেখানকার প্রধান ওলেকসান্দর ভিলকুল। ৮টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলেও দাবি করা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতি সেকেন্ডে ১০০ কিউবিক মিটার পানি প্রবাহিত হচ্ছে। ইনহুলেটস নদীতে পানির স্তর বিপজ্জনকভাবে বাড়ছে।

জেলেনস্কির সরকার বলছে, রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণের প্রতিশোধ নিতেই এমন হামলা চালিয়েছে মস্কো। কারাচুনিভস্কে জলাধারে ক্ষেপণাস্ত্র আঘাতের ঘটনায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়াকে আবারও ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবে বর্ণনা করেছেন।

এই ক্রিভি রিহ শহরেই জেলেনস্কির জন্ম। গতকাল মধ্যরাতে দেয়া ভাষণে জেলেনস্কি বলেন, ‘যারা যুদ্ধ করছে, তাদের তোমরা দুর্বল করছ।’ তিনি আরও বলেন, ‘দুর্বৃত্তরা যুদ্ধক্ষেত্রে থেকে পালিয়ে গিয়ে দূর থেকে ক্ষতি করার চেষ্টা করছে।’ ইউক্রেন বলছে, তাদের হামলার শোধ নিতে পাল্টা হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়াকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে অভিহিত করেছেন।

ক্রিভি রিহ শহরে গতকালের ওই ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি মস্কো। জেলেনস্কি বলেন, তার দেশের সেনারা চলতি সেপ্টেম্বর মাসেই রাশিয়ার সেনাদের দখলে নেওয়া অঞ্চল থেকে ছয় হাজার বর্গকিলোমিটার এলাকা মুক্ত করতে সক্ষম হয়েছেন। তিনি বলেন, ইউক্রেনের সেনারা পাল্টা হামলা চালিয়ে যাচ্ছেন।

এর আগে জেলেনস্কি রাশিয়ার কাছ থেকে পুনরুদ্ধার করা ইজিউম শহর পরিদর্শন করেছেন। এসময় তিনি সেনাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। শহরটি মুক্ত করতে অবদানের জন্য তিনি তাদের ধন্যবাদ জানিয়েছেন।

ইউক্রেনের পাল্টা আক্রমণের মুখে চলতি সপ্তাহে ইজিউম শহর ছেড়ে গেছে রুশ সেনারা। মাত্র কয়েক দিনে উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভে বিশাল ভূখ- পুনরুদ্ধার করেছে ইউক্রেনীয় সেনারা।